শনিবার, ১৮ মার্চ, ২০১৭

মরহুম জেলা আ’লীগের সাধারন সম্পাদক মরহুম আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার প্রথম মৃত্যু বার্ষিকী পালন



সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সিরাজগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, জেলা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ নানা কর্মসুচি পালন করেছে। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে
মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা বেগম সপ্না।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসৃুফ সূর্য্য, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল বারী শেখ, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী ইসহাক প্রমুখ। বক্তারা সভায় বলেন, সৎ, যোগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শের ত্যাগী নেতা এবং আওয়ামীলীগের একজন পরিক্ষিত সৈনিক। বক্তারা বলেন সবাই আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার আদর্শ অনুসরন করার জন্য সবার প্রতি আহবান জানিয়ে বলেন তিনি ছিলেন স্বচ্ছ ধারার রাজনীতির ধারক ও বাহক।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।