শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর ৯৭তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত

১৭ই মার্চ বঙ্গবন্ধুর ৯৭তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে সকাল সারে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে মুক্তির সোপানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুল নাহার সিদ্দিকার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান।


অনুষ্ঠান শুরুতে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম দিন খুসির দিন” উপলক্ষে মূল প্রবন্ধ পাঠ করেন সরকারি মহিলা কলেজের অধ্যাপক ডঃ মোঃ হাবিব উল্লাহ বাহার, বিশেষ হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সাংসদ সেলিনা বেগম সপ্না, চেম্বার অব কমার্সের সভাপতি আবু  ইউসুফ সূর্য্য, সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।
আলোচনা সভার সমাপ্তি ঘোষনার পর সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুল নাহার সিদ্দিকা পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও জেলা শিল্পকলা একাডেমির পিরবেশনায় এই রিপোর্ট রেখা পর্যন্ত একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।