সংসদ ভবন, ৫ ফেব্রুয়ারি, ২০১৪ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বলেছেন, উপজেলার আরও অধিক সংখ্যক ইউনিয়নে একটি বাড়ি, একটি খামার
প্রকল্পের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, গ্রাম বাংলার দরিদ্র কৃষক-পরিবারগুলোকে একটি বাড়ি একটি খামার
প্রকল্পের অন্তর্ভুক্তির এ মহাআয়োজন দেশের দারিদ্র্য বিমোচনে অত্যন্ত
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রামীণ অর্থনীতি হবে আরও গতিশীল ও সমৃদ্ধ।
প্রধানমন্ত্রী আজ সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে
স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।