বিশাল সোনার চালান আটকের ১২ ঘণ্টার মধ্যে আরো ছয়টি সোনার বার উদ্ধার হয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে।
শুক্রবার সকাল ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি বিমানের দুই
যাত্রীর কাছে এই বারগুলো পাওয়া যায় বলে বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা
জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে মধ্যপ্রাচ্যের ওই দেশটি থেকে আসা ফ্লাই
দুবাইয়ের বিমানে সিটের কুশনের ভেতরে ৪২০টি সোনার বার পাওয়া গিয়েছিল, যার
ওজন সাড়ে ৪৮ কেজি।
শুক্রবার এয়ার এরাবিয়ার বিমানটি এসেছিল আমিরাতের শারজাহ থেকে।বিমানবন্দর
কাস্টমসের সহকারী কমিশনার পারভেজ ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
ওই বিমানের দুই যাত্রীর একজনের মানিব্যাগ এবং অন্যজনের জুতোর ভেতর থেকে
তিনটি করে ছয়টি বার উদ্ধার করা হয়।
৭০০ গ্রাম ওজনের এই সোনার
বারগুলোর আনুমানিক দাম ৩০ লাখ টাকা। পাসপোর্ট জব্দ করে ওই দুই বাংলাদেশিকে
ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাতে
উদ্ধার হওয়া চালানটি ছিল সাম্প্রতিক সময়ে আটক সবচেয়ে বড় চালান। এর আগে
মঙ্গলবারও চট্টগ্রামের এই বিমানবন্দরে সোনার বার উদ্ধার করা হয়।