শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

 সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউল ওভারব্রিজ এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল হত্যা মামলার অন্যতম আসামি জাহাঙ্গীর হোসেনের (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ নিয়ে গত কয়েকদিনের ব্যবধানে এ মামলাটির ৩ জন আসামির লাশ পাওয়া গেলো।শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকার সিরাজগঞ্জ-জামতৈল রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর একজন বিএনপি সমর্থক বলে জানা গেছে।নিহত জাহাঙ্গীর সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের দেলা হোসেনের ছেলে এবং সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলার ১৮ নম্বর আসামি।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে ওই উপজেলার সিরাজগঞ্জ-জামতৈল রেল লাইনের পাশে জাহাঙ্গীরের লাশ পড়ে থাকতে দেখেএলাকাবাসী পুলিশকে খবর দেয় । পরে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলার ২ নম্বর আসামি ও সন্ত্রাসী বাবলু ৩০ জানুয়ারি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ক্রসফায়ারে নিহত হয়। ৬ ফেব্রুয়ারি একই মামলায় প্রধান আসামি জবান আলীর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
নিহতের মাথায় ২টি রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে। তবে কারা তাকে হত্যা করে লাশ ফেলে রেখেছে তিনি সে বিষয়ে কিছু জানাতে পারেননি। নিহতের পরিবার জানিয়েছে, ঢাকার জয়দেবপুর এলাকার সৎ মায়ের বাসায় পালিয়ে থাকা অবস্থায় ১৯ জানুয়ারি রাতে সাদা পোষাকে আইনশৃংখলা বাহিনীর লোকজন জাহাঙ্গীর আলম ও জবান আলীকে আটক করেছিল। এরপর ৫ই ফেব্রুয়ারী রাতে জবান আলীর লাশ পাওয়া গেলেও জাহাঙ্গীর নিঁখোজ ছিল।

বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪

২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারির পর একাদশ জাতীয় সংসদ নির্বাচন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারির পর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বুধবার সন্ধ্যা ৭টায় গণভবনে কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে তিনি এ কথা জানান

শিক্ষার্থীরা ল্যাপটপ কিনতে ব্যাংক থেকে ঋণ পাবে-জুনায়েদ আহমেদ পলক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

শিক্ষার্থীরা ল্যাপটপ কিনতে ব্যাংক থেকে ঋণ পাবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আউটসোর্সিং কাজের জন্য ব্যবহায্য ল্যাপটপ কেনার জন্য সরকার ঋণ প্রকল্প চালু করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আজ বুধবার তিনি এ কথা জানিয়েছেন।
 
সচিবালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে তথ্য-প্রযুক্তি খাতের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের আউট সোর্সিংয়ের মাধ্যমে উপাজর্নক্ষম করে তোলার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।”
রুপালী ব্যংক এর সাথে এর মাঝেই চুক্তি সাক্ষরিত হয়েছেন। বাকি কার্যক্রম করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ল্যাপটপ কিনতে শিক্ষার্থীদের ঋণ দেয়ার ক্ষেত্রে রূপালী ব্যাংক ও পিকেএসএফ এরইমধ্যে সম্মতি দিয়েছে। এ কার্যক্রমে আরো ব্যাংক ও দাতা সংস্থাকে জড়িত করার উদ্যোগ নেয়া হচ্ছে।তিনি বলেন, শিক্ষার্থীরা লেখাপড়ার সময় বা লেখাপড়া শেষ করে যাতে ঋণ শোধ করতে পারে এ কার্যক্রমে সে সুবিধাও থাকবে।

প্রতিমন্ত্রী পলক আরও জানান, ফেইসবুক ও সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেটের ফি কমানোর দাবি জানানো হচ্ছে।“খুব অল্প সময়ের মধ্যেই ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা আসবে, আমরা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাতে চাই।”

দেশের প্রতিটি জেলায় একটি আইটি ভিলেজ বা সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

"ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সরকারের ঐতিহাসিক পদক্ষেপ: সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিণত করতে যাচ্ছে টেলিটক"

"ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সরকারের ঐতিহাসিক পদক্ষেপ: সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিণত করতে যাচ্ছে টেলিটক"

টেলিটকের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এক ঐতিহাসিক চুক্তি সম্পাদন করল সরকার। চীন এবং রাশিয়ার কারিগরী ও আর্থিক সহায়তায় সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিনত করতে যাচ্ছে একমাত্র দেশীয় মোবাইল অপারেটর টেলিটক।

জানা গেছে, এই প্রকল্পের আওতায় বিদ্যমান 'টেলিটক থ্রিজি চালু ও সম্প্রসারণ এবং টুজি সম্প্রসারণ' প্রকল্পের আওতা আরো বাড়ানো হবে। সারা বাংলাদেশের তৃণমুল পর্যন্ত পৌছে যাবে টেলিটকের টুজি এবং ৩.৫জি নেটওয়ার্ক। এরপরই কাজ বাস্তবায়ন শুরু হবে টেলিযোগাযোগ খাতের ইতিহাসে বিরল দৃষ্টান্তের এই প্রকল্পটির।

জানা গেছে, টেলিটকের থ্রিজি ৬৪ জেলা শহর সহ সারা দেশের সকল প্রান্তে পৌছানোর কাজ শেষ হলে প্রতিটি টাওয়ারের সাথে একটি করে শক্তিশালী ওয়াইফাই রাউটার স্থাপন করা হবে। একটি রাউটার অন্তত ১.৫ বর্গকিলোমিটার শক্তিশালী ওয়াইফাই নেটওয়ার্ক কাভারেজ প্রদানে সক্ষম হবে।এই ওয়াইফাই হবে সবার জন্য উন্মুক্ত এবং একদম ফ্রি। স্পিড প্রাথমিক ভাবে পাওয়া যাবে অন্তত ২৫৬ কেবিপিএস যা পরবর্তীতে আরো বৃদ্ধির সুযোগ থাকবে।গতকাল অনানুষ্ঠানিক ভাবে রাশিয়া এবং চীনের পক্ষ থেকে উপস্থিত উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাথে প্রায় ৭০০ কোটি টাকা ঋনের প্রাথমিক চুক্তি স্থাপন করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড, যা পরবর্তীতে আরো বৃদ্ধি পাবে।

পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে আজ সকাল ১০ টায় আরো একটি সমঝোতা চুক্তি সাক্ষর হয়। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়, টেলিটক বাংলাদেশ লিমিটেড, রাশিয়া এবং চীনের সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আশা করা যাচ্ছে, এটি বাস্তবায়ন হলে দেশের ১৬ কোটি মানুষ ডিজিটাল বাংলাদেশের পূর্ণ সুফল পাবেন।

ইন্টারনেটের গড় স্পিড

১. জাপানঃ যদি জাপানবাসীদের গড় স্পিড দেখি তাহলে পাব, পৃথিবীর গড় স্পিডের ৩০ গুন গড় হচ্ছে জাপানের। অর্থাৎ জাপানিরা গড়ে ৬০ MBPS স্পিডে সার্ফ করে। আপনার কষ্ট আরও বেড়ে যাবে যখন শুনবেন তাদের প্রতি MBPS এ ২৭ সেন্ট বা ১৯ টাকা প্রদান করতে হয় (মাসিক আনলিমিটেড ১ MBPS মাত্র ১৯ টাকা!!!) যেখানে ইউএসএ তে ৩৩৩০ সেন্ট! কানাডা কিংবা ইউকে তে আরও বেশি। 

২. দক্ষিণ কোরিয়াঃ জাপান যদিও গড় স্পিডে এগিয়ে অন্যদিকে দক্ষিণ কোরিয়া ডাউনলোড স্পিডে এগিয়ে। তাদের ডাউনলোড স্পিড গড় ৩৪.৬৬ MBPS হিসেবে দেখা যায় এরা ডাউনলোডই করে আপলোড করেনা। তাই এরা জাপান থেকে পিছিয়ে পড়েছে। এখানে প্রতি ১ MBPS ব্যান্ডইথ পেতে আপনাকে ৪৫ সেন্ট খরচ করতে হবে মাএ 40 টাকা । 

৩. রিগা,লাতভইয়াঃ আপনি যদি হাইস্পিড ডাউনলোডের কথা বলেন তবে, রিগার জনগণ প্রায়ই ২৮ MBPS এ ডাউলোড করবে। যদিও লাইভিয়া এর জাতীয় গড় ২৪ MBPS. সে যাই হোক অনেক চেষ্টা করেও তাদের খরচ সম্পর্কে জানা যায়নি। 

৪. ফিনল্যান্ডঃ ফিনল্যান্ডবাসীরা জাপানের থেকে প্রায় ১০ গুন খরচ প্রদান করে কিন্তু সে তুলনায় স্পিড পায় অনেক কম। মাত্র ২২ MBPS হচ্ছে তাদের গড়। আপনি হয়ত জেনে থাকবেন ফিনল্যান্ড হচ্ছে প্রথম রাষ্ট্র যারা ইন্টারনেটকে “সকলের লিগ্যাল রাইট” প্রদান করে ছিল। 

৫. গণপ্রজাতন্ত্রী মালদোভাঃ এই পূর্ব ইউরোপীয় দেশটি খুব দ্রুতই হাইস্পিড ইন্টারনেটের তালিকায় উঠে এসেছে। তাদের গড স্পিড প্রায় ২১.৪ MBPS যা ফিনল্যান্ডের খুব কাছে। তাদের মূল্য তালিকা সংগ্রহ করা যায়নি।

শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৪

দারিদ্র্য বিমোচনে একটি বাড়ি, একটি খামার প্রকল্প বিস্তৃত করা হবে : প্রধানমন্ত্রী

সংসদ ভবন, ৫ ফেব্রুয়ারি, ২০১৪ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপজেলার আরও অধিক সংখ্যক ইউনিয়নে একটি বাড়ি, একটি খামার প্রকল্পের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, গ্রাম বাংলার দরিদ্র কৃষক-পরিবারগুলোকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অন্তর্ভুক্তির এ মহাআয়োজন দেশের দারিদ্র্য বিমোচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রামীণ অর্থনীতি হবে আরও গতিশীল ও সমৃদ্ধ।
প্রধানমন্ত্রী আজ সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

সিরাজগঞ্জ এ নতুন বছরের প্রথম মাস থেকেস্কুল ও মাদরাসা শিক্ষার্থীসহ ১৪ জন খুন হয়েছে।

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে সিরাজগঞ্জ জেলায় স্কুল ও মাদরাসা শিক্ষার্থীসহ ১৪ জন খুন হয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, রাজনৈতিক কারণে এবং জাতীয় নির্বাচন থাকায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। বর্তমানে পুলিশের অভিযানের কারণে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে পুলিশ বিভাগের দাবি।

বছরের প্রথম দিনেই (১ জানুয়ারি) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের ঝরাপাতা সংগ্রহ করাকে কেন্দ্র করে তোফাজ্জলের লোকজন লাঠিসোটা নিয়ে মামুনের ওপর হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করে।

২ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চুনিহাটি গ্রামে অজ্ঞাতনামা এক মহিলাকে ধর্ষণের পর হত্যা করে বস্তাবন্দি করে ক্ষেতের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

৫ জানুয়ারি সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হোটেল ব্যবসায়ী মহির উদ্দিনকে (৩০) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এছাড়া একই দিনে কাজিপুর উপজেলার সোনামুখী সিনিয়র ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্র সাকিলকে (১৪) খুন করেছে দুর্বৃত্তরা।

৮ জানুয়ারি সদর উপজেলার চণ্ডিদাসগাঁতীতে পারিবারিক অশান্তির জের ধরে জাহাঙ্গীর আলম (২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করে। কিন্তু জাহাঙ্গীরের মৃত্যু হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকায় রয়েছে নানা গুঞ্জন।

১৩ জানুয়ারি সিরাজগঞ্জ শহরের হোসেনপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী আশাকে (৮) অপরহণ করে মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। মুক্তিপণের টাকা না পেয়ে সন্ধ্যায় তাকে হত্যা করে অপহরণকারীরা। পরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামের একটি পুকুরে আশাকে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।

একই দিনে বেলকুতিতে ফরিদুল ইসলাম (২০) নামে এক ব্যবসায়ীকে ঘরের ভেতরে শ্বাসরোধ করে হত্যা করে দৃর্বৃত্তরা। ১৬ জানুয়ারি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভারব্রিজের নিচে রেল লাইনের উপরে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা।

১৭ জানুয়ারি সলঙ্গা থানার চকপাড়া এলাকার একটি ডোবা থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাঠালবাড়িয়া ফাজিল মাদরাসার ৩য় শ্রেণীর ছাত্র জাহিদকে (১৩) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

১৮ জানুয়ারি কাজিপুর উপজেলার চরকাদহ গ্রামে ওয়াসিম কুমার দাস (২৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দৃর্বৃত্তরা। একই দিনে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ থেকে হাসান আলী (৪০) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২০ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় মোটরসাইকেল ছিনতাই করে সেলিম নামে এক চালককে খুন করা হয়। ২৩ জানুয়ারি সলঙ্গায় গরু ডাকাতি করতে এসে অজিত চক্রবর্তী (৪৫) নামে এক গৃহকর্তাকে শ্বাসরোধে হত্যা করেছে সংঘবদ্ধ ডাকাত দল।

২৪ জানুয়ারি হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিকাপুরে মহাসড়কের পাশের একটি জমিতে অজ্ঞাতনামা এক যুবককে কুপিয়ে হত্যা করে দৃর্বৃত্তরা।

এছাড়া, জানুয়ারি মাসে হত্যাকাণ্ডের পাশাপাশি অপহরণের ঘটনা ছাড়াও জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু চুরি ছিনতাই ও সহিংস ঘটনা ঘটেছে।

শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট; ১০ জন বরখাস্ত


রাজধানীর লালবাগ কেল্লায় দেশের প্রথম লাইট অ্যান্ড সাউন্ড শো’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়ায় ১০ কর্মকর্তা-কর্মচারিকে সাময়িক বরখস্ত করেছে ডিপিডিসি। বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালবাগ কেল্লা প্রাঙ্গণে আলো ও শব্দের সমন্বয়ে নির্মিত বিশেষ এই তথ্যচিত্রের উদ্বোধন করতে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে আসার ৭/৮ মিনিট পরেই বিদ্যুৎ বিভ্রাটে পড়ে লালবাগ কেল্লা। ঠিক মিনিট খানেকের মধ্যেই বিদ্যুৎ চলে আসে। এ অবস্থাতেই তথ্যচিত্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর শুরু হয় ৩০ মিনিট ব্যাপ্তির লাইট এন্ড সাউন্ড শো। শো শুরুর দশ মিনিটের মাথায় আবারো বিদ্যুৎ যায়। ৩/৪ মিনিট পর কয়েক সেকেন্ডের জন্য বিদ্যুৎ আসলেও আবারো অন্ধকার পুরো লালবাগ কেল্লা। কয়েক সেকেন্ড পরই চলে এলো বিদ্যুৎ। এরপর প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। বিদ্যুৎবিভ্রাটের এ ঘটনায় ১০ কর্মকর্তা- কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে ডিপিডিসি। ঘটনা তদন্তে ডিপিডিসির নির্বাহী পরিচালক মিজানুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ৩০ মিনিটের আলো-আঁধারের এই শোতে লালবাগ কেল্লার পুরো ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরা হয়। উঠে আসে মুঘল আমলসহ পেছনে ফেলে আসা বিভিন্ন সময়ের ইতিহাস-ঐতিহ্য।

আজ প্রধানমন্ত্রীশশেখ হাসিনা রাজশাহীতে যাবেন। সেখানে এক জনসভায় বক্তব্য. রাখবেন বলে এক সূত্র জানায়।


আজ প্রধানমন্ত্রীশশেখ হাসিনা রাজশাহীতে যাবেন। সেখানে এক জনসভায় বক্তব্য. রাখবেন বলে এক সূত্র জানায়।

পুলিশ ভেরিফিকেশনের নামে চলছে ঘুষ বাণিজ্য

বিসিএস অথবা যে কোন সরকারি চাকরিতে যোগ দেয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক কাজ। কিন্তু প্রায় সব চাকরি প্রার্থীর কাছ থেকেই ভেরিফিকেশনের নামে নেয় হচ্ছে টাকা।

চাকরি প্রয়োজনে একরকম বাধ্য হয়েই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কথিত এই বকশিস দিচ্ছেন চাকুরি প্রত্যাশীরা। সরকারি চাকরিতে যোগ দিতে শুরুতেই নিতে হয় পুলিশ ভেরিফিকেশন। প্রার্থীর নাম ঠিকানাসহ নানা তথ্য যাচাই শেষে এ ভেরিফিকেশন দেয় স্থানীয় পুলিশ ও কটি গোয়েন্দা সংস্থা। কিন্তু আসলেই কি এক্ষেত্রে মানা হচ্ছে সঠিক নিয়ম? নাকি এর আড়ালে চলছে এক নিরব চাঁদাবাজি।

ভুক্তভোগীরা জানালো স্থায়ী ও অস্থায়ী মিলে মোট তিন স্তরে বকশিস দিয়ে নিতে হয় এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট। টাকা দিতে অপরাগ হলেও, চাকরি না পাওয়ার আশংকায় প্রায় সবাই কথিত এই বকসিস দিয়ে খুশি করেন রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সদস্যদের। অথচ এ নিয়ে জানতে চাইলে, নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি মোটেও অবগত নন। যত বড় পদই হোক, চাকুরিতে যোগদানের আগে এ সমস্যার মুখোমুখি হন সবাই। দীর্ঘ দিনের এই অনৈতিক রেওয়াজ কি কোনো দিন বন্ধ হবে?

সীমান্তপথে ঢুকছে অবৈধ অস্ত্র, গন্তব্যস্থল রাজধানী

সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের পর তা খুব সহজেই পৌঁছে যায় রাজধানীতে। ছোট বড় অবৈধ অস্ত্রের ব্যবসায়ীরা বলছেন সীমান্তে বিজিবির চোখ এড়িয়ে, বিভিন্ন চেক পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সখ্য গড়ে এবং কখনও কখনও সাংসদদের গাড়ি ব্যবহার করে অবৈধ অস্ত্র দেশের ভেতরে আনছে তারা।

অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের দেয়া তথ্যানুযায়ী, বেনাপোল, শার্শা এবং সোনামসজিদ সীমান্তকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে প্রধানত অবৈধ অস্ত্র দেশের ভেতরে আনা হয়। এছাড়াও ব্যবহার করা হয় যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা এবং রাজশাহী সীমান্ত। সেখান থেকে পণ্য পরিবহনের গাড়িতে করে সেগুলো আনা হয় রাজধানীতে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী জানায়, 'যমুনা সেতু পর্যন্ত আসে একটা আশ্রয়ে, এরপর সেখান থেকে নৌকা পার হয়ে এপারে আসার পর একেকজন গাবতলী, যাত্রাবাড়ি, সায়েদাবাদ এদিকে নেমে যায়। বেশিরভাগ অস্ত্রই আসে ভারত থেকে। বর্ডার থেকে অনেক এ কে ৪৭ পাচার হয়েছে, এগুলোর মধ্যে দুই থেকে তিন হাজার অস্ত্র গত ছয় মাসে ঢাকায় ঢুকেছে। নাইন এম এম ৪শ' থেকে ৫শ' টি, ফাইভ স্টার ৫০ থেকে ১শ' টি অস্ত্র এসেছে এর মধ্যে ফাইভ স্টারের চাহিদা কম।'
অবৈধ অস্ত্র বহনের নির্ভরযোগ্য মাধ্যমগুলো হচ্ছে: চিনির বস্তা, তেলের কন্টেইনার, মাছের ট্রাক, বাঁশের গাড়ি।
অবৈধ অস্ত্রের গন্তব্যস্থল: গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ি, মিরপুর, বাড্ডা, রামপুরা, খিলগাঁও এবং বস্তি এলাকা।

বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধ অস্ত্র এমন কৌশলে পরিবহন করা হয় যে কারো পক্ষেই এ ব্যাপারে সন্দেহ করা সম্ভব হয় না। দাপুটে সরকারি গাড়ির ব্যবহারের কারনেই এটা হয়ে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই অবৈধ অস্ত্র ব্যবসায়ী আরো জানায়, 'মন্ত্রী মিনিস্টারের পিএস মিএস যারা আছে তাদের মাধ্যমেই আসে। দলীয় প্রভাবে কিছু বলতেও পারে না, মন্ত্রী মিনিস্টারের লোকেরা পিএস'রা বলে, টেলিফোন করে ফলে যে কোন লোক ছেড়ে দেয়।'

অতীতেও অপরাধীরা সরকারি গাড়ি ব্যবহার করেছে স্বীকার করে, ডিএমপি মূখপাত্র মনিরুল ইসলাম জানান, এক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণের যথেষ্ট সুযোগ রয়েছে।

ডিএমপি মূখপাত্র মনিরুল ইসলাম বলেন, 'ইতিপূর্বে কতিপয় সরকারি কর্মকর্তার কিছু গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অর্থাৎ তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাও হয়েছে। তবে এই বিষয়টি আমরা ভবিষ্যতে আরও বেশি নজরদারির মধ্যে নিয়ে আসবো।'

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান বলেন, 'আমাদের আভিযানিক কার্যক্রম চালানোর জন্য যে পরিমাণ গোয়েন্দা তথ্য আমাদের দরকার, সে পরিমাণ গোয়েন্দা তথ্য আমরা পাই এবং এ পরিমান গোয়েন্দা তথ্য চালানোর জন্য যে পরিমাণ গোয়েন্দা কার্যক্রম চালানো দরকার সেই পরিমাণ গোয়েন্দা কার্যক্রম চালাই।'

অবৈধ অস্ত্র সরবরাহকারীদের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত অস্ত্রেরও সন্ধান মিলেছে। যা কিনা বিগত দিন গুলোতে বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় খোয়া গেছে।

শাহ আমানতে আবার সোনা আটক

বিশাল সোনার চালান আটকের ১২ ঘণ্টার মধ্যে আরো ছয়টি সোনার বার উদ্ধার হয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে।

বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাক উল্টে সেনাবাহিনীর সার্জেন্ট নিহত

বঙ্গবন্ধু সেতুর ওপর সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালক বগুড়া সেনাবাহিনীর ৬ নং ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়নের সার্জেন্ট প্রভাত কুমার নিহত হয়েছেন। 

শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানে কর্মরতরা ও পশ্চিম থানা পুলিশ চালক সার্জেন্ট প্রভাত কুমারকে উদ্ধার করে পূর্বপাড়ের সেনাবাহিনীর ৯৮ সংমিশ্রিত বিগ্রেডের মেডিকেল ক্যাম্পে ভর্তি করা হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানোর পথে তিনি মারা যান।

দুর্ঘটনার কারণে দক্ষিন লেনে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শুধুমাত্র উত্তর লেনটি চালু থাকায় ঢাকা ও উত্তরাঞ্চলগামী যানবাহন একই লেনে চলাচল করায় সেতুর উভয়প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধ সেতু রক্ষণাবেক্ষন প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক জানান, ভাসমান ট্রাকবোর্ট ভর্তি সেনাবাহিনীর একটি ট্রাক টঙ্গীর বিশ্ব এস্তেমা থেকে বগুড়া সেনানিবাস যাওয়ার পথে বিকেল সাড়ে তিনটার দিকে সেতুর ৮ নং পিলারের কাছে দুর্ঘটনার শিকার হয়। এ সময় ট্রাকটি রেলিং-এ ধাক্কা খেয়ে চালক আহত হন এবং দক্ষিন লেনটি বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘণ্টার চেয়ার পর র্যা কার দিয়ে গাড়িটি সরানো হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান জানান, আহত চালক সার্জেন্ট প্রভাত কুমারকে উদ্ধার সেতুর পূর্বপাড়ে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানোর পথে তিনি মারা যান। সন্ধা সাড়ে ৬টার পর দক্ষিন লেনটি পুনরায় চালু করা হলেও যানবাহনের ধীর গতি চলাচল দেখা গেছে।

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

সাংবাদিকের ডায়েরি

সাংবাদিকের ডায়েরি

সংবাদের খোঁজে প্রতিমুহূর্তেই ঘুরে ফিরছে সাংবাদিকরা৷ সেই ঘোরাঘুরির মাঝেই চোখে পড়ে অনেক কিছু, যা হয়তো সংবাদ নয় কিন্তু সাংবাদিক মন লিখতে চায়৷ জানাতে চায় তার পাঠকদের৷ আর তাই আমাদের এই অনলাইন আয়োজন৷ সাংবাদিকের ডায়েরি

সিরাজগঞ্জে হরতালের সমর্থনে শিবিরের মিছিল

জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতালের সমর্থনে বুধবার সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।

বিক্ষোভ মিছিলটি শহরের কাঁচাবাজার থেকে শুরু হয়ে মফিজ তালুকদারের মিলের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন শহর শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিবিরের সভাপতি হাফেজ আবু তালেব, শহর শিবিরের অফিস সম্পাদক শামীম রেজা প্রমুখ। মিছিল থেকে অবিলম্বে নেতাদের মুক্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, ১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার হরতালের ডাক দেয় জামায়াত।

সিরাজগঞ্জে হোসেনপুর দক্ষিণ সরকররি প্রাথমিক স্কুলের ছাত্রী আশা হত্যার প্রধান আসামী গ্রেফতার

সিরাজগঞ্জ পৌর এলাকার চাঞ্চল্যকর চর মালশাপাড়া মহল্লার তৃতীয় শ্রেণির ছাত্রী আশা হত্যার প্রধান আসামী তার চাচাতো বোন মর্জিনা বেগমকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার মর্জিনা সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবিনা পারভিনের আদালতে স্বীকিারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আশাকে হত্যা করা হয় বলে মর্জিনা আদালতের কাছে এই জবানবন্দী দেয়।

এসআই আব্দুল বারিক জানান, মর্জিনা পরিকল্পিতভাবে বোরকা পড়ে ১৩ জানুয়ারি সকালে হোসেনপুর দক্ষিণ সরকররি প্রাথমিক বিদ্যালয় থেকে বিশেষ কৌশলে আশা খাতুনকে অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকান্ড ঘটে। ওই দিন সন্ধ্যায় সিএনজি যোগে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিমপাড় কড্ডার মোড়ে সদানন্দপুর গ্রামের একটি পুকুর পাড়ে তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

সিরাজগঞ্জে ডিবি পুলিশের রিভলবার ছিনতাইয়ের মামলায় জেলা যুবদল সভাপতি আবু সাঈদ সুইটসহ ছয়জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সিরাজগঞ্জে ডিবি পুলিশের রিভলবার ছিনতাইয়ের মামলায় জেলা যুবদল সভাপতি আবু সাঈদ সুইটসহ ছয়জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ আমলী আদালত ‘ক’ অঞ্চলের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোহিনুর আরজুমান এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড নেওয়া অন্যরা হলেন- স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলমগীর আলম, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, শহর যুবদল নেতা আশরাফুল ইসলাম দীপু, শ্রমিক দলের শাহাজামাল হোসেন ভুট্টু ও শহর ছাত্রদল নেতা মোঃ রিঙ্কু শেখ।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুনির হোসেন ও সদর জিআরও আজগর হোসেন রিমান্ড মঞ্জুরের সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর সন্ধ্যায় ১৮ দলের অবরোধের পিকেটিং কালে শহরের খেদন সর্দার মোড়ে দায়িত্বরত ডিবি উপ-পরিদর্শক রেজাউল করিমের গুলিভর্তি সার্ভিস রিভলবারটি খোয়া যায়। এ ঘটনায় কমপক্ষে সুইটসহ ৪৫ জনকে আসামি করে মামলা করে ডিবি।
এ বিষয়ে পুলিশের তদন্ত দল গঠন করা হলেও খোয়া যাওয়া রিভলবারটি উদ্ধার হয়নি।
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরো পাঁচজন।
সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার বানিয়াগাতী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার কামারখন্দ উপজেলার বানিয়াগাতী গ্রামের সুজাব আলীর ছেলে আল মাহমুদ (২৮) ও একই গ্রামের আহের আলীর ছেলে মুনসুর আলী (২৪)।
এছাড়া আহত পুলিশ সদস্যরা হলেন- বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এস আই) মোতালেব ও কনস্টেবল ওলি। অন্য তিনজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বানিয়াগাতীঁতে সংঘবদ্ধ একটি ডাকাতদল পণ্যবাহী ট্রাকে ডাকাতি করছিল।
এ সময় পুলিশের একটি টহল পিকআপ সেখানে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও গুলি ছোড়ে। এতে পুলিশ ও ডাকাতদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হলে ঘটনাস্থলেই ওই দুই ডাকাত নিহত হয়।
এ ঘটনায় আহত হয় পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোতালেব, কনস্টেবল ওলি এবং ডাকাত দলের তিন সদস্য। পরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফোরকান শিকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় হাসুয়া ও দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
- See more at: http://dailybartoman.com/index.php?page=details&nc=3&news_id=16630#sthash.wnh6SPXB.S5qbIXrj.dpuf

সিরাজগঞ্জের ৪ উপজেলা নির্বাচনে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

সিরাজগঞ্জে প্রথম ধাপে ৪টি উপজেলা পরিষদ নির্বাচনে ৪৪ জন চেয়রম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

যারা প্রতীক পেলেন তারা হলেন:
সিরাজগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা মো. রিয়াজ উদ্দিন (আনারস), মোঃ নাসিম রেজা নুর(দিপু)
(টিউবওয়েল), বিএনপির মজিবুর রহমান লেবু (দোয়াত কলম), জামায়াতের শহিদুল ইসলাম (কাপ পিরিচ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী মহিববুল্লাহ (মোটরসাইকেল)।

ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা গাজী আমিনুল ইসলাম (ছাতা), বিএনপির নেতা ভিপি শামীম আহমেদ (উড়োজাহাজ), জাসদের নাজমুল ইসলাম মুকুল (তালা), স্বতন্ত্র প্রার্থী জামাত আলী মুন্সী (চশমা), দিলীপ কুমার গৌড় (মাইক) প্রতীক পেয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা নূরুন্নাহার খানম (সিলিং ফ্যান) এবং বিএনপি নেতা সাবিনা ইয়াসমিন হাসি (কলস) প্রতীক পেয়েছেন।

কাজিপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল (দোয়াত কলম), আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস), বিএনপি নেতা এড. রবিউল হাসান (কাপ পিরিচ)।

ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম বেলাল (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছা. জুই পারভীন (হাঁস), সুলতানা হক (কলস), রেহানা খাতুন (সিলিং ফ্যান) ও সুফিয়া বেগম (ফুটবল) প্রতীক পেয়েছেন।

উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা এড. মারুফ বিন হাবিব (ঘোড়া), বিএনপি নেতা এ্যাড. শামসুল হক (মোটরসাইকেল), জামায়াত নেতা অ্যাড. জাহিদ হোসাইন (আনারস), স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মাহফুজ (দোয়াত কলম) পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সোহেল রানা (চশমা), বিএনপি নেতা আব্দুস সালাম (বৈদ্যুতিক বাল্ব), জামায়াত নেতা শাহজাহান আলী (তালা), জাতীয় পার্টির নেতা জয়নাল আবেদীন (টেলিফোন), একরামুল ফয়সাল শিবলু (উড়োজাহাজ) ও আবুল কালাম আজাদ (টিউবওয়েল) পেয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আফরোজা ইয়াসমিন লিপি (কলস) ও বিএনপি নেতা মনিজা মোমেন (পদ্মফুল) পেয়েছেন।

রায়গঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা জিন্নাহ আলমাজি (ঘোড়া), বিএনপি নেতা ভিপি আইনুল হক (দোয়াত কলম), জামায়াত নেতা এবিএম আব্দুস সাত্তার (মোটরসাইকেল), আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থী রইচ উদ্দিন জয়নাল (আনারস)।

ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা খন্দকার শরিফুল ইসলাম (টিয়াপাখি), বিএনপি নেবতা জাহিদুল ইসলাম (টিউবওয়েল), জামায়াত নেতা অ্যাড. মনিরুল ইসলাম জাফর (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা লিনা হক লুৎফা (কলস), বিএনপি নেতা শিউলী ইয়াসমিন (প্রজাপতি), নিস্কৃতি দাস (পদ্মফুল) এবং নিলুফা ইয়াসমিন রিনা (বৈদ্যুতিক পাখা) প্রতীক পেয়েছেন।

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪

তাড়াশ উপজেলা নির্বাচনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় পূর্বে উপজেলা নির্বাচনে রোববার দুপুরে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে করে তাড়াশ উপজেলা সহকারী রিটানিং অফিসার ও ইউএনও শরীফ রায়হান কবিরের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হক ও উপজেলা বিএনপি সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।

ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, যুবদলের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল ও জামায়াতের অধ্যাপক আবু বক্কার সিদ্দিক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম মিনি, কুমারী বিউটি সরকার, নুরুন্নাহার খাতুন, শিউলি খাতুন, ইয়াসমিন রুকসানা, সালেহা খাতুন, নাসরিন সুলতানা মনোনয়নপত্র দাখিল করেন।

সিরাজগঞ্জে ৩ উপজেলায় আওয়ামী 'লীগের একাধিক প্রার্থী

উপজেলা পরিষদ নির্বাচনে দলের শীর্ষ পর্যায় থেকে একক প্রার্থী দেয়ার কথা বলা হলেও সিরাজগঞ্জে তিন উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সদর উপজেলায় প্রার্থী হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আবু ইউসূফ সূর্য্য এবং সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন।

রায়গঞ্জে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা সভাপতি আলহাদি আলমাজি জিন্নাহ এবং সাবেক সভাপতি রহিচ উদ্দিন জয়লান। এখানে দল থেকে একক প্রার্থী ঘোষণা করা হয় জিন্নাহকে।

কাজিপুরে বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক বকুলকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু আরো দুজন আবুল কালাম আজাদ ও কামরুজ্জামান বিপ্লব সেখানে মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলার চার উপজেলার মধ্যে একটিতে একক প্রার্থী দেয়া হয়। উল্লাপাড়ায় সাবেক পৌর মেয়র মারুফ বিন হাবিব দলের একক প্রার্থী মনোনীত হয়েছেন। এছাড়া সদর, রায়গঞ্জ ও কাজিপুরে একাধিক প্রার্থী রয়েছেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।