শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪

বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাক উল্টে সেনাবাহিনীর সার্জেন্ট নিহত

বঙ্গবন্ধু সেতুর ওপর সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালক বগুড়া সেনাবাহিনীর ৬ নং ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়নের সার্জেন্ট প্রভাত কুমার নিহত হয়েছেন। 

শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানে কর্মরতরা ও পশ্চিম থানা পুলিশ চালক সার্জেন্ট প্রভাত কুমারকে উদ্ধার করে পূর্বপাড়ের সেনাবাহিনীর ৯৮ সংমিশ্রিত বিগ্রেডের মেডিকেল ক্যাম্পে ভর্তি করা হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানোর পথে তিনি মারা যান।

দুর্ঘটনার কারণে দক্ষিন লেনে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শুধুমাত্র উত্তর লেনটি চালু থাকায় ঢাকা ও উত্তরাঞ্চলগামী যানবাহন একই লেনে চলাচল করায় সেতুর উভয়প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধ সেতু রক্ষণাবেক্ষন প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক জানান, ভাসমান ট্রাকবোর্ট ভর্তি সেনাবাহিনীর একটি ট্রাক টঙ্গীর বিশ্ব এস্তেমা থেকে বগুড়া সেনানিবাস যাওয়ার পথে বিকেল সাড়ে তিনটার দিকে সেতুর ৮ নং পিলারের কাছে দুর্ঘটনার শিকার হয়। এ সময় ট্রাকটি রেলিং-এ ধাক্কা খেয়ে চালক আহত হন এবং দক্ষিন লেনটি বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘণ্টার চেয়ার পর র্যা কার দিয়ে গাড়িটি সরানো হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান জানান, আহত চালক সার্জেন্ট প্রভাত কুমারকে উদ্ধার সেতুর পূর্বপাড়ে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানোর পথে তিনি মারা যান। সন্ধা সাড়ে ৬টার পর দক্ষিন লেনটি পুনরায় চালু করা হলেও যানবাহনের ধীর গতি চলাচল দেখা গেছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।