সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধুর ৯৭ তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের ও সন্ধ্যায় জেলা দলীয় কার্যালয়ে এক আলোচনাসভা আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা সাংসদ সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও চেম্বার প্রেসিডেন্ট গোলাম আবু ইউসুফ সুর্য্য, অ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন ।
বক্তারা এ সময় বলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা মাতৃভাষা বাংলা পেতাম না, স্বাধীন দেশ পেতাম না। তিনি আমাদের বিশ্বের বুকে মথা উঁচু করে দাড়াঁবার শক্তি সাহস জুগিয়েছেন। সকল জেল জুলুম অত্যাচার, নির্যাতন সহ্য করে জীবনের মায়া ত্যাগ করে এ দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। তিনি দেশের মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে সবাইকে দেশ বিরোধী, অপশক্তির বিরোদ্ধে ঐক্য বদ্ধ থাকার আহবান জানান। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালী এবং বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।
এর আগে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়