সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার জেলা তথ্য অফিসের আয়োজনে “সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণ” এর লক্ষে মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে সমূহের ব্রাল্ডিং, বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন বাভনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমূহ ভিশন-২০১৭ এর লক্ষ ও অর্জন সমূহ এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে বিষয়ক আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
উক্ত অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সেঁজুতি ধর, থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) লাইছুর রহমান, জেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার লায়লা নারগীস বেগম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ প্রমুখ।