সিরাজগঞ্জে (‘Concnete And Cement Tecnology’)-“কনর্সান্ট এন্ড সিমেন্ট টেকনোলোজি” বিষয়কে প্রতিপদ্দ হিসেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ফ্রেস সিমেন্ট এর পক্ষ থেকে এক ইঞ্জিনিয়ার প্রগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে (জি,এম) টেকনিক্যাল সাপোর্ট গোপল কৃষ্ণ বাগচী ট্যেকনিক্যাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
মেঘনা গ্রুপ অব ইন্ডাট্রিজ এর (জি,এম) টেকনিক্যাল সাপোর্ট গোপল কৃষ্ণ বাতাচীর সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম (এল,জি,ই,ডি), নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ারুল আজিম (পি,ডাব্লিউ,ডি), নির্বাহী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন (ই,ই,ডি), নির্বাহী প্রকৌশলী শাজাহান (পাওরোসোনহা), ফ্রেস সিমেন্ট ডিলার মঈনুল গাফ্ফার নিয়াজ, সিরাজগঞ্জ ফ্রেস সিমেন্ট অফিসার ইনচার্জ সাজেদুর রহমান সাজু।
ফ্রেস সিমেন্টের এ্যাসিঃ ম্যানেজার ট্যেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার রাজিব আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটির সার্বিক দ্বায়িত্বে ছিলেন এক্সিকিউটিভ ট্যেকনিক্যাল ইঞ্জিনিয়ার রুবেল সরিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেস সিমেন্টের সিঃ এক্সিকিউটিভ মোঃ মাসুদ রানা, ব্যান্ড প্রোমটর মোঃ রকিব উদ্দিন।