১. জাপানঃ
যদি জাপানবাসীদের গড় স্পিড দেখি তাহলে পাব, পৃথিবীর গড় স্পিডের ৩০ গুন গড় হচ্ছে জাপানের। অর্থাৎ জাপানিরা গড়ে ৬০ MBPS স্পিডে সার্ফ করে। আপনার কষ্ট আরও বেড়ে যাবে যখন শুনবেন তাদের প্রতি MBPS এ ২৭ সেন্ট বা ১৯ টাকা প্রদান করতে হয় (মাসিক আনলিমিটেড ১ MBPS মাত্র ১৯ টাকা!!!) যেখানে ইউএসএ তে ৩৩৩০ সেন্ট! কানাডা কিংবা ইউকে তে আরও বেশি।
২. দক্ষিণ কোরিয়াঃ
জাপান যদিও গড় স্পিডে এগিয়ে অন্যদিকে দক্ষিণ কোরিয়া ডাউনলোড স্পিডে এগিয়ে। তাদের ডাউনলোড স্পিড গড় ৩৪.৬৬ MBPS হিসেবে দেখা যায় এরা ডাউনলোডই করে আপলোড করেনা। তাই এরা জাপান থেকে পিছিয়ে পড়েছে। এখানে প্রতি ১ MBPS ব্যান্ডইথ পেতে আপনাকে ৪৫ সেন্ট খরচ করতে হবে মাএ 40 টাকা ।
৩. রিগা,লাতভইয়াঃ
আপনি যদি হাইস্পিড ডাউনলোডের কথা বলেন তবে, রিগার জনগণ প্রায়ই ২৮ MBPS এ ডাউলোড করবে। যদিও লাইভিয়া এর জাতীয় গড় ২৪ MBPS. সে যাই হোক অনেক চেষ্টা করেও তাদের খরচ সম্পর্কে জানা যায়নি।
৪. ফিনল্যান্ডঃ
ফিনল্যান্ডবাসীরা জাপানের থেকে প্রায় ১০ গুন খরচ প্রদান করে কিন্তু সে তুলনায় স্পিড পায় অনেক কম। মাত্র ২২ MBPS হচ্ছে তাদের গড়। আপনি হয়ত জেনে থাকবেন ফিনল্যান্ড হচ্ছে প্রথম রাষ্ট্র যারা ইন্টারনেটকে “সকলের লিগ্যাল রাইট” প্রদান করে ছিল।