শনিবার, ৮ এপ্রিল, ২০১৭

সিরাজগঞ্জ জেলা যুবলীগকে শক্তিশালী করতে তৃণমুলের দাবী হাকিম-জুয়েল পরিষদ


আগামী ১৫ এপ্রিল সিরাজগঞ্জে জেলা আওয়ামালীগের সম্মেলনে জেলা যুবলীগকে শক্তিশালী করতে তৃণমুলের একটাই দাবী হাকিম-জুয়েল পরিষদকে ভোট দিন। বিএনপি-জামাত শিবিরকে প্রতিহত করতে আন্দোলন সংগ্রাম সঠিক নেতৃত্বে বেছে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে পুণরায় জননেত্রী শেখ হাসিনার সরকার গঠনে ভোর্টের মাধ্যমে হাকিম-জুয়েল পষিদকে ভোট দিয়ে জেলা যুবলীগকে কার্য্যকরী এবং শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলুন।
শনিবার বিকালে হোসেনপুর ১১নং ওয়ার্ড যুবলীগ আয়োজিত মতবিনিময় সভায় বৃক্ততায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। বক্তরা আরো বলেন, সিরাজগঞ্জ জেলা যুবলীগকে শক্তিশালী করতে হাকিম-জুয়েলকে এখন প্রয়োজন।

১১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সভাপদি পদপ্রার্থী এ্যাডঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম জিহাদ, ১১নং ওয়ার্ডআওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, প্যানেল মেয়র ২ গোলাম মোস্তফা, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম বিটু, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আসলাম, জেলা যুবলীগ সদস্য আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুনুর রহমান মামুন, যুবলীগ নেতা, সাগর, আরিফ, পুলক প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম টাবু, যুবলীগ নেতা হান্নান, হাফিজুল,  সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টি এম কামালসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতা কর্মীর্গণ।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।