শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

সিরাজগঞ্জে চির সবুজ সংঘের টি-২০ সিএসপিএল উদ্বোবন


শুক্রবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অর্ধ শতাব্দির ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন চির সবুজ সংঘরে উদ্দ্যোগে ক্রিকেট টি-২০ সিএসপিএল এর উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হারুন অর রশিদ খান হাসান বলেন, কিশোর, ছাত্র-যুবকরাই দেশ ও জাতির ভবিষ্যত।  উন্নত ও সমৃদ্ধ জীবনের বীজবপনের সময় ছাত্রজীবন। ছাত্রদের প্রধান কাজ লেখা পড়া। অধ্যায়নের পাশাপাশি ছাত্রদের মানস গঠনে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হয়। খেলাধুলা শরীর মন গঠনে সহায়ক। খেলার রাজা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট এক গৌরবময় অনিশ্চয়তা খেলা। বাংলাদেশ আইসিসি ট্রফির মতো একদিন বিশ্বকাপও ছিনিয়ে আনবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক। চির সবুজ সংঘের সভাপতি জাকির হোসেন তরফতার মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভিপি জাহিদ হোসেন রজবের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিশু কিশোর সংগঠক কামরুল ইসলাম,সমাজ সেবক ভোলা ভুইয়া, আব্দুর রহমান বাছেদ সহ প্রমুখ। চির সবুজ সংঘরে উদ্দ্যোগে ক্রিকেট টি-২০ সিএসপিএল এর অংশগ্রহণকারী চারটি দলের নাম হচ্ছে, চির সবুজ স্টারস,চির সবুজ টাইগার, চির সবুজ কিংস এবং চির সবুজ জায়ান্ট। উদ্বোধনী দিনে দুটি খেলা হয়। প্রথাম খেলায়  জায়ান্টকে ১ উইকেট হারায় টাইগার এবং দি¦তীয় খেলায় কিংসকে ৪ উইকেটে হারায় স্টার।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।