শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

কামারখন্দে নানা আয়োজনের মধ্যেদিয়ে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত



বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে একটি র‌্যালি দলীয় কার্য্যালয় থেকে শুরু করে উপজেলা বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে দলীয় কার্য্যালয় শেষ হয়। এবং আনন্দ উল্লাসের মধ্যেদিয়ে কেক কর্তন করা হয়।

এছাড়াও কামারখন্দ উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ-কামারখন্দ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, ১৯২০ সালে ১৭ মার্চ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের রুপকার বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা শেখ মুজিবর রহমান গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন। ৫২ ভাষা আন্দলন, ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮এর সামরিক শাসন বিরোধী আন্দলন, ৬৬ এর ৬ দফা, ৬৯ এর গণঅভ্যুথান, ৭০এর নির্বাচন সহ বাঙ্গালীর মুক্তি ও অধিকার আদায়ের পরিচালিত প্রতিটি গনতান্ত্রিক ও স্বাধিকার আন্দলনে তিনি নেতৃত্ব দেন।  তাছাড়াও নানা চড়াই উৎরাই পারিদিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষনা দেন। তিনি কেবল বাঙালির নন, বিশে^ নিপীরিত শোষিত মানুষের স্বাধিনতার প্রতিক, মুক্তির দূত।

শহীদ আবুল হোসেন অডিটোরিয়ামে অনুষ্ঠিতউপজেলা নির্বাহি কর্মকর্তা ইসফাত জাহান (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরী, সাধারন সম্পাদক, আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গাজী আমিনুল ইসলাম সহ স্থানিয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। আলোচনা শেষে ছাত্র-ছত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও জেলা প্রশাসন, বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান দিবস টি যথাযথ মর্জাদায় পালন করে।


সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।