রাজধানীর লালবাগ কেল্লায় দেশের প্রথম লাইট অ্যান্ড
সাউন্ড শো’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাট
দেখা দেয়ায় ১০ কর্মকর্তা-কর্মচারিকে সাময়িক বরখস্ত
করেছে ডিপিডিসি। বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের
তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালবাগ কেল্লা প্রাঙ্গণে
আলো ও শব্দের সমন্বয়ে নির্মিত বিশেষ এই
তথ্যচিত্রের উদ্বোধন করতে আসেন। প্রধানমন্ত্রী
শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে আসার ৭/৮ মিনিট পরেই
বিদ্যুৎ বিভ্রাটে পড়ে লালবাগ কেল্লা। ঠিক মিনিট
খানেকের মধ্যেই বিদ্যুৎ চলে আসে। এ অবস্থাতেই
তথ্যচিত্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর শুরু হয় ৩০ মিনিট

ব্যাপ্তির লাইট এন্ড সাউন্ড শো। শো শুরুর দশ
মিনিটের মাথায় আবারো বিদ্যুৎ যায়। ৩/৪ মিনিট পর
কয়েক সেকেন্ডের জন্য বিদ্যুৎ আসলেও আবারো
অন্ধকার পুরো লালবাগ কেল্লা। কয়েক সেকেন্ড পরই
চলে এলো বিদ্যুৎ। এরপর প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল
ত্যাগ করেন। বিদ্যুৎবিভ্রাটের এ ঘটনায় ১০ কর্মকর্তা-
কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে ডিপিডিসি। ঘটনা
তদন্তে ডিপিডিসির নির্বাহী পরিচালক মিজানুর রহমানকে
প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা
হয়েছে বলে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৩০ মিনিটের আলো-আঁধারের এই শোতে লালবাগ
কেল্লার পুরো ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরা হয়।
উঠে আসে মুঘল আমলসহ পেছনে ফেলে আসা বিভিন্ন
সময়ের ইতিহাস-ঐতিহ্য।