শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কাজীপুর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুই পারভীনক বহিষ্কার

 
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুই পারভীনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রোজ শনিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উত্ত সভায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনী আলোচনায় “১,২ ও৩ নং ওয়ার্ডের ১নং সংরক্ষিত মহিলা সদস্য পদে দলীয় মনোনিত প্রার্থী নাসরিন ইসলাম তালুকদারের বিপক্ষে কাজিপুর থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জুই পারভিন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা নিজের সিদ্ধান্তে মনোনায়ন জমা দেওয়ার ব্যাপারে জেলা মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এব্যাপারে সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না জানান জুই পারভীন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একক সিদ্ধান্তে প্রার্থী হয়েছেন। তিনি আারো বলেন, কয়েকদফা ফোন করে দলের সিদ্ধান্তের কথা জানানো হলেও জুই পারভিন মনোনায়ন পত্র উত্তোলন করেননি। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এ কারণে জেলা মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কার পত্রটি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ বরাবর পাঠানো হয়েছে বলেও জানান সেলিনা বেগম স্বপ্না।
 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।