রবিবার, ১২ মার্চ, ২০১৭

পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদ সদস্য হীরক গুনের সংবর্ধনা


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদ সদস্য হীরক গুনের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা। উৎসব মুখর পরিবেশে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অন্যতম নেতা ও পালাশডাঙ্গা যুব শিবিরের যুদ্ধকালীন সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বিমল কুমার দাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অংকুর জিৎ সাহা নব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি এ্যাডঃ রনজিৎ মন্ডল স্বপন,সাবেক সাধারন সম্পাদক সন্তোষ কুমার কানু, বাংলাদেশ আদিবাসি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা  পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বর ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো। জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আহবায়ক দিলীপ গৌরের সভাপতিতে সভা পরিচালনা করেন জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সদস্য সচীব রিংকু কুন্ডু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মানব জমিন, বিডিনিউজ ও মোহনা টিভির জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ।

এসময় সিরাজগঞ্জ শহর ছাত্র-যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে  সভাপতি অভিজিত সাহা তপু ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৌরভ ঘোষ পিনু, সিরাজগঞ্জ সদর থানা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি শুভ্র সরকার ও সাধারন সম্পাদক মানিক দাস, জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে যুগ্ন আহবায়ক গৌরাঙ্গ ঘোষ,সদস্য রাজীব কুন্ডু, সম্পাদ দাশ ও অনিক কুন্ডু সৌরভ,সিরাজগঞ্জ টেলিভিশ সাংবাদিক ফোরামের পক্ষে সাধারন সম্পাদক ফেরদৌস হাসান সংবর্ধিত ব্যক্তিত্ব হীরক গুন কে ফুলের শুভেচ্ছা জানান। এর পর উপস্থিত অতিথিরা হীরক গুনের হাতে সন্মাননা স্মারক তুলেদেন। সংবর্ধনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৃত্য পরিচালক তৌহিদুল ইসলামের পরিচালনায়  নৃত্য পরিবেশন করে আনন্দ ধারা নৃত্যকলা একাডেমীর শিল্পীবৃন্দ। সংগীত পরিবেশন করে সেলিম সাহেদ, সালেহ নুর, সংগীতা সাহা, শর্মী রায় ও সুমী রায়।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।