শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

বেলকুচির ধুকুরিয়াবেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ধুকুরিয়াবেড়া মার্দাসা মাঠে সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় বেলকুচি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহাম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্তী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাঝী সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গাজী আব্দুল হামিদ আকন্দ, দপ্তর সম্পাদক আলহাজ গাজী আব্দুল মালেক তালুকদার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শাহিন মিয়া, শহিদুল ইসলাম তালুকদার, সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শামছুল হুদা প্রমুখ।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।