সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার চরচালা থেকে ১৭পিছ ইয়াবাসহ আরিফ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ। শুক্রবার সকালে অভিযান চালিয়ে পলাশ মার্কেট এলাকা থেকে আরিফকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আরিফ (২৫) পৌর এলাকার চরচালা গ্রামের আলী আকবারের ছেলে ছেলে।
বেলকুচি থানার এস আই নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে আরিফকে ১৭পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, সে দীর্ঘ দিন ধরে মাদক সেবনসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।