গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ইবিরোড, কালিবাড়ী রোড, ফজলুল হক রোড, মিরপুর ওয়াপদা বাঁধ সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। বিএনপি নেতৃবৃন্দ শহরের বিভিন্ন দোকানে ঘুরে ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, প্রচার সম্পাদক সাংবাদিক হাারুন অর রশিদ খান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সহ-সভাপতি হাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ভুইয়া সাফী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক তালুকদার রতন, জেলা যুবদলের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, কাউন্সিলর ও বিএনপি নেতা আলাউদ্দিন, জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক এনামুল হক, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মিলন হক রনজু ও শহর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিতু।