বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

সিরাজগঞ্জে হরতালের সমর্থনে শিবিরের মিছিল

জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতালের সমর্থনে বুধবার সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।

বিক্ষোভ মিছিলটি শহরের কাঁচাবাজার থেকে শুরু হয়ে মফিজ তালুকদারের মিলের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন শহর শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিবিরের সভাপতি হাফেজ আবু তালেব, শহর শিবিরের অফিস সম্পাদক শামীম রেজা প্রমুখ। মিছিল থেকে অবিলম্বে নেতাদের মুক্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, ১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার হরতালের ডাক দেয় জামায়াত।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।