বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

সিরাজগঞ্জে হোসেনপুর দক্ষিণ সরকররি প্রাথমিক স্কুলের ছাত্রী আশা হত্যার প্রধান আসামী গ্রেফতার

সিরাজগঞ্জ পৌর এলাকার চাঞ্চল্যকর চর মালশাপাড়া মহল্লার তৃতীয় শ্রেণির ছাত্রী আশা হত্যার প্রধান আসামী তার চাচাতো বোন মর্জিনা বেগমকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার মর্জিনা সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবিনা পারভিনের আদালতে স্বীকিারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আশাকে হত্যা করা হয় বলে মর্জিনা আদালতের কাছে এই জবানবন্দী দেয়।

এসআই আব্দুল বারিক জানান, মর্জিনা পরিকল্পিতভাবে বোরকা পড়ে ১৩ জানুয়ারি সকালে হোসেনপুর দক্ষিণ সরকররি প্রাথমিক বিদ্যালয় থেকে বিশেষ কৌশলে আশা খাতুনকে অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকান্ড ঘটে। ওই দিন সন্ধ্যায় সিএনজি যোগে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিমপাড় কড্ডার মোড়ে সদানন্দপুর গ্রামের একটি পুকুর পাড়ে তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।