রবিবার, ২৬ মার্চ, ২০১৭

সিরাজগঞ্জে “বি.এল.স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশন”এর উদ্দোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তির সোপানে পুষ্পমাল্য অর্পন





সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বি,এল, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন “বি.এল.স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশন” এর উদ্দোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহরের মুক্তির সোপানের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধাঞ্জলী জানানো এবং সকল শহীদদের প্রতি দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টার দিকে “বি.এল.স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশন” এর সদস্যরা শহরের আসাদ গেষ্ট হাউজের প্রাঙ্গনে জমায়েত হয়ে বাজার ষ্টেশন সংলগ্ন মুক্তির সোপানের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। এর আগে ভোরে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে রাষ্টের পক্ষে সর্বপ্রথম পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন কামরুন নাহার সিদ্দীকা ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সদর আসনের এম,পি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এরপর পুলিশ প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করেন।
“বি.এল.স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশন”এর সাধারণ সস্পাদক এস,এম,সাইদুল ইসলামের উদ্দোগে এবং সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের ১নং সহ-সাধারণ সস্পাদক মোঃ রফিকুল ইসলাম, ২নং সহ-সাধারণ সস্পাদক আব্দুস ছালাম মামুন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, ১নং সহ-সাংগঠনিক সম্পাদক কচি সরকার, ২নং সহ-সাংগঠনিক সম্পাদক তমাল, কোষাধক্ষ মোঃ আলী সোহেল, সহকারি কোষাদক্ষ উল্লাস, সাংস্কৃতিক সম্পাদক রোজেন, ক্রিয়া সম্পাদক পান্না, সহকারি ক্রিয়া সম্পাদক শরিফুল, আপ্যায়ন সম্পাদক মোঃ খসরু, সহকারি আপ্যায়ন সম্পাদক জিয়া, সহকারি দপ্তর সম্পাদক কাজল, রুহুল আমিন সিদ্দিক, সাংবাদিক সোহাগ লুৎফুল কবিরসহ প্রমূখ প্রাক্তন ছাত্রবৃন্দ।

বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জ বিএনপির লিফলেট বিতরণ


গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ইবিরোড, কালিবাড়ী রোড, ফজলুল হক রোড, মিরপুর ওয়াপদা বাঁধ সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। বিএনপি নেতৃবৃন্দ শহরের বিভিন্ন দোকানে ঘুরে ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, প্রচার সম্পাদক সাংবাদিক হাারুন অর রশিদ খান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সহ-সভাপতি হাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ভুইয়া সাফী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক তালুকদার রতন, জেলা যুবদলের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, কাউন্সিলর ও বিএনপি নেতা আলাউদ্দিন, জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক এনামুল হক, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মিলন হক রনজু ও শহর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিতু।

২৫ মার্চ পালিত হবে ‘গণহত্যা দিবস’


সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। আগামী ২৫ শে মার্চ দেশে প্রথমবারের মত গণহত্যা দিবস পালন করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ২৫ মার্চ তারিখে গণহত্যা দিবস প্রথমবারের মতো পালন করতে যাচ্ছে। এ স্বল্প সময়ের মধ্যে এবার কাঙ্ক্ষিত ব্যাপক কর্মসূচিতে এ দিবস পালন করা সম্ভব না হলেও, বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে এ ঘটনা মাইলফলক হয়ে থাকবে।

তিনি জানান, ওইদিন ‘রক্তাক্ত ২৫ শে মার্চ : গণহত্যা ইতিবৃত্ত’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ সংলগ্ন স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ দিবস উপলক্ষে ২৫ মার্চ আলোচনা সভা ও গণহত্যা এবং মুক্তিযুদ্ধবিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গণহত্যা দিবস পালন করতে যাচ্ছি।

দেশের বাইরে দূতাবাসগুলোতে দিবসটি পালনের কোনো সিদ্ধান্ত আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দূতাবাসগুলোতে আমরা এ বছর নির্দেশনা দেইনি। কারণ, সেখানে একটা সভা আয়োজন করতে হলে বিভিন্ন লোককে দাওয়াত করতে হয়। দাওয়াত করতে গেলে দূতাবাসের যে একটা নিয়ম আছে, সেই নিয়মটি পালন করতে ন্যূনতম সাতদিন লাগে। সেই সময়টা আমাদের এ বছর হাতে ছিল না দেখে দূতাবাসগুলোতে আমরা বলিনি।

তবে বিদেশে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ রেখে এ দিবসটি পালনের চেষ্টা করা হবে এবং ভবিষ্যতে দূতাবাসগুলোতে অবশ্যই এ দিবস পালন করা হবে বলেও জানান মন্ত্রী।

বুধবার, ২২ মার্চ, ২০১৭

পেপ্যালের অনুমোদন পেল সোনালী ব্যাংক

অনলাইনভিত্তিক আর্থিক লেনদেনব্যবস্থা পেপ্যালের সেবা চালু করতে সোনালী ব্যাংককে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট সোনালী ব্যাংককে এ অনুমোদন দেয়।
 
সোনালী ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পর পেপ্যালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির জন্য এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী মাসে এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর সাধারণ মানুষ সেবাটি ব্যবহার করতে পারবে।

পেপ্যালের সাহায্যে বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে অর্থ ও প্রবাসী আয় পাঠানো যায়। সেবাটি বাংলাদেশে চালু করতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং ই-কমার্স ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসছিলেন। ব্যাংকিং চ্যানেলে ছোট অঙ্কের লেনদেন অসুবিধাজনক হওয়ায় পেপ্যালে লেনদেন তথ্যপ্রযুক্তির উদ্যোক্তাদের কাছে বেশ জনপ্রিয়। নীতিগত অনুমোদনসহ বেশ কয়েকটি কারণে সেবাটি চালুর অনুমোদন দিতে দেরি করে বাংলাদেশ ব্যাংক।

শনিবার, ১৮ মার্চ, ২০১৭

শাহজাদপুরে আ'লীগের যৌথ বর্ধিত সভা : শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার আহবানের মধ্য দিয়ে রাজকীয় সংবর্ধনা ও ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আয়োজিত যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভার:) ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ সাংবাদিক শিমুল হত্যাকান্ড খুবই দু:খজনক ঘটনা।’ এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ আমি এ হত্যাকান্ডের দ্রুত বিচার আশা করি। শিমুল হত্যাকান্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। ইতিমধ্যেই মেয়র হালিমুল হক মিরুকে উপজেলা, জেলা ও কেন্দ্রীয়ভাবে সাময়িক বহিস্কার করা হয়েছে। স্থায়ী বহিস্কারের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ইতিমধ্যেই মেয়র মিরু ও নাছির জেলারের মাধ্যমে কারণ দর্শাণোর নোটিশের জবাব কেন্দ্রীয় আওয়ামী লীগ দপ্তরে প্রেরণ করেছে। ’ তিনি আরও বলেন, ‘ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলের ভাবমুর্তি ক্ষুন্নকারী কাউকে ছাড় দেননি। মিরুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। শিমুলের খুনিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। সামনে নির্বাচন, তাই দলকে শক্তিশালী করতে হবে। আগামী ৬ মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি, উপজেলা যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো সন্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার হবে।’ 
 
স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সভাপতির বক্তব্যে ‘ সাংবাদিক শিমুল হত্যার প্রধান আসামী হালিমুল হক মিরুকে কেন্দ্রীয়ভাবে স্থায়ী বহিস্কার ও সাংবাদিক শিমুল হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।’ 
 
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সভপতিত্বে অনুষ্ঠিত ওই যৌথ বর্ধিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, মোস্তফা কামাল খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার, শফিকুর রহমান শফি, রফিকুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, আইন বিষয়ক সম্পাদক ও মিল্কভিটার ভাইস চেয়ারম্যান এমএ হামিদ লাভলু, এড. আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, কোরবান আলী, কৃষকলীগ সভাপতি আব্দুল মতিন, শ্রমিক লীগ সভাপতি টিপু সুলতান, সেস্বাসেবক লীগ নেতা ফারুক সরকার, যুবলীগ সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক মানুনর রশিদ লিয়াকত, আশিকুল হক দিনার, ছাত্রলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, সাধারণ সম্পাদক ইসলাম আলী, ইউনিয়ন আ’লীগ নেতা মাজেদ আলী, আনছার আলী, গোলাম মর্তুজা, হাসিবুল হক হাসান, আব্দুল মালেক সরকার প্রমূখ।
 
শেষে সুবজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক তার দাবির স্বপক্ষে সকল কাগজপত্র প্রধান অতিথির কাছে হস্তান্তর করে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর স্বর্ণখচিত ভাষ্কর্য নির্মাণ ও রেসকোর্স ময়দানকে বঙ্গবন্ধু জাতীয় মঞ্চ ঘোষণার দাবি জানালে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন হিরোকের দাবিকে সমর্থন করে ডা: হাবিবে মিল্লাত মুন্নাকে উক্ত বিষয় মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করার সুপারিশ করেন। এর আগে প্রধান অতিথি ডা: হাবিবে মিল্লাত মুন্না শাহজাদপুরের বিসিক বাসষ্ট্যান্ডে পৌঁছালে তাকে রাজকীয় সংবর্ধনা দিয়ে হাতির পিঠে চড়িয়ে দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়।

মরহুম জেলা আ’লীগের সাধারন সম্পাদক মরহুম আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার প্রথম মৃত্যু বার্ষিকী পালন



সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সিরাজগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, জেলা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ নানা কর্মসুচি পালন করেছে। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে
মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা বেগম সপ্না।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসৃুফ সূর্য্য, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল বারী শেখ, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী ইসহাক প্রমুখ। বক্তারা সভায় বলেন, সৎ, যোগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শের ত্যাগী নেতা এবং আওয়ামীলীগের একজন পরিক্ষিত সৈনিক। বক্তারা বলেন সবাই আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার আদর্শ অনুসরন করার জন্য সবার প্রতি আহবান জানিয়ে বলেন তিনি ছিলেন স্বচ্ছ ধারার রাজনীতির ধারক ও বাহক।

বেলকুচিতে “সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণ” আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার জেলা তথ্য  অফিসের আয়োজনে “সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণ” এর লক্ষে মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে সমূহের ব্রাল্ডিং, বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন বাভনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমূহ ভিশন-২০১৭ এর লক্ষ ও অর্জন সমূহ এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে বিষয়ক আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।

উক্ত অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সেঁজুতি ধর, থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) লাইছুর রহমান, জেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার লায়লা নারগীস বেগম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ প্রমুখ।

বেলকুচিতে হুরা সাগর নদী নাব্যতা রক্ষার্থে পরিস্কার অভিযানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মাইঝাইল গ্রামের প্রবাহিত হুরা সাগর নদীর নাব্যতা রক্ষার্থে পরিস্কার অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে হুরা সাগর নদীর মাইঝাইল নৌ ঘাটে পরিস্কার অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সেঁজুতি ধর, বেলকুচি থানা (ওসি তদন্ত) লাইছুর রহমান, জেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার লায়লা নারগীস বেগম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাষানী প্রমুখ।

শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

সিরাজগঞ্জে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৭তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালন


সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধুর ৯৭ তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের ও সন্ধ্যায় জেলা দলীয় কার্যালয়ে এক আলোচনাসভা আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে  আলোচনা সভায় সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না,  সংরক্ষিত মহিলা সাংসদ সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও চেম্বার প্রেসিডেন্ট গোলাম আবু ইউসুফ সুর্য্য, অ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন ।

বক্তারা এ সময় বলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা মাতৃভাষা বাংলা পেতাম না, স্বাধীন দেশ পেতাম না। তিনি আমাদের বিশ্বের বুকে মথা উঁচু করে দাড়াঁবার শক্তি সাহস জুগিয়েছেন। সকল জেল জুলুম অত্যাচার, নির্যাতন সহ্য করে জীবনের মায়া ত্যাগ করে এ দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। তিনি দেশের মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে সবাইকে দেশ বিরোধী, অপশক্তির বিরোদ্ধে ঐক্য বদ্ধ থাকার আহবান জানান।  এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,  র‌্যালী এবং বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে  পুরস্কার বিতরণ করা হয় ।
এর আগে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়

কামারখন্দে নানা আয়োজনের মধ্যেদিয়ে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত



বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে একটি র‌্যালি দলীয় কার্য্যালয় থেকে শুরু করে উপজেলা বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে দলীয় কার্য্যালয় শেষ হয়। এবং আনন্দ উল্লাসের মধ্যেদিয়ে কেক কর্তন করা হয়।

এছাড়াও কামারখন্দ উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ-কামারখন্দ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, ১৯২০ সালে ১৭ মার্চ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের রুপকার বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা শেখ মুজিবর রহমান গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন। ৫২ ভাষা আন্দলন, ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮এর সামরিক শাসন বিরোধী আন্দলন, ৬৬ এর ৬ দফা, ৬৯ এর গণঅভ্যুথান, ৭০এর নির্বাচন সহ বাঙ্গালীর মুক্তি ও অধিকার আদায়ের পরিচালিত প্রতিটি গনতান্ত্রিক ও স্বাধিকার আন্দলনে তিনি নেতৃত্ব দেন।  তাছাড়াও নানা চড়াই উৎরাই পারিদিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষনা দেন। তিনি কেবল বাঙালির নন, বিশে^ নিপীরিত শোষিত মানুষের স্বাধিনতার প্রতিক, মুক্তির দূত।

শহীদ আবুল হোসেন অডিটোরিয়ামে অনুষ্ঠিতউপজেলা নির্বাহি কর্মকর্তা ইসফাত জাহান (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরী, সাধারন সম্পাদক, আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গাজী আমিনুল ইসলাম সহ স্থানিয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। আলোচনা শেষে ছাত্র-ছত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও জেলা প্রশাসন, বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান দিবস টি যথাযথ মর্জাদায় পালন করে।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিন উপলক্ষে আজ সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিউগলে করুন সুর বাজানো হয়। 
এ উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করে।
বঙ্গবন্ধু এবং সেইসঙ্গে ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আবদুল হামিদ ও শেখ হাসিনা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিক, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের যুগ্ম-সচিব জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এশরার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণে রাখা দর্শণার্থী বইতে স্বাক্ষর করেন।

এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ মাজার প্রাঙ্গণে আগমন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও শেখ হেলাল উদ্দিন এমপি তাকে স্বাগত জানান।পরে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহযোগে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্পণের পর টুঙ্গিপাড়ায় আসেন।দেশে আজ বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে।

সিরাজগঞ্জ সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৭তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত

সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্দোগে বঙ্গবন্ধুর ৯৭তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিরাজগঞ্জ সরাকারী কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

১৭ই মার্চ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরেকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস,এম, মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদে সম্পাদক টি,এম, সোহেল, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু। আরো বক্তব্য রাখেন ডঃ প্রফেসর গোলাম আহম্মেদ, প্রফেসর আব্দুর রহমান, প্রফেসর আব্দুর জব্বার, প্রফেসর মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক উম্মে তাসলিমা প্রমূখ।

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর ৯৭তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত

১৭ই মার্চ বঙ্গবন্ধুর ৯৭তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে সকাল সারে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে মুক্তির সোপানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুল নাহার সিদ্দিকার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান।


অনুষ্ঠান শুরুতে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম দিন খুসির দিন” উপলক্ষে মূল প্রবন্ধ পাঠ করেন সরকারি মহিলা কলেজের অধ্যাপক ডঃ মোঃ হাবিব উল্লাহ বাহার, বিশেষ হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সাংসদ সেলিনা বেগম সপ্না, চেম্বার অব কমার্সের সভাপতি আবু  ইউসুফ সূর্য্য, সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।
আলোচনা সভার সমাপ্তি ঘোষনার পর সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুল নাহার সিদ্দিকা পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও জেলা শিল্পকলা একাডেমির পিরবেশনায় এই রিপোর্ট রেখা পর্যন্ত একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।

মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

রায়গঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ ৫০ হাজার টাকা অর্থদন্ড


সিরাজগঞ্জের রায়গঞ্জে লাইসেন্স বিহনীভাবে ইটভাটা গড়ে তুলে ইট পোড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালত এক ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সেই সাথে ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মারুফ সোহেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত ইটভাটার মালিক উজ্জল হোসেন উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের মোমতাজ আলীর ছেলে।

সহকারী কমিশনার (ভুমি) মারুফ সোহেল জানান, অর্থ দন্ডপ্রাপ্ত উজ্জল লাইসেন্স ছাড়াই আবাদি জমিতে ইটভাটা স্থাপন করে ইট পোড়াচ্ছিল। সংবাদ পেয়ে দুপুরে ওই ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট  প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ৪ ধারা ভঙ্গ করায় উজ্জলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও ভাটার সকল কার্যক্রম স্থগিত করা হয়।

স্বাধীনতার মাসেই চলে গেলেন সিরাজগঞ্জের বীরমাতা সুর্য্য বানু

মহান স্বাধীনতার মাসেই সিরাজগঞ্জের নারী মুক্তিযোদ্ধা বীর মাতা সূর্য্য বানু (৭১) আর নেই। মঙ্গলবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ শহরের বেসরকারি আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ পূত্র, ৩ কন্যা ও নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার মৃত হারুন-অর রশীদের স্ত্রী। 

মরহুমার ছেলে হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে সূর্য্য বানু শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে শহরের আভিসিনা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশরাফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। 
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্রেনজন চাম্মু গং জানান, মঙ্গলবার বাদ আছর রহমতগঞ্জ কবরস্থান মসজিদ প্রাঙ্গনে সূর্য্য বানুর জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য্য সম্পন্ন করা হবে। 

প্রসঙ্গত, ১৯১৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনীর হাতে বড়বোনসহ সম্ভ্রম হারান সূর্যবানু। সম্ভ্রম হারানোর পর দীর্ঘদিন তিনি লোকলজ্জার ভয়ে অসহায়ত্বের মধ্য একাকী জীবনযাপন করতেন। ১৯৯২ সালে ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে তিনি জনসম্মুখে আসেন। দীর্ঘ ৪৫ বছর পর ২০১৬ সালে তিনি নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভ করেন। 

নিয়াজ এন্ড ব্রাদার্সের অয়োজনে ফ্রেস সিমেন্টের সেমিনার অনুষ্ঠিত

সিরাজগঞ্জে নিয়াজ এন্ড ব্রাদার্সের অয়োজনে মেঘনা গ্রুপ অব ইন্ডাট্রিজ ফ্রেস সিমেন্টের সেমিনারে “কনর্সান্ট এন্ড সিমেন্ট টেকনোলোজি” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। মেঘনা গ্রুপ অব ইন্ডাট্রিজ এর (জি,এম) টেকনিক্যাল সাপোর্ট গোপল কৃষ্ণ বাগচীর সভাপতিত্বে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে ফ্রেস সিমেন্টের টেকসই গুনাগুন মান উপস্থাপন করে আলোচনা করে আলোচনা করা হয়।

এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম (এল,জি,ই,ডি), নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ারুল আজিম (পি,ডাব্লিউ,ডি), নির্বাহী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন (ই,ই,ডি), নির্বাহী প্রকৌশলী শাজাহান (পাওরোসোনহা), ফ্রেস সিমেন্ট ডিলার মঈনুল গাফ্ফার নিয়াজ, সিরাজগঞ্জ ফ্রেস সিমেন্ট অফিসার ইনচার্জ সাজেদুর রহমান সাজু।
ফ্রেস সিমেন্টের এ্যাসিঃ ম্যানেজার ট্যেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার রাজিব আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটির সার্বিক দ্বায়িত্বে ছিলেন এক্সিকিউটিভ ট্যেকনিক্যাল ইঞ্জিনিয়ার রুবেল সরিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেস সিমেন্টের সিঃ এক্সিকিউটিভ মোঃ মাসুদ রানা, ব্যান্ড প্রোমটর মোঃ রকিব উদ্দিন।

সোমবার, ১৩ মার্চ, ২০১৭

সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলে জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় মেলা





যমুনার দুর্গোম চরাঞ্চলে জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলা নিয়ে বসবাস করে ভাগ্যের পরিবর্তন করা যায় এমনি দিক নির্দেশনা মুলক ব্যতিক্রমী মেলা সিরাজগঞ্জের চৌহালীতে অনুষ্ঠিত হয়েছে। যমুনা নদী দ্বারা সিরাজগঞ্জ জেলা থেকে বিভক্ত ও নদী ভাঙ্গন কবলিত দেশের দুর্গোম চরাঞ্চল চৌহালীতে দুর্যোগ প্রস্তুতি জলবায়ু সহনশীল কৃষিজ উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য পুষ্টি ও জীবন-যাত্রার মান উন্নয়নের লক্ষে আদর্শ গ্রাম ব্যবস্থাপনায় খাদ্য, পুষ্টি ও কৃষি এই মেলা অনুষ্ঠিত হয়। জার্মানী দাতা সংস্থা বিএমজেট ও ওয়েল্টহুঙ্গারহিলফি এর অর্থায়ন মানবমুক্তি সংস্থা কর্তৃক বাস্তবায়িত প্রোমোটিং ক্লাইমেট স্মার্ট ফিলেজ প্রকল্পের ব্যবস্থাপনায় সোমবার বেতিল চরে দিন ব্যাপী অনুষ্ঠিত এই মেলায় মোট ১৬টি স্টল অংশ গ্রহন করে।

 বাড়ির আঙ্গিনায় উৎপাদিত কৃষিজাত খাদ্য সামগ্রী, শিশুর পুষ্টি খাবার, স্বাস্থ্য ব্যবস্থা এবং জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলা করে আধুনিক গ্রাম প্রতিষ্ঠার নকশার এসব স্টল গুলো উপস্থিত চরাঞ্চলের শত-শত বিভিন্ন বয়সী নারী-পুরুষের দৃষ্টি কারে। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরাও এতে অংশ নেয়। পরে এক আলোচনা সভায় মানবমুক্তি সংস্থার পরিচালক হাবীবুল্লাহ বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানী দাতা সংস্থা বিএমজেট ও ওয়েল্টহুঙ্গারহিলফি এর দক্ষিন এশিয়া অঞ্চলের প্রোগ্রাম ম্যানেজার অংশুমান দাস। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ তায়জুল ইসলাম, পুষ্টিবিদ সিরাজৃুল ইসলাম, জীবিকায়ন ও দুর্যোগ বিশেষজ্ঞ রফিকুল আলম ও আবেদ আলী খান, প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, দুর্যোগ প্রস্তুতি ও মোকাবেলা এবং জলবায়ু সহনশীল পুষ্টি সমৃদ্ধ কৃষিজ উৎপাদেন লক্ষে চৌহালী উপজেলার সর্বাধিক দুর্যোগ প্রবন ২৫টি গ্রামের ৫ হাজার পরিবার নিয়ে এই প্রকল্পটি ২০১৫ সাল থেকে কাজ করে আসছে। যা ২০১৮ সালের আগষ্ট মাস পর্যন্ত চলবে। আর এ মেলা করার উদ্দেশ্য, দুর্যোগ প্রবন এলাকার মানুষ দুর্যোগ কালীন চাষাবাদ কৌশল অবলম্বনের মাধ্যমে দৈনিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বিভিন্ন খাদ্যের প্রয়োজনীয় স্বল্পকালীন ও দীর্ঘকালীন ফসল উৎপাদন করে নিজেরা যাতে স্বাবলম্বী হতে পারে।

মেলায় অংশ নেয়া বেতিল চরের মৃত লেদু মিয়ার স্ত্রী জয়গন নেছা, গহের আলী মোল্লার স্ত্রী কদভানু বেওয়া জানান,  আমরা সাড়া বছর চরে নানা দুর্যোগ পাড়ি দিয়ে বসবাস করছি। দুর্যোগ মোকাবেলা করে বেঁচে থাকার পাশাপাশি ভাগ্য উন্নয়নে হাস-মুরগী, পশু পালন, শাঁক-সবজি চাষ সহ মেলার মাধ্যমে তারা আমাদের যে শিক্ষা দিল তা আমাদের জীবন যাত্রার সহায়ক ভুমিকা পালন করবে।
অতীতের মত আর কষ্ট চলতে হবেনা।

মেঘনা গ্রুপ অব ইন্ডাঃ এর কনর্সান্ট এন্ড সিমেন্ট টেকনোলোজির প্রেজেন্টেশন উপস্থাপন




সিরাজগঞ্জে (‘Concnete And Cement Tecnology’)-“কনর্সান্ট এন্ড সিমেন্ট টেকনোলোজি” বিষয়কে প্রতিপদ্দ হিসেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ফ্রেস সিমেন্ট এর পক্ষ থেকে এক ইঞ্জিনিয়ার প্রগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে (জি,এম) টেকনিক্যাল সাপোর্ট গোপল কৃষ্ণ বাগচী ট্যেকনিক্যাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। 
 
মেঘনা গ্রুপ অব ইন্ডাট্রিজ এর (জি,এম) টেকনিক্যাল সাপোর্ট গোপল কৃষ্ণ বাতাচীর সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম (এল,জি,ই,ডি), নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ারুল আজিম (পি,ডাব্লিউ,ডি), নির্বাহী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন (ই,ই,ডি), নির্বাহী প্রকৌশলী শাজাহান (পাওরোসোনহা), ফ্রেস সিমেন্ট ডিলার মঈনুল গাফ্ফার নিয়াজ, সিরাজগঞ্জ ফ্রেস সিমেন্ট অফিসার ইনচার্জ সাজেদুর রহমান সাজু।
ফ্রেস সিমেন্টের এ্যাসিঃ ম্যানেজার ট্যেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার রাজিব আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটির সার্বিক দ্বায়িত্বে ছিলেন এক্সিকিউটিভ ট্যেকনিক্যাল ইঞ্জিনিয়ার রুবেল সরিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেস সিমেন্টের সিঃ এক্সিকিউটিভ মোঃ মাসুদ রানা, ব্যান্ড প্রোমটর মোঃ রকিব উদ্দিন।
Save

রবিবার, ১২ মার্চ, ২০১৭

পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদ সদস্য হীরক গুনের সংবর্ধনা


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদ সদস্য হীরক গুনের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা। উৎসব মুখর পরিবেশে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অন্যতম নেতা ও পালাশডাঙ্গা যুব শিবিরের যুদ্ধকালীন সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বিমল কুমার দাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অংকুর জিৎ সাহা নব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি এ্যাডঃ রনজিৎ মন্ডল স্বপন,সাবেক সাধারন সম্পাদক সন্তোষ কুমার কানু, বাংলাদেশ আদিবাসি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা  পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বর ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো। জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আহবায়ক দিলীপ গৌরের সভাপতিতে সভা পরিচালনা করেন জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সদস্য সচীব রিংকু কুন্ডু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মানব জমিন, বিডিনিউজ ও মোহনা টিভির জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ।

এসময় সিরাজগঞ্জ শহর ছাত্র-যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে  সভাপতি অভিজিত সাহা তপু ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৌরভ ঘোষ পিনু, সিরাজগঞ্জ সদর থানা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি শুভ্র সরকার ও সাধারন সম্পাদক মানিক দাস, জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে যুগ্ন আহবায়ক গৌরাঙ্গ ঘোষ,সদস্য রাজীব কুন্ডু, সম্পাদ দাশ ও অনিক কুন্ডু সৌরভ,সিরাজগঞ্জ টেলিভিশ সাংবাদিক ফোরামের পক্ষে সাধারন সম্পাদক ফেরদৌস হাসান সংবর্ধিত ব্যক্তিত্ব হীরক গুন কে ফুলের শুভেচ্ছা জানান। এর পর উপস্থিত অতিথিরা হীরক গুনের হাতে সন্মাননা স্মারক তুলেদেন। সংবর্ধনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৃত্য পরিচালক তৌহিদুল ইসলামের পরিচালনায়  নৃত্য পরিবেশন করে আনন্দ ধারা নৃত্যকলা একাডেমীর শিল্পীবৃন্দ। সংগীত পরিবেশন করে সেলিম সাহেদ, সালেহ নুর, সংগীতা সাহা, শর্মী রায় ও সুমী রায়।

কারো সঙ্গে যুদ্ধ নয়, হামলা হলে জবাব দিতে প্রস্তুত : প্রধানমন্ত্রী


বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। তবে বাঙালি কখনো অন্যায় ও অবিচারকে মেনে নেয়নি। আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না। কিন্তু আমাদের ওপর কোনো ধরনের হামলা হলে তার সমুচিত জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি।

রবিবার চট্টগ্রাম নৌ জেটিতে দু’টি সাবমেরিন ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ আনুষ্ঠানিকভাবে নৌবহরে কমিশনিং করেন তিনি। এ সময় তিনি সাবমেরিন দু’টির কমিশনিং ফরমান অধিনায়কদের হাতে তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন। 

বাংলাদেশের সাবমেরিন যুগে প্রবেশের ঘটনাকে ইতিহাসের একটি স্মরণীয় মুহূর্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার ৪৬ বছরেও আমাদের নৌবাহিনীর সাবমেরিন ছিল না। অত্যাধুনিক এই সাবমেরিন যুদ্ধ জাহাজ যুক্ত হয়ে আমাদের নৌবাহিনীর সক্ষমতা বহুগুণ বাড়িয়েছে। আক্ষরিকভাবেই এখন বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। 

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়িত হবে। তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের লক্ষ্যে প্রথম ধাপ ছিল নৌবাহিনীর জন্য আকাশসীমা উন্মোচন। বর্তমান সরকারের আমলে হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট নিয়ে গঠিত হয় নেভাল এভিয়েশন। শিগগিরই এতে আরো মেরিটাইম এয়ারক্রাফট ও অত্যাধুনিক সমরক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার সংযোজিত হবে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী স্বল্প সময়ে বিশাল সমুদ্র এলাকায় টহল এবং পর্যবেক্ষণ সক্ষমতা অর্জন করেছে যা সমুদ্রসীমা ও সমুদ্র সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ নৌবাহিনীর বহরে সাবমেরিন অন্তর্ভুক্তির ফলে দেশের জলসীমায় সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। পাশাপাশি তেল, গ্যাস অনুসন্ধানের ব্লকসমূহে অধিকতর নিরাপত্তাসহ সার্বিকভাবে দেশের ব্লু ইকনমি উন্নয়নে এই সাবমেরিন দু’টি সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বাংলাদেশ নৌবাহিনীর জন্য দু’টি সাবমেরিনের আধুনিকায়ন, ক্রু-দের প্রশিক্ষণ ও কারিগরী প্রশিক্ষণের জন্য চীন সরকার, নৌবাহিনী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, প্রথমবারের মত বাংলাদেশ নৌবাহিনীতে সংযোজিত হলো দীর্ঘ প্রতিক্ষীত আধুনিক দু’টি সাবমেরিন ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’। এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করল।

শনিবার, ১১ মার্চ, ২০১৭

বার বার চোখ মুছেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা


shake-hasina মুক্তিযুদ্ধ শুরুর আগে ২৫ মার্চ রাতে এবং যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বর্বরতার সচিত্র প্রতিবেদন দেখার সময় বার বার চোখ মুছেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। ১৮ মিনিট চলা এসব চিত্র দেখে সংসদ সদস্যরা নীরব হয়ে যান। শনিবার জাতীয় সংসদে এ ঘটনা ঘটে।
এর আগে বেলা ৩টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদের বৈঠকে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব উপস্থাপন করেন ফেনী-১ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দলের এমপি শিরিন আখতার। 

এরপর ফ্লোর নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২৫ মার্চই শুধু নয়। এর পথ ধরেই দেশে যে গণহত্যা শুরু হয়েছিল… অনেক সংসদ সদস্য আছেন এখানে যারা যুবক, একাত্তরের সেই ভয়াল চিত্র তারা দেখেননি। এখানে আলোচনা হবে। মাননীয় স্পিকার আপনার অনুমতি নিয়ে আমি ওই সময়কার কিছু ছবি-ভিডিও দেখাতে চাই, যেগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। সংসদ কক্ষে রাখা বড় পর্দায় একাত্তরে পাক বাহিনীর নির্মমতার বিভিন্ন চিত্র, ভিডিও দেখানো হয়। শরণার্থীদের দেশ ত্যাগ, গণহত্যার ছবি দেখানো হয়। সচিত্র প্রতিবেদনের শুরুতে ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ছবি দেখানো হয়। প্রতিবেদনে ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে স্বাধীনতার ঘোষণাপত্রটিও দেখানো হয়। ওই সব স্থিরচিত্র ও ভিডিও দেখানোর পর প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়।

জাতীয় সংসদে সর্ব সম্মতিক্রমে ২৫ মার্চ' কে বাংলাদেশের "জাতীয় গণহত্যা দিবস" ঘোষণার প্রস্তাব পাশ


১৯৭১-’৭২ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশিত পত্র-পত্রিকা, রেডিও-টিভিতে প্রচারিত সংবাদ, প্রামাণ্য চিত্র, সরকারসমূহের ক্লাসিফাইড ডকুমেন্টস থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায় যে, ১৯৭১ সালে আমাদের দেশে যে গণহত্যা ঘটেছে সেটা ভয়াবহ ও ব্যাপক এবং শুধুমাত্র পরিচালিত হয়েছিলো বাঙালি নিধনে।

সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায়ই আমাদের বিগত পঁয়তাল্লিশ বছরের আত্মপীড়ন ও ভূলুণ্ঠিত জাতীয় মর্যাদার আংশিক উপশম হয়েছে যুদ্ধাপরাধীদের সাজার মাধ্যমে! সে প্রক্রিয়া এখনো চলমান! আদালতের রায়ে প্রমাণিত হয়েছে এরা প্রত্যেকেই কোন না কোনভাবে নির্দয়, পৈশাচিক ও জঘন্য গণহত্যায় সামিল ছিলো। বাংলার প্রান্তরে নিশ্চয়ই তারা সেদিন বাজি পোড়াতে আসেনি! এসেছিলো পরিকল্পনার গণহত্যা সংঘটনে। সেই ভয়াবহতম গণহত্যার শুরুটা হয়েছিলো ২৫শে মার্চের দিবাগত রাত থেকে; চলেছিলো নয় মাসব্যাপী! শুধু  বাঙালি নিধনের মচ্ছবে মেতেছিলো তারা! ২৫শে মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে দাবি করার স্বপক্ষে কয়েক সহস্র দলিল উপস্থাপন করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার উদ্যোগ নেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন। তিনি বলেন, “আন্তর্জাতিকভাবে যাতে এই দিবসটি পালিত হয় সেজন্য আমরা বিভিন্ন দেশের কাছে গণহত্যা সংক্রান্ত তথ্য উপাত্ত সরবরাহ করেছি।”

মাননীয় প্রধানমন্ত্রীর সংসদে আকস্মিকভাবে আলোচনাক্রমে উত্থাপিত প্রস্তাবে আনন্দে আজ আত্মহারা! হয়তো এটি একটি বিজয়। দেশমাতৃকার প্রতি ভালবাসার অমোঘ এক স্বীকৃতি! আমরা বলবো এ বিজয় কাঙ্ক্ষিত বিজয়ের সূচনা মাত্র; এর জন্যে আরও যেতে হবে অনেকটা পথ।  চোখের জল ও রক্তের বিনিময়ে জাতির জন্যে  বয়ে আনা অহংকার, গৌরব ও শৌর্যের বিজয়ে উত্তর প্রজন্মের অতি সামান্য অংশীদারিত্ব। আমাদের মহান মুক্তিযোদ্ধাদের সাথে হোক আমাদের আত্মার বন্ধন।

বাংলাদেশের কয়েক কোটি মানুষ দেশমাতৃকার জন্য প্রাণ বিসর্জন দেওয়া ত্রিশ লাখ শহীদের বিদেহী আত্মার সাথে কালের নিকষ কালো অন্ধকারেও ন্যায় ও সত্যের অতন্দ্র প্রহরী হয়ে জেগে আছে আজও! জাতীয় সংসদে সর্ব সম্মতিক্রমে ২৫ মার্চ' কে বাংলাদেশের "জাতীয় গণহত্যা দিবস" ঘোষণার প্রস্তাব পাশ হয়েছে ।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ...


‘সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়।

শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

কনফিডেন্ট ইনষ্টিটিউট ও টেকনোলজির বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত

সিরাজগঞ্জ পৌর এলাকার মিলনমোড়ে কনফিডেন্ট ইনষ্টিটিউট অব টেকনোলজি ২০১৭ সালের বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত হয় । বৃহসপতিবার দিনব্যাপি দিনাজপুরের স্বপ্নপুরিতে এই শিক্ষাসফর অনুষ্ঠিত হয় । ছাএ এবং শিক্ষকরা আনন্দের মধ্যেদিয়ে দিনটি উদযাপন করেন । শিক্ষাসফরে উপস্থিত ছিলেন,পরিচালক (প্রশাসন)ইঞ্জিনিয়ার  ফিরোজ মাহমুদ,পরিচালক (অর্থ) মোঃ হাফিজ,প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম,ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, শিক্ষক জহুরুল ইসলাম, সোহেল রানা, আজিজুল, রুবেল, রুবেল আলম, রাশিদুল, জাহিদুল, ছামিদুর, প্রদীপ, মোঃ ছাইদ, সামাদ ও সিভিল ইঞ্জিনিয়ার ছাএ মারুফ সরকার প্রমুখ । বিকেলে কলেজের পক্ষে থেকে সর্ব্বোচ্চ ক্লাসধারী ১০ জনকে উপবৃত্তি প্রদান করা হয় । পরে এক সাংস্কৃতিক ানুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে ছাএ ও শিক্ষকরা গান ও নাচ পরিবেশন করে ।

সিরাজগঞ্জে চির সবুজ সংঘের টি-২০ সিএসপিএল উদ্বোবন


শুক্রবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অর্ধ শতাব্দির ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন চির সবুজ সংঘরে উদ্দ্যোগে ক্রিকেট টি-২০ সিএসপিএল এর উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হারুন অর রশিদ খান হাসান বলেন, কিশোর, ছাত্র-যুবকরাই দেশ ও জাতির ভবিষ্যত।  উন্নত ও সমৃদ্ধ জীবনের বীজবপনের সময় ছাত্রজীবন। ছাত্রদের প্রধান কাজ লেখা পড়া। অধ্যায়নের পাশাপাশি ছাত্রদের মানস গঠনে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হয়। খেলাধুলা শরীর মন গঠনে সহায়ক। খেলার রাজা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট এক গৌরবময় অনিশ্চয়তা খেলা। বাংলাদেশ আইসিসি ট্রফির মতো একদিন বিশ্বকাপও ছিনিয়ে আনবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক। চির সবুজ সংঘের সভাপতি জাকির হোসেন তরফতার মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভিপি জাহিদ হোসেন রজবের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিশু কিশোর সংগঠক কামরুল ইসলাম,সমাজ সেবক ভোলা ভুইয়া, আব্দুর রহমান বাছেদ সহ প্রমুখ। চির সবুজ সংঘরে উদ্দ্যোগে ক্রিকেট টি-২০ সিএসপিএল এর অংশগ্রহণকারী চারটি দলের নাম হচ্ছে, চির সবুজ স্টারস,চির সবুজ টাইগার, চির সবুজ কিংস এবং চির সবুজ জায়ান্ট। উদ্বোধনী দিনে দুটি খেলা হয়। প্রথাম খেলায়  জায়ান্টকে ১ উইকেট হারায় টাইগার এবং দি¦তীয় খেলায় কিংসকে ৪ উইকেটে হারায় স্টার।

বেলকুচিতে ইয়াবা ব্যবসায়ী আরিফ গ্রেফতার




সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার চরচালা থেকে ১৭পিছ ইয়াবাসহ আরিফ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ। শুক্রবার সকালে অভিযান চালিয়ে পলাশ মার্কেট এলাকা থেকে আরিফকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আরিফ (২৫) পৌর এলাকার চরচালা গ্রামের আলী আকবারের ছেলে ছেলে।

বেলকুচি থানার এস আই নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে আরিফকে ১৭পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, সে দীর্ঘ দিন ধরে মাদক সেবনসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বেলকুচির ধুকুরিয়াবেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ধুকুরিয়াবেড়া মার্দাসা মাঠে সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় বেলকুচি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহাম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্তী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাঝী সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গাজী আব্দুল হামিদ আকন্দ, দপ্তর সম্পাদক আলহাজ গাজী আব্দুল মালেক তালুকদার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শাহিন মিয়া, শহিদুল ইসলাম তালুকদার, সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শামছুল হুদা প্রমুখ।

নির্বাচনে অন্য কোন ফর্মুলা দিয়ে লাভ নেইঃ সিরাজগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

নির্বাাচনে অন্য কোন ফর্মুলা দিয়ে লাভ নেই মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- ভারত আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশেও নির্বাচন হবে। ২০১৯ সালে সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে বর্তমান প্রধানন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে। তিনি শুক্রবার বিকেলে  রায়গঞ্জে রক্তাক্ত ভূইয়াগাতী দিবস স্মরণে আয়োজিত বিশাল স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

১৯৯৬ সালে  খালেদা জিযার প্রহসনের নির্বাচন প্রতিহত করার আন্দোলনে ৬ মার্চ সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে ভূইয়াগাতীতে ছাত্রনেতা জসমত, আনন্দ, রানা ও বুলবুল শহীদ হয়। তাদের স্মরণে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ এই স্মরণসভার আয়োজন করেন। খালেদা জিযার প্রহসনের নির্বাচন প্রতিহত ও গণতন্ত্র  পূনরুদ্ধারের আন্দোলনে নিহত ছাত্র নেতাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভায় এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি মঞ্চে আরোহন করার আগে শহীদ চার ছাত্রনেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।
চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ মাঠে অনুষ্ঠিত স্মরণকালের বৃহত্তম এই বিশাল শ্বরণ সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকার। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ও জেলার সদর আসনের এম.পি ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, গাজী ম,ম আমজাদ হোসেন মিলন এমপি, হাবিবুর রহমান হাবিব এম.পি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল হান্নান, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট, লুৎফর রহমান দিলু,  উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহ, উপজেরা চেয়ার‌্যান মারুফ বিন হাবিব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিহাদ আল ইসলাম ও জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ। বিকেল তিনটায়। এরই মধ্যে পার্শ্ববতী উপজেলা, গ্রাম গ্রামান্তর থেকে দলীয় নেতাকর্মীসহ নাসিম ভক্তরা সমবেত হয় হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ মাঠে। জনসমাগমে কানায় কানায় ভরে ওঠে কলেজ মাঠ। শোক বিধুঁর এ স্মরণ সভা এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে রুপ নেয়। স্মরণ সভায় প্রধান অতিথি মোহাম্মদ নাসিম সভাস্থলে পৌছান ঠিক চারটায়। কলেজ মাঠে প্রবেশের বিভিন্ন সড়কে এক শটিরও বেশী নানা সাইজের রংবেরংয়ের তোরণ নির্মাণ করা হয়েছিল প্রধান অতিথিসহ অতিথিবৃন্দের আগমণ উপলক্ষে।

স্মরণ সভায় নির্বাচনের প্রসঙ্গ টেনে আওয়ামীলীগের এই সিনিয়র নেতা মোহাম্মদ নাসিম বলেছেন- বিএনপি ২০১৪ সালে নির্বাচন বর্জন করে জনগণ থেকে দূরে সরে গেছে। ইতিহাস বলে যারা নির্বাচন বর্জন করে তারা বরাবরই জনগণ থেকে বিচ্ছিন্ন হযে পড়ে। বিএনপি আগামী নির্বাচনকেও বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে মন্তব্য করে নাসিম বলেছেন- নির্বাচন পরিচালনা এবং নির্বাচনকালীন সরকার নিয়ে সংবিধানের বাইরে যাবার কোন সুযোগ নেই। ভারত আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশেও নির্বাচন হবে। ২০১৯ সালে সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে  সরকার প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্বাচনে দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নয়নধারা অব্যাহত রাখতে জনগণ আবারো আওয়ামীলীগ ও আওয়ামীলীগ নেতৃত্বাধীন জোটকেই ভোট দেবে বলেও তিনি মন্তব্য করেন তিনি।  নাসিম বলেছেন- ২০১৯ সালের নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য বিএনপি আবারও নানা ধরনের ষড়যন্ত্রে মাঠে নেমেছে। নির্বাচন কমিশন সম্পর্কে অযৌক্তিক মন্তব্য করে ষড়যন্ত্রের জাল বুনছে। তাদের এ ষড়যন্ত্র প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার জন্যও তিনি নির্দেশ দিয়ে বলেছেন দেশের অব্যাহত উন্নয়ন এবং জনগনের মন জয় করেই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আবারও বিজয়ী হবে। কোন ষড়যন্ত্রই এ বিজয়কে বাধাগ্রস্ত করতে পারবে না।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম  বলেছেন, আগামী নির্বাচনে আসুন, খেলা হবে মাঠে। রাষ্ট্রপতি একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন। নির্বাচন কমিশন নিরপেক্ষ ও দক্ষ রেফারি হিসেবে ভোট পরিচালনা করবে। এ ভোটের জয় পরাজয় মহাজোট মেনে নেবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে। বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ২০২১ সাল নাগাদ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ পেরিয়ে যাবে। আওয়ামীলীগের রাজনীতির অধ্যায় হচ্ছে শুধু উন্নয়ন আর উন্নয়ন। অপরদিকে বি,এন,পির রাজনীতি হচ্ছে জ্বালাও পোড়াও, মানুষ হত্যা লুটপাট  রাজনীতি।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ নাসিম জঙ্গী দমন, স্বাস্থ্য শিক্ষা, কৃষি, বিদ্যুত সহ সরকারের বিভিন্ন উন্নয়নের সাফল্য তুলে ধরে বরেছেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপে পদ্মা সেতুর কাজ শুরু হযেছে। এই সেতু নিয়ে বি,এন,পি সহ বিশ্বব্যাংকের অনেকেই মিথ্যাচার করেছেন। কানাডার আদালতে তা প্রমাণিত হয়েছে। মিথ্যা কথা বলার জন্য খালেদা জিয়ার শাস্তি পাওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি দলের প্রতিটি নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের সরকারের সাফল্য পাড়ায় মহল্লায় এবং গ্রামে গ্রামে জনগণের মধ্যে ছড়িয়ে দেবার আহবান জানান।

বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে মোহাম্মদ নাসিম বলেছেন ২০১৪ সালে একজন নেত্রী দেশে আগুন জ্বালিয়ে জঙ্গীবাদকে উস্কানি দিয়ে ভোটকে বানচাল করতে চেয়েছিলেন। কিন্তু জনগণ সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। বাংলাদেশে একদিন জঙ্গীবাদের উত্থান হয়েছিল। গুলশানে তারা ৩০ জন বিদেশীকে হত্যা করে, শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের হত্যা করে। তারপরও দেশপ্রেম ও সাহসিকতার পরিচয় দিয়ে পুলিশ জীবনের বিনিময়ে মুসল্লিদের রক্ষা করেছিল। ইসলাম জঙ্গীবাদকে প্রশ্রয় দেয় না, মুসলমান হয়ে মুসলমান হত্যার মতো জঘন্য কাজ ইসলাম পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গী দমন হয়েছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে  বিশ্বব্যাপী আমাদের দেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মায়ের স্নেহ আর বোনের ভালবাসা  দিয়ে জনগণের জন্য কাজ করছেন।

এর আগে মন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের শিয়ালকোলে নির্মানাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি রায়গঞ্জে পৌছে চান্দাইকোনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন এবং মুসুল্লিদের সাথে কুশল বিনিময় করেন।

বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

সিরাজগঞ্জে পুলিশের কাবাডি খেলায় সদর থানা জয়ী




বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জ পুলিশ বাহিনীর কাবাডি প্রতিযোগিতা-২০১৭ এর ফাইনাল খেলায় সদর থানা জয়ী। পুলিশ বাহিনীর কাবাডি প্রতিযোগিতা-২০১৭ বৃহস্পতিবার বিকেলে বাজারষ্টেশন মুক্তির সোপানে অনুষ্ঠিত হয়েছে।

সাতদিন ব্যাপী আয়োজিত খেলায় জেলার ১১টি থানার ১১টি টিম অংশগ্রহন করেন। ফাইনাল খেলায় সিরাজগঞ্জ সদর থানা ও রায়গঞ্জ থানার টিম অংশগ্রহন করেন। ৪০ মিনিটের খেলায় সদর থানার টিম ২২ এবং রায়গঞ্জ থানার টিম ১৫ পয়েন্ট সংগ্রহ করেন। খেলা শেষে বিজয়ী সদর থানার টিমের হাতে পুরুস্কার তুলে দেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। এ সময় অতিরিক্ত জেলা
ম্যাজিষ্ট্রেট ইরতিজা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গাজী শফিকুল ইসলামসহ শফি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ও রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলমসহ পুলিশের  র্মকর্তাগন
উপস্থিত ছিলেন। উত্তেজনাপুর্ন কাবাডি খেলা দেখতে প্রায় দুই সহশ্রাধিক
দর্শকের সমাগম ঘটে।

বেলকুচির রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত





সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি স্কুল মাঠে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হুদার সার্বিক সহযোগিতায় এবং প্ররিচালনা পর্ষদের সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রাপ্তন প্রধান শিক্ষক শাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আব্দুল কদ্দুছ, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, জেলা পরিষদের সদস্য গাজী আব্দুল হামিদ আকন্দ,  রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন আকন্দ, আতাউর রহমান, প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ। এ সময় উক্ত স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিবাবকগন উপস্থিত ছিলেন।

ক্রীড়া মেধা ও পাশাপাশী শারিরিক বিকাশেও সহায়তা ঃ তানভির শাকিল জয় (সাবেক এম পি)




সিরাজগঞ্জ  ১ কাজীপুর আসনের সাবেক এম পি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেছেন, ক্রীড়া অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধার বিকাশের পাশাপাশী শারিরিক বিকাশেও সহায়তা করে থাকে। খেলাধুলা মানুষের বিশেষ করে শিক্ষার্থীদের বিভিন্ন অপরাধ কর্মকান্ড থেকে নিবৃত্ব করে রাখে। কাজেই শিক্ষা
প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার পাশাপাশী বিভিন্ন ক্রীড়ানুষ্ঠানের চর্চা থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের বড়দের উচিৎ সন্তানের লেখাপড়ার খোঁজ খবরের সাথে সাথে খেলাধুলার খোঁজ খবর রাখা তবেই সমাজ থেকে অনেক অপরাধ কমে যাবে। বৃহস্পতিবার কাজীপুরের বঙ্গবন্ধু কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এম পি জয় উপরোক্ত কথাগুলো বলেন।

ইউ এন ও শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বঙ্গবন্ধুৃ কলেজের অধ্যক্ষ আঃ রাজ্জাক, উপজেলা আ,লীগ সভাপতি শওকত হোসেন, সম্পাদক সম্পাদক খলিলুর রহমান সীরাজী, প্রমূখ বক্তব্য রাখেন। পরে কৃতি ছাত্রছাত্রীদেও মাঝে পুরস্কার বিতরনের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সিরাজগঞ্জের বেলকুচিতে র‌্যারেব অভিযান গাঁজাসহ আটক ২


সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (০৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ স্পেশাল  কোম্পানী ক্যাম্পের অফিস সহকারী প্রদীপ কুমার রায়। এর আগে সকালে বেলকুচি উপজেলার মবুপুর গ্রামে এ অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মবুপুর গ্রামের মৃত সদের উদ্দিনের ছেলে মোহাম্মদআলী (৫০) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মাদারীপাড়া গ্রামের মৃত আরফান আলীর ছেলে হাকিম (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি মোঃ ইউনুছ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মবুপুর গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, নগদ ২ হাজার ৬০ টাকা ও ২টি মোবাইল সেটসহ ওই দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন।

বুধবার, ৮ মার্চ, ২০১৭

শাহজাদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরু কারাগারে আটক থাকায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেলেন প্যানেল মেয়র নাসির উদ্দিন। ৭ই মার্চ মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপ-সচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। এই চিঠির অনুলিপি শাহজাদপুর পৌর মেয়র, শাহজাদপুর পৌরসভার সচিব ও স্থানীয় সরকার বিভাগের প্রোগ্রাম বরাবর পাঠানো হয়েছে।

স্মারক নং- ৪৬.০০.০০০০.০৬৩.৩১.০০১.১৫-২৮১ চিঠিতে এই মর্মে উল্লেখ করা রয়েছে যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নাছির উদ্দিন এ দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার রাত ১০টায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলিমুল রাজীব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মীরু কারাগারে আটক থাকায় প্যানেল মেয়র-২ নাছির উদ্দিনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে। নাসির উদ্দিন পৌরসভার দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ মেয়রের আর্থিক ও প্রশাসনিক যাবতীয় কার্যাদি পরিচালনার দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুসহ ১৮ জনের নাম উল্লেখ এবং ২৫ জনকে অজ্ঞাত আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় মেয়র মীরুকারাগারে আটক থাকায় প্যানেল মেয়র-২ নাসির উদ্দিনকে এ দায়িত্ব দেয়া হলো।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।