সিরাজগঞ্জে ডিবি পুলিশের রিভলবার ছিনতাইয়ের মামলায় জেলা যুবদল সভাপতি আবু সাঈদ সুইটসহ ছয়জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার
ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ আমলী আদালত ‘ক’ অঞ্চলের
বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোহিনুর আরজুমান এই রিমান্ড মঞ্জুর
করেন।
রিমান্ড নেওয়া অন্যরা হলেন- স্বেচ্ছাসেবক দলের
সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলমগীর আলম, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর
রহমান, শহর যুবদল নেতা আশরাফুল ইসলাম দীপু, শ্রমিক দলের শাহাজামাল হোসেন
ভুট্টু ও শহর ছাত্রদল নেতা মোঃ রিঙ্কু শেখ।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুনির হোসেন ও সদর জিআরও আজগর হোসেন রিমান্ড মঞ্জুরের সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য,
গত ২৭ নভেম্বর সন্ধ্যায় ১৮ দলের অবরোধের পিকেটিং কালে শহরের খেদন সর্দার
মোড়ে দায়িত্বরত ডিবি উপ-পরিদর্শক রেজাউল করিমের গুলিভর্তি সার্ভিস
রিভলবারটি খোয়া যায়। এ ঘটনায় কমপক্ষে সুইটসহ ৪৫ জনকে আসামি করে মামলা করে
ডিবি।
এ বিষয়ে পুলিশের তদন্ত দল গঠন করা হলেও খোয়া যাওয়া রিভলবারটি উদ্ধার হয়নি।