মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

নামজারি আবেদন নামঞ্জুর হলে কী করবেন

namjari
যেকোন কারণেই নামজারি আবেদন নামঞ্জুর হতে পারে। কোনো দলিল-দস্তাবেজে ত্রুটির কারণে হতে পারে, আবার অন্য কোনো উদ্দেশ্যেও নামঞ্জুর হতে পারে। কিন্তু আবেদন নামঞ্জুর হলে প্রতিকারের সুযোগ রয়েছে। নামজারি নামঞ্জুর হলে সহকারী কমিশনার (ভূমি) এর নিকট জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন-১৯৫০ এর ১৫০ ধারার অধীনে তার নামজারি আবেদন রিভিউ চেয়ে আবেদন করতে পারেন। রিভিউ আবেদন করা হলে পূর্বের ন্যায় মিসকেস চালু করে, আবেদনকারীর বক্তব্য গ্রহণ, কাগজপত্র নতুন করে পর্যালোচনা, প্রয়োজনে নতুন কাগজপত্র বিশ্লেষণ করে সহকারী কমিশনার (ভূমি) আদেশ প্রদান করবেন ।
আবার আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাছে আদেশের ৩০ দিনের মধ্যে আপিল করতে পারেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনারের (রাজস্ব) আদেশের বিরুদ্ধে ভূমি আপিল বোর্ডে আদেশের ৯০ দিনের মধ্যে আপিল করা যায়। এ ছাড়া রিভিশনের পথও খোলা রয়েছে। ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা তাঁর নিজের ইচ্ছায় নথি তলব করে সংশোধনের আদেশ দিতে পারেন। এ ছাড়া রিভিউর পথও খোলা আছে। রিভিউ মানে হচ্ছে পুনর্বিবেচনা করা। দলিলপত্রে কোনো ভুল পর্যবেক্ষণ হয়েছে বলে মনে করলে কিংবা আবেদন বাতিল করলে রিভিউর আবেদন করতে হয়। যে কর্মকর্তা আদেশ দিয়েছেন, তাঁর বরাবরই রিভিউ করতে হবে। রিভিউ করতে হয় ৩০ দিনের মধ্যে। তবে রিভিউ আবেদন করা হলে আর আপিল করা যায় না।

সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

আগামী নির্বাচন হবে, অশুভ শক্তিকে পরাজিত করার লড়াই- মোহাম্মদ নাসিম


আজ সোমবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী রচিত ‘বদলে যাওয়া বাংলাদেশের গল্প’ শীর্ষক বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম আগামী নির্বাচনে অশুভশক্তিকে পরাজিত করতে সম্মলিত ভাবে কাজ করার জন্য যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। 

মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন হবে, অশুভ শক্তিকে পরাজিত করার লড়াই। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। জ্বালাও, পোড়াও এর বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ে জয় লাভের জন্য যুবলীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখনও চক্রান্ত হচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে অশুভশক্তিকে পরাজিত করতে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।  আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরন্তর সংগ্রামের ফসল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কারণ প্রথমে বঙ্গবন্ধু এবং তারপর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দান করেন। এ সময় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমসহ অন্যান্য অতিথিদের হাতে যুবজাগরণের প্রকাশিত বই তুলে দেন।

যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, আর টিভির সিইও সৈয়দ আশিক রহমান, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মো: ফারুক হোসেন, আবদুস ছাত্তার মাসুদ, মো: আতাউর রহমান, জাকির হোসেন খাঁন, মো: আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনজুর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলম, ফারুক হোসেন তুহিন, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শাহ জালাল, সাজ্জাদ হায়দার চৌধুরী লিটন, শ্যামল কুমার রায়, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিনের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন স্বপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ ।

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

রফতানি পণ্যে আরও বৈচিত্র্য আনতে হবে - প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

গার্মেন্টস কারখানা সংস্কারে সহযোগিতা করতে বিভিন্ন ব্রান্ড ও ক্রেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান "রফতানি পণ্যে আরও বৈচিত্র্য আনতে হবে। একটা বিষয়ের ওপর নির্ভরশীল হলে চলবে না। নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে।"

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ব্রান্ড ও ক্রেতাগণকে গার্মেন্টস শিল্প মালিকদের কারখানাগুলোর সংস্কার কার্যক্রমে সহযোগিতার আহবান জানিয়েছেন। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে সরকার স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বারোপ করেছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য বিপুল অর্থের প্রয়োজন। এ ব্যাপারে বিভিন্ন ব্রান্ড ও ক্রেতাগণ সহায়তা করতে পারেন। সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোনারগাঁও হোটেলে দ্বিতীয় ঢাকা অ্যাপারেল সামিট ২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘বিশ্ব বাজারে আমাদের পণ্যসামগ্রীর চাহিদা কীভাবে বাড়ানো যায়, সে ব্যাপারে আমাদের কাজ করতে হবে। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এজন্য আপনাদের সহযোগিতা চাই।’ ২০১৪ সালের প্রথম অ্যাপারেল সামিটের সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) দিনভর এই দ্বিতীয় অ্যাপারেল সামিটের আয়োজন করে। ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক খাতের রপ্তানীর লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন ডলার অর্জনে কর্মপন্থা প্রণয়ণ এবং তৈরি পোশাক খাতকে একটি টেকসই উন্নয়ন খাত হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- ’টুগেদার এ বেটার টুমরো।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রী মুজিবুল হক এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুন। বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন এবং সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের অগ্রগতি নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকতৃাবৃন্দ, বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতবৃন্দ, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং তৈরি পোশাক খাতের দেশি-বিদেশি উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। 

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বি,এল, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত



সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বি,এল, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন “বি.এল.স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশন” এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর ধারে  বি.এল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে সংগঠনের আহবায়ক বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন-অর-রশীদের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার অপু, সিরাজগঞ্জ-২(সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, প্রাক্তন ছাত্র ডাঃ মোঃ সাদী, সংগঠনের যুগ্ম-আহবায়ক জহুরুল ইসলাম মন্ডল, সদস্য সচিব এস.এম. সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শুরুতেই বি.এল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও ছাত্রদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
 

“মিলনের মোহনায় জীবনের আহবান” শ্লোগানকে সামনে রেখে সংগঠনের নাম, লগো, গঠনতন্ত্র, পটভূমি, লক্ষ ও উদ্দেশ্য, সংগঠনের সদস্যপদ, সাংগাঠনিক আদর্শের ব্যাপারে  আলোচনা করেন সংগঠনের আহবায়ক বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন-অর-রশীদ, সভায় সমঝোতার ভিত্তিতে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এরপর সাধারণ ৩ বছর মেয়াদী ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের ২৭ জনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার অপু।

কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেনঃ সভাপতি পদে হারুন অর রশীদ (১৯৭৭ ব্যাচ), সহ-সভাপতি পদে মোঃ জহুরুল ইসলাম মন্ডল (১৯৭৯ ব্যাচ), সাধারণ সস্পাদক পদে এস,এম,সাইদুর ইসলাম (১৯৮২ ব্যাচ), সহ-সাধারণ সস্পাদক পদে ৩জন হলেন ক) মোঃ রফিক খ) মোঃ মামুন গ) মোঃ তপু সিরাজী, কোষাদক্ষ পদে মোঃ আলী সোহেল (১৯৮২ ব্যাচ), সহকারি কোষাদক্ষ পদে উল্লাস (১৯৯৮ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক পদে মির্জা মোস্তফা (১৯৮৯ ব্যাচ), সহ-সাংগঠনিক সম্পাদক পদে দুইজন হলেন ক) কচি সরকার (১৯৯৪ ব্যাচ), খ) মোঃ জাকারিয়া ইসলাম তমাল (২০০৭ ব্যাচ), শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মাহমুদ সেলিম (১৯৯২ ব্যাচ), সহকারি শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক নিহা রঞ্জন দাস (২০০০ ব্যাচ), দপ্তর সম্পাদক পদে জাহিদ কামাল সুমন (১৯৮৭ ব্যাচ), সহকারি দপ্তর সম্পাদক পদে কাজল (২০০৭ ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এ,কে,এম,শওকাত পার্ণেল (১৯৯৩ ব্যাচ), সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিল পাপ্পু (১৯৮৬ ব্যাচ), সহকারি সাংস্কৃতিক সম্পাদক পদে রোজেন (১৯৯০ ব্যাচ), ক্রিয়া সম্পাদক পদে পান্না(১৯৮৭ ব্যাচ), সহকারি ক্রিয়া সম্পাদক পদে শরিফ  (১৯৮৮ ব্যাচ), সমাজকল্যান সম্পাদক পদে রাশেদ ইউসুফ জুয়েল (১৯৯২ ব্যাচ), সহকারি সমাজকল্যান সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম রাশেদ (১৯৯৩ ব্যাচ), তথ্য ও যোগাযোগ বিষয়ক রাসেল বারী (১৯৯৪ ব্যাচ), আপ্যায়ন সম্পাদক পদে মোঃ খসরু (১৯৮৩ ব্যাচ), সহকারি আপ্যায়ন সম্পাদক পদে মোঃ জিয়া (২০০৩ ব্যাচ) এবং ১৪ জন সদস্যের নাম পরে জানানো হবে।
সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়, এবং সর্বশেষে বি.এল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তার বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সংগঠনের সদস্য মির্জা মোস্তফা জামান, রাশিদুল কবীর সোহেল, রোকনুজ্জামান, গাজী মোঃ মজিবুর রহমান, শিল্পী আমিনুল ইসলাম, শ্রী অমর কৃষ্ণ দাস, মোস্তফা নোমান আলাল, মোহাম্মদ আলী সোহেল, মোঃ জাফর, মোঃ শরিফুল ইসলাম অলিভ, সোহাগ লুৎফুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

জঙ্গীবাদের মদদদাতার সন্ত্রাসী চেহারা তৃণমূলের মানুষের কাছে তুলে ধরার আহবান জানিয়েছেন- মোহাম্মদ নাসিম

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- কানাডার ফেডারেল কোর্টে বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হওয়ায় দেশের মানুষ ওই দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জঙ্গীবাদের মদদদাতা বিএনপি’র এই সন্ত্রাসী চেহারা তৃণমূলের মানুষের কাছে তুলে ধরার আহবান জানিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সরকারের মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ড গ্রামের সাধারণ মানুষের কাছে পৌছে দিতে হবে। উন্নয়ন এবং মানুষের ভালবাসা নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করবে বলেও তিনি মন্তব্য করেছেন। শুক্রবার বাদ জুম্মা কাজীপুর উপজেলা আওয়ামীলীগ অফিসে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সোমবার রাতে ঢাকা থেকে সিরাজগঞ্জে তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরের পৌছান। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিন তিনি তাঁর নির্বাচনী এলাকায় গনসংযোগ, উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও ১০ শয্যা বিশিস্ট আমেনা মনসুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ জনসভা ও সমাবেশ করেছেন। শুক্রবার তিনি দলীয় নেতাকর্মীদের সাথেও মত বিনিময করেন এবং কাজীপুরে নির্মাণাধীন পাঁচশত আসনের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন করে রাতেই ঢাকায় চলে যান।

জঙ্গী দমন, স্বাস্থ্য শিক্ষা , কৃষি, বিদ্যুত সহ সরকারের বিভিন্নমুখী উন্নয়নের সাফল্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেছেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে। এই সেতু নিয়ে বিএনপিসহ বিশ্বব্যাংকের অনেকেই মিথ্যাচার করেছেন। কানাডার আদালতে তা প্রমাণিত হয়েছে। তিনি দলের প্রতিজন নেতাকর্মীকে সরকারের সাফল্য পাড়ায় মহল্লায় এবং গ্রামে গ্রামে জনগণের মধ্যে ছড়িয়ে দেবার আহবান জানান।

বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে  মোহাম্মদ নাসিম বলেছেন ২০১৪ সালে একজন নেত্রী দেশে আগুন জ্বালিয়ে জঙ্গীবাদকে উস্কানি দিয়ে ভোট বানচাল করতে চেয়েছিলেন। কিন্তু জনগণ সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে  বিশ্বব্যাপী আমাদের দেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মায়ের ¯েœহ আর বোনের ভালবাসা  দিয়ে জনগণের জন্য কাজ করছেন বলেও তিনি দলীয় নেতাকর্মীদের স্মরণ রাখার পরামর্শ দেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুন্ন ও দলের ক্ষতি হয় এমন যে কোন কাজ থেকে বিরত থাকার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের হুশিয়ার  করে দিয়েছেন।

দলীয় কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান। পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান মুকুল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগের আলী আসলামসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে ॥ মোহাম্মদ নাসিম




আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে। বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ২০২১ সাল নাগাদ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ পেরিয়ে যাবে। আওয়ামীলীগের রাজনীতির অধ্যায় হচ্ছে শুধু উন্নয়ন আর উন্নয়ন। অপরদিকে বিএনপি;র রাজনীতি হচ্ছে জ্বালাও পোড়াও, মানুষ হত্যা লুটপাট  রাজনীতি। তাদের আমলে  গ্রাম-গঞ্জে শুধু খাম্বার লুটপাট হয়েছে, কেউ বিদ্যুত পায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে  বিশ্বব্যাপী আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও মায়ের স্নেহে আর বোনের ভালবাসা  দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের জন্য কাজ করছেন। তিনি বৃহস্পতিবার কাজীপুরের রৌহাবাড়ি দেন গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। এর আগে মন্ত্রী স্পিডবোট যোগে যমুনা নদীর পাড় দিয়ে পানি উন্নয়ন বোর্ডের যমুনার বাঙ্গনরোধে নির্মাণ কাজের পরিদর্শন করেন এবং আলমপুর – হাটশিরা সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সাথে গণসংযোগ করেন। রৌহাবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম। বক্তব্য দেন পল্লী বিদ্যুতের জি,এম আজাহার আলী, এলজিইডি’র নির্বাহী রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোজাম্মের হক, কাজিপুর থানা আাওয়ামীলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান ও ই উপি চেয়ারম্যান শাহজাহান আলী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম জঙ্গী দমন, স্বাস্থ্য শিক্ষা, কৃষি, বিদ্যুত সহ সরকারের বিভিন্নমুখি উন্নয়নের সাফল্য তুলে ধরে বরেছেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপে  পদ্মা সেতুর কাজ শুরু হযেছে। এই সেতু নিয়ে বিএনপিসহ বিশ্বব্যাংকের অনেকেই মিথ্যাচার করেছেন। কানাডার আদালতে তা প্রমাণিত হয়েছে। মিথ্যা কথা বলার জন্য খালেদা জিয়ার বিচার হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি দলের প্রতিটি নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের সরকারের সাফল্য পাড়ায় মহল্লায় এবং গ্রামে গঞ্জে জনগণের মধ্যে ছড়িয়ে দেবার আহবান জানান।

বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে মোহাম্মদ নাসিম বলেছেন ২০১৪ সালে একজন নেত্রী দেশে আগুন জ্বালিয়ে জঙ্গীবাদকে উস্কানি দিয়ে ভোটকে বানচাল করতে চেয়েছিলেন। কিন্তু জনগণ সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। বাংলাদেশে একদিন জঙ্গীবাদের উত্থান হয়েছিল। গুলশানে তারা ৩০ জন বিদেশীকে হত্যা করে, শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের হত্যা করে। তারপরও দেশপ্রেম ও সাহসিকতার পরিচয় দিয়ে পুলিশ জীবনের বিনিময়ে মুসল্লিদের রক্ষা করেছিল। ইসলাম জঙ্গীবাদকে প্রশ্রয় দেয় না, মুসলমান হয়ে মুসলমান হত্যার মতো জঘন্য কাজ ইসলাম পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গী দমন হয়েছে।

বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭

আওয়ামীলীগের রাজনীতি হচ্ছে উন্নয়ন আর উন্নয়ন, হত্যা লুটপাট ছিল বিএনপির রাজনীতি ঃ মোহাম্মদ নাসিম

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে আওয়ামীলীগের রাজনীতির অধ্যায়। অপরদিকে শুধু হত্যা লুটপাট ছিল বিএনপির রাজনীতি। তাদের আমলে চোখে পড়ার মতো কোন উন্নয়ন হয়নি। নির্বাচনকালীন সরকার বিষয়ে বিএনপি’র সাম্প্রতিক কালের বক্তব্যের কঠোর সমালোচনা করে  মোহাম্মদ নাসিম বলেছেন- বিশ্বের বিভিন্ন দেশের মতো সংসদীয় গণতন্ত্রের এই দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এর কোন বিকল্প নেই। তিনি আমেরিকার উদাহরণ টেনে বলেছেন- প্রেসিডেন্ট ওবামা ক্ষমতায় থেকে তাঁর দলের প্রার্থী হিলারীর জন্যও ভোট চেয়েছেন। কিন্তু হিলারী নির্বাচিত হতে পারেননি, ট্রাম্প নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালে সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে। রেফারীর ভুমিকা নিয়ে নির্বাচন কমিশন মাঠে নেমেছে। এবার খেলা হবে নৌকা মার্কা জার্সি নিয়ে উন্নয়ন কর্মী এবং জ্বালাও পোড়াও ধানের শীষ মার্কা নিয়ে।  সেই নির্বাচনে  উন্নয়নের জন্য জনগণ শেখ হাসিনা এবং তাঁর দলকেই আবারো ভোট দেবে। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে  এবং ভাল কাজের মুল্যায়ন জনগণ অবশ্যই করবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বুধবার বিকেলে কাজপিুরের চালিতাডাঙ্গা ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট আমেনা মনসুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এর আগে মোহাম্মদ নাসিম কাজীপুর প্রায় সাত কোটি টাকা ব্যয়ে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত  বিশাল জনসভায় সভাপতিত্ব করেন ইউনিযন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমীন সরকার। সভায় বিশেষ াতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি প্রকৗশলী তানভীর শাকির জয়, জেলা  আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল ইসলাম খান,স্বাস্থ্য অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনারেল এম এ মোহী, সিভিল সার্জন ডাঃশেখ মনজুর রহমান, পরিবার পরিকল্পনা দফতরের উপ পরিচালক শাহিন হাসান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, শওকত হোসেন , সাইফুল ইসরাম বেলাল ও খলিলুর রহান প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ নাসিম জঙ্গী দমন, স্বাস্থ্য শিক্ষা , কৃষি, বিদ্যুত সহ সরকারের বিভিন্নমুখি উন্নয়নের সাফল্য তুলে ধরে বরেছেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপে  পদ্মা সেতুর কাজ শুরু হযেছে। এই সেতু নিয়ে বিএনপিসহ বিশ্বব্যাংকের অনেকেই মিথ্যাচার করেছেন। কানাডার আদালতে তা প্রমাণিত হয়েছে। মিথ্যা কথা বলার জন্য খালেদা জিয়ার পদত্যাগ করা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি দলের প্রতিজন নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের সরকারের সাফল্য পাড়ায় মহল্লায় এবং গ্রামে গ্রামে জনগণের মধ্যে ছড়িয়ে দেবার আহবান জানান।

বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে মোহাম্মদ নাসিম বলেছেন ২০১৪ সালে একজন নেত্রী দেশে আগুন জ্বালিয়ে জঙ্গীবাদকে উস্কানি দিয়ে ভোটকে বানচাল করতে চেয়েছিলেন। কিন্তু জনগণ সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। বাংলাদেশে একদিন জঙ্গীবাদের উত্থান হয়েছিল। গুলশানে তারা ৩০ জন বিদেশীকে হত্যা করে, শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের হত্যা করে। তারপরও দেশপ্রেম ও সাহসিকতার পরিচয় দিয়ে পুলিশ জীবনের বিনিময়ে মুসল্লিদের রক্ষা করেছিল। ইসলাম জঙ্গীবাদকে প্রশ্রয় দেয় না, মুসলমান হয়ে মুসলমান হত্যার মতো জঘন্য কাজ ইসলাম পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গী দমন হয়েছে। প্রধানমন্ত্রীশেখ হাসিনার সাহসী পদক্ষেপে বিশ্বব্যাপী আমাদের দেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মায়ের ¯েœহ আর বোনের বালবাসা  দিয়ে জনগণের জন্য কাজ করছেন। তারই মস্তিষ্কজাত ১৪ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক দেশজুড়ে গ্রাম-গ্রামান্তরে গরিব মানুষের স্বাস্থ্যসেবা দিচ্ছে। অথচ খালেদা জিয়া ২০০১ সালে এ সেবামূলক কার্যক্রম বন্ধ করে দেন এবং ২০০৯ সালে শেখ হাসিনা সরকারে এসে তা আবার চালু করেন। বঙ্গবন্ধু স্বাধীনতার পর গ্রামের গরিব মানুষের সেবার জন্য থানা হেলথ কমপ্লেক্স পদ্ধতি চালু করেছেন।

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

৭১ এ মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্য অমার্জনীয় অপরাধ ॥ মোহাম্মদ নাসিম

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্যকে অমার্জনীয় অপরাধ উল্লেখ করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন-৭১ সালে পাক বাহিনীর হাতে ৩০ লাখ বাঙ্গালীর শহীদের বিষয়টি হয় জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।  মুক্তিযুদ্ধের সময পাকি ছাউনিতে বসবাসরত বেগম খালেদা জিয়ার শহীদদের সংখ্যা নিয়ে যে মন্তব্য করেছেন তা শহীদদের প্রতি অশ্রদ্ধার শামিল, ক্ষমার অযোগ্য। এমন  বিভ্রান্তিকর বক্তব্যের জন্য তাঁর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। তা না হলে এদেশের জনগণই তাঁর বিচার করবে। তিনি মঙ্গলবার  কাজীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২-র ভাষা শহীদদের  প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেন ও কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  পরে তিনি মহান আর্ন্তজাতিক ভাষা দিবস  উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামলীগের সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক খলিলুর রহমান সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পরে তিনি তাঁর নির্বাচনী এলাকা কাজপিুরের গান্ধাইল ইউনিয়নে গণ সংযোগ করেন এবং বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন।

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি’র বক্তব্য অসাড় মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন- অহেতুক ধুম্রজাল সৃষ্টি করছে। রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টির জন্য বিএনপি এই কাজ করছে, এর কোন ভিত্তি নেই। সংসদীয় গণতন্ত্রের দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এর কোন বিকল্প নেই। তিনি আরো বলেন সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে। সেই নির্বাচনে উন্নয়নের জন্য জনগণ শেখ হাসিনা এবং তাঁর দলকেই ভোট দেবেন, ভাল কাজের মুল্যায়ন জনগণ করবেই। তিনি বলেন বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার কারনেই আগামী নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে।

শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর অফিসার এবং বাস ও ট্রাকের চালকসহ ৫জন নিহত ঃ আহত ৩৫

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার এবং বাস ও ট্রাকের চালকসহ ৫জন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ৩৫জন আহত হয়েছেন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক দিয়ে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শনিবার বিকেল ৩টার দিকে জেলার কামারখন্দ উপজেলার বাগবাড়ী বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে এবং দুপুর সোয়া ২টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের আমবাড়ীয়া এলাকায় পৃথক এ দুটি সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। এরা হলেন শফিক আহমেদ সালাম (৫০) সাভার সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার ও শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের লাখাই প্রামানিকের ছেলে, একই উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি এলাকার মৃত শহিদ প্রামানিকের ছেলে মেহের সেখ (৩৫), পাবনা পৌর শহরের ফজলুল হক রোডের বাসিন্দা লিটন চ্যাটার্জি।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, শনিবার দুপুরের দিকে বগুড়া থেকে একটি মালবাহী ট্রাক ঢাকা যাচ্ছিলো। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের বাগবাড়িতে পৌছলে পাবনা গামী যাত্রীবাহী নাইট ষ্টার পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালক ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসারসহ ৪জন নিহত হয়। এ সময় আহত হয় অন্তত আরো ৩৫জন। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। 
অপরদিকে সিরাজগঞ্জের বেলকুচিতে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সনেকা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পরিবহনের আরও ১০ যাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া ২টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের আমবাড়ীয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল ও বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহত সনেকা বেলকুচি উপজেলার আমবাড়িয়া গ্রামের আব্দুস সবুরের স্ত্রী। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

সাংবাদিক শিমুল হত্যা ঃ রিমান্ড শেষে মেয়র মিরুসহ ৬ জনকে কারাগারে প্রেরণ


সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামী শাহজাদপুর পৌর মেয়র হালিমুলক মিরুসহ ৬ আসামীকে ৫দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার সকালে পুলিশ ৬ জনকে শাহজাদপুর আদালতে হাজির করলে সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাসিবুল হক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পৌর মেয়র ছাড়া অন্যান্য আসামীরা হলো কে,এম নাসির উদ্দিন, আরশাদ আলী, নাজমুল ইসলাম, আলমগীর হোসেন ও জহির শেখ।

এর আগে ১৩ ফেব্রুয়ারী মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই দিনই পুলিশ তাদেরকে রিমান্ডে নিয়েছিলেন।

প্রসংগত গত ২রা ফেব্রুয়ারী ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই অস্ত্রের মুখে তুলে নিয়ে ব্যাপক নির্যাতন ও মারপিট করে হাত-পা ভেঙ্গে ভ্যানে বাড়ি পাঠিয়ে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মী ও বিজয়ের সমর্থকরা দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে। এরপর এদের একটি অংশ মেয়র মিরুর মনিরাম পুরের বাসায় মিছিল হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করে। এ সময় মেয়র মিরু ও তার ভাই মিন্টু শর্টগান দিয়ে গুলি ছুড়তে ছুড়তে তাদের ধাওয়া করে। এ দৃশ্য ক্যামেরায় ধারণের সময় গুলিতে আহত হন সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে সারাদেশের গণমাধ্যম কর্মীরা। এ ঘটনায় সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে ১৮জনের নামসহ অজ্ঞাত আরো ২০/২৫ জনের নামে হত্যা মামলা দায়ের করে। গত ৫ ফেব্রুয়ারী রাতে ঢাকার শ্যামলী এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল মেয়র মিরুকে আটক করে।

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

জমি জমা নিয়ে বিরোধ হলে কী করবেন ?

Land
বিভিন্ন কারণেই আমাদের জমি ক্রয় এবং বিক্রয় করতে হয়।আবার অনেক সময় দেখা যায়, নিজের ক্রয় করা জমি অন্য কেউ দখল করে মালিকানা দাবি করছে । আবার জাল দলিল তৈরি করে জমির দখল নিতে চায়। আদালতে মিথ্যা মামলাও ঠুকে দেয়। কিন্তু একটু সচেতন হলেই এ ঝামেলা থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব। সে জন্য জানা থাকতে হবে জমি নিয়ে বিরোধ দেখা দিলে কীভাবে প্রতিকার পাবেন।

ফৌজদারি প্রতিকার
জমি দখলকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিলে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা অনুযায়ী প্রতিকার চাইতে পারেন। এ ধারা অনুযায়ী প্রতিকার চাইতে হবে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে। আর এ মামলা করতে হবে বেদখল হয়ে গেলে কিংবা বেদখল হওয়ার আশঙ্কা দেখা দেওয়ার দুই মাসের মধ্যে। কোনো মামলা করলে ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষের ওপর সমন জারি করবেন। পরবর্তী সময়ে উভয় পক্ষের বক্তব্য শুনবেন এবং সাক্ষ্যপ্রমাণ শেষে সম্পত্তির দখলদার কে তা নির্ধারণ করবেন। প্রয়োজনে সরেজমিনে তদন্তের আদেশ দিতে পারেন পুলিশকে। তাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে প্রকৃত দখলদার কে, সে বিষয়ে রায় দেবেন। তবে ১৪৫ ধারায় প্রতিকার চাইতে গেলে এখানে স্বত্ব বা মালিকানা দাবি করা যাবে না। এর মাধ্যমে শুধু প্রকৃত দখলদার নির্ণয় করার জন্য প্রতিকার চাওয়া যাবে।

মালিকানা দাবি করবেন যেভাবে
জমির মালিকানা বা স্বত্ব দাবির জন্য দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হবে। জমি অবৈধভাবে দখলচ্যুত হলে দখল পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ও ৯ ধারা অনুযায়ী প্রতিকার পেতে পারেন। এ আইনের ৮ ধারা অনুযায়ী জমির মালিক নির্ধারিত পদ্ধতিতে জমিটি পুনরুদ্ধার করার জন্য প্রতিকার চাইতে পারেন। তবে এ ধারা অনুযায়ী, দখলচ্যুত ব্যক্তিকে জমিতে তাঁর স্বত্ব বা মালিকানা আছে কিংবা মালিকানার দাবি রয়েছে, তার ঘোষণা চাইতে হবে। না হলে এ ধারা অনুযায়ী প্রতিকার পাওয়া সম্ভব হয় না। ৮ ধারার স্বত্ব প্রমাণসহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে ১২ বছরের মধ্যে মামলা করার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ধরনের মামলাকে সাধারণত স্বত্ব সাব্যস্ত খাস দখলের মামলা বলা হয়।

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুযায়ী প্রতিকার চাইতে হলে মালিকানা প্রমাণের দরকার নেই। শুধু জমি থেকে দখলচ্যুত হয়েছেন—এটি প্রমাণ করলেই চলবে। ৯ ধারায় উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি বেদখল হন, তবে তিনি বা তাঁর মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মোকদ্দমার মাধ্যমে এর দখল পুনরুদ্ধার করতে পারেন। এ ক্ষেত্রে যেসব দিক বিবেচনা করা হয়, সেগুলো হলো—বাদী অর্থাৎ যিনি প্রতিকার দাবি করেছেন, তিনি জমিটি দখল করে আসছিলেন কি না; বিবাদী তাঁকে জোরপূর্বক বেদখল করেছেন কি না; বিবাদী বেআইনিভাবে জমিতে প্রবেশ করেছেন কি না। তবে বাদীকে অবশ্যই বেদখল হওয়ার ছয় মাসের মধ্যে মামলা করতে হবে। অন্যথায় এ ধারায় মামলা করার অধিকার হারাতে হবে তাঁকে। তবে সরকারের বিরুদ্ধে এ ধারায় প্রতিকার চাওয়া যাবে না।

কোথায় ও কীভাবে আইনের আশ্রয় নেবেন
জমিজমার মালিকানা নিয়ে প্রতিকারের ক্ষেত্রে নির্দিষ্ট এখতিয়ারাধীন আদালতে মামলা করতে হবে। মামলার মূল্যমান চার লাখ টাকার কম হলে সহকারী জজ আদালতে এবং চার লাখের বেশি হলে অসীম এখতিয়ার পর্যন্ত যুগ্ম জেলা জজ আদালতে প্রতিকার চাইতে হবে। মামলা দায়ের করতে হবে আইনজীবীর মাধ্যমে। মালিকানাসহ দখলের প্রতিকার চাইলে জমির মূল্য বাবদ অ্যাড-ভ্যালোরেম (মূল্যানুপাতে) কোর্ট ফি দিতে হবে। ৯ ধারা অনুযায়ী শুধু দখলের জন্য প্রতিকার চাইলে সম্পত্তির মূল্য অনুসারে যে কোর্ট ফি তার অর্ধেক, অর্থাৎ অ্যাড-ভ্যালোরেম কোর্ট ফির অর্ধেক পরিমাণ কোর্ট ফি দিতে হবে। জমির মালিকানাসহ দখল কিংবা শুধু দখল চেয়ে প্রতিকারের ক্ষেত্রে যদি বাদী মনে করেন, তাঁর জমিটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন পৃথক আবেদনের মাধ্যমে।

আপনার সন্তান কি একাত্তরের ইতিহাস জানে?

Image may contain: 1 person 
আপনার সন্তান বা পরিবারের শিশু সদস্যটা কি একাত্তরের ইতিহাস জানে? একাত্তরে দেশের জন্য জীবন বাজি রাখা বীর শহীদদের গৌরবোজ্জ্বল ইতিহাস জানে? দেশের তরে জীবন বিলিয়ে দেওয়া সেই বীর শহীদদের রক্তে ভেজা পবিত্র মাটিতে জন্ম নিয়ে আপনার সন্তান যদি আমাদের রক্তাক্ত ইতিহাস না জানে তবে সেটা কোনভাবেই মানা যায় না। আজই উদ্যোগ নিন। আমাদের গৌরবের ইতিহাস জেনে এবং বুকে ধারণ করে বেড়ে উঠুক আগামী প্রজন্ম।
.
বিগত কয়েক বছর যাবৎ মুক্তিযুদ্ধের দালিলিক ইতিহাস নিয়ে কাজ করা মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রজেক্টের তত্বাবধানে শিশুদের জন্য এবার ‘আমাদের মুক্তিযুদ্ধ’ সিরিজের কমিকস প্রকাশিত হল এবারের বইমেলায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র-থেকে সঙ্কলিত ইতিহাসের নানা ঘটনাবলির উপর এই সিরিজটি নির্মিত হচ্ছে। প্রথম সংখ্যাটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ‘ছায়াবীথি’ স্টলে। স্টল নাম্বার ২২১। শুধুমাত্র ছাপানোমূল্যের এই কমিকসটি উপহার দিন ভবিষ্যৎ প্রজন্মকে। টাকা পয়সাই জীবনের সব কিছু না।
.
রাজিবুল বারী পলাশ ও Aparajita Neel - এর লেখা ও সম্পাদনা এবং Nazia Khan Tithi কর্তৃক অসাধারন অলঙ্করণে বাচ্চাদের জন্য সংকলিত হয়েছে কমিকস। মুক্তিযুদ্ধে আমাদের দুর্ধর্ষ গেরিলাদের শিহরণ জাগানো অভিযান অথবা বাঙ্গালি নারী শিশুদের করুন লোমহর্ষক ঘটনাবলী নিয়ে রচিত হয় কমিকসগুলো। এগুলো শিশুদের কিনে দিন। তাদেরকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দিন। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বড় হোক নব প্রজন্ম। আপনারা কেউ একসাথে বেশি নিতে চাইলে বা ঢাকার বাইরে থেকে আসা সম্ভব না হলে আমাদেরকে ইনবক্স করুন, আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিব। জীবনে টাকাই সব কিছু না ম্যান!

নিজের মানসিকতা পরিবর্তনই সবচেয়ে বড় শুদ্ধাচার : পলক

নিজের মানসিকতা পরিবর্তনই সবচেয়ে বড় শুদ্ধাচার :  পলক
নিজের মানসিকতার পরিবর্তনই সবচেয়ে বড় শুদ্ধাচার বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘একটি দুটি মানসিক পরিবর্তন বড় ধরনের জাতীয় পরিবর্তন সৃষ্টি করে। মাননীয় প্রধানমন্ত্রীর কিছু যুগান্তকারী ও বাস্তবমুখী সিদ্ধান্তের ফলে সরকারি অফিসগুলো এখন জনবান্ধব অফিসে পরিণত হয়েছে। এখন সরকারি কর্মকর্তাগণ সততা ও নিষ্ঠার সাথে কাজ করার পরও আউট অব বক্স চিন্তা করছে। তাদের মানসিকতা পরিবর্তিত হয়েছে।’

বুধবার আইসিটি টাওয়ারস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন’ সংক্রান্ত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

পলক বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আজ সর্বক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার করছি বলেই দেশে আজ উল্লেখযোগ্য মাত্রায় দুর্নীতি, হয়রানি কমেছে। কারণ, ডিজিটাল বাংলাদেশের মূল অনুষঙ্গই হচ্ছে ই-গভার্নেন্স। ই-গভার্নেন্স প্রতিষ্ঠায় জোর দেয়ার ফলে আজ আমরা উপজেলা পর্যায় পর্যন্ত ই-ফাইলিং কর্মকাণ্ড নিয়ে যেতে পেরেছি এবং প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে ই-গভার্নেন্স বাস্তবায়নে কাজ করছে।’

সরকারের ই-গভার্নেন্স প্রতিষ্ঠার ফলাফল বিষয়ে পলক বলেন, ‘ই-গভার্নেন্স প্রতিষ্ঠার ফলে সরকারি সেবা প্রাপ্তিতে জনগণের সময় ও অর্থ অপচয় রোধ হচ্ছে এবং হয়রানি কমেছে। বেড়েছে সেবার মান।‘

তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তারা ডিজিটাল বাংলাদেশ স্লোগানকে ধারণ করেছে বলে আজ ৩৫ শতাংশ সেবা আমরা অনলাইনে নিয়ে আসতে পেরেছি। আমি বিশ্বাস করি যে, প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা ২০২১ সালের মধ্যে সরকারি সেবার ৯০ শতাংশ অনলাইনে নিয়ে আসার যে নির্দেশনা দিয়েছেন, তা সর্বোত্তম শুদ্ধাচার চর্চার মাধ্যমে আপনারাই বাস্তবায়িত করবেন।’


জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেন, ‘দেশের মানুষকে দেশের স্বার্থেই সকল আইন-কানুন সম্পর্কে অবহিত করতে হবে। তাদেরকে সরকারের সকল কর্মকাণ্ড সম্পর্কে অবগত করা এবং সরকারি সেবা প্রদান ও প্রাপ্তি সহজলভ্য করার জন্য আমাদেরকে নিরলসভাবে কাজ করলেই শুদ্ধাচার প্রতিষ্ঠা করা সহজতর হবে। এজন্য তথ্যপ্রযুক্তির ব্যবহারের কোন বিকল্প নেই। তথ্যপ্রযুক্তির প্রয়োজনীয় ব্যবহার শুদ্ধাচার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে উক্ত সেমনিারে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ, পার্থ প্রতিম দেব, সুশান্ত কুমার সাহা, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিকসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

সংসদীয় গণতন্ত্রের দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ঃ মোহাম্মদ নাসিম

নির্বাচনকালীন সরকারের বিষয়ে বিএনপি’র দাবী নাকচ করে দিয়ে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন সংসদীয় গণতন্ত্রের দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর কোন বিকল্প নেই। তিনি আমেরিকার উদাহারন টেনে বলেছেন - প্রেসিডেন্ট ওবামা ক্ষমতায় থেকে তাঁর দলের প্রার্থী হিলারীর জন্যও ভোট চেয়েছেন। কিন্তু হিলারী নির্বাচিত হতে পারেননি। ট্রাম্প নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালে সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে। সেই নির্বাচনে উন্নয়নের জন্য জনগণ শেখ হাসিনা এবং তাঁর দলকেই ভোট দেবে। ভাল কাজের মুল্যায়ন জনগণ করবেই। তিনি মঙ্গলবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা কাজপিুরে তথ্য অধিদপ্তর আয়োজিত সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন। পরে তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণরে মধ্যে সমাজ সেবা অধিদপ্তরের অনুদান প্রদান করনে।

সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ নাসিম জঙ্গী দমন, স্বাস্থ্য শিক্ষা , কৃষি বিদ্যুৎ সহ সরকারের বিভিন্নমুখি উন্নয়নের সাফল্য তুলে ধরে বরেছেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। এই সেতু নিয়ে বিএনপিসহ বিশ্বব্যাংকের অনেকেই মিথ্যাচার করেছেন। কানাডার আদালতে তা প্রমাণিত হযেছে। মিথ্যা কথা বলার জন্য খালেদা জিয়াকে আইনের আওতায় আনা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন।

২০১৪ সালে বিরোধী নেত্রী দেশে আগুন জ্বালিয়ে জঙ্গীবাদকে উস্কানি দিয়ে ভোটকে বানচাল করতে চেয়েছিলেন। কিন্তু জনগণ সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। বাংলাদেশে একদিন জঙ্গীবাদের উত্থান হয়েছিল। গুলশানে তারা ৩০ জন বিদেশীকে হত্যা করে, শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের হত্যা করে। তারপরও দেশপ্রেম ও সাহসিকতার পরিচয় দিয়ে পুলিশের জীবনের বিনিময়ে মুসল্লিদের রক্ষা করেছিল। ইসলাম জঙ্গীবাদে বিশ্বাসি না, মুসলমান হয়ে মুসলমান হত্যার মতো জঘন্য কাজ নেই। ইসলাম শান্তির ধর্ম। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গী দমন হয়েছে। আজ প্রধানমন্ত্রীর কারণে বিশ্বব্যাপী আমাদের দেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল। তিনি মায়ের ¯েœহ দিয়ে জনগণের কাজ করেছেন। তারই পরিকল্পনায় ১৪ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক দেশজুড়ে প্রাম-গ্রমান্তরে গরিব মানুষের স্বাস্থ্যসেবা দিচ্ছে। অথচ খালেদা জিয়া ২০০১ সালে এ সেবামূলক কার্যক্রম বন্ধ করে দেন এবং ২০০৯ সালে শেখ হাসিনা সরকারে এসে তা আবার চালু করেন। বঙ্গবন্ধু স্বাধীনতার পর গ্রামের গরিব মানুষের সেবার জন্য থানা হেলথ কমপ্লেক্স পদ্ধতি চালু করেছেন।

উপজেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আহম্মেদ। সূচনা বক্তব্য দেন জেলা তথ্য অফিসার শরিফুল ইসলাম। আলোচনা সভায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্দে, সিভিল সার্জন ডাঃ মোঃ মনজুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বসন্ত বরণ উৎসব



সিরাজগঞ্জ জেলা প্রশাসন কতৃক আয়োজিত বসন্ত বরণ উৎসব সিরাজগঞ্জ জেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন জনাব কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার জনাব মিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কামরুল হাছান প্রমূখ।

জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

সরকারের সফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃত্ত করনের জন্য প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ কামরুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসার মো: শরিফুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক রফিকুল আলম খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, প্রেসক্লাবের কার্যকারী সদস্য শহিদুল ইসলাম ফিলিপস, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসি, সাংবাদিক নওশাদ, সেলিম রেজা, সোহাগ হাসান জয়, অদিত্য রাসেল, সুমন মৃধা প্রমুখ।

উল্লাপাড়া পুলিশের সচেতনামূলক প্রচারপত্র বাসযাত্রীদের বিলি

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে ভ্রমণ নিরাপদ করতে সোমবার থেকে উল্লাপাড়ায় বাস যাত্রী সচেতনতার জন্য স্টিকার ও প্রচারপত্র বিলি শুরু করেছে । বেশ কয়েক মাস ধরে ঢাকা-দিনাজপুর, ঢাকা-রাজশাহী ও বগুড়া-পাবনা মহাসড়কে বাস যাত্রীরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছে অনেকে। সেই সাথে বিনা অপরাধে মাদক পরিবহনের দায়ে গ্রেপ্তার হচ্ছেন সাধারণ যাত্রীরা। কখনো যাত্রীবেশী ডাকাত, ছিনতাইকারীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন তারা। এ অবস্থা থেকে যাত্রীদেরকে রক্ষার লক্ষ্যে এবং হাইওয়ে থানা পুলিশের সাথে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে যাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য সোমবার সকাল থেকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানীর নেতৃতে উত্তর ও দক্ষিণ অঞ্চল থেকে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে যাতায়াতকারী সকল বাসে পুলিশ স্টিকার লাগিয়ে দিচ্ছে এবং যাত্রীদের হাতে ধরিয়ে দিচ্ছে প্রচারপত্র।

অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন সাধানণত যাত্রীরা অচেনা মানুষের হাত থেকে খাবার খেয়ে। অনেক সময় মাদক ব্যবসায়ীরা তাদের মাদক বহনকারী ব্যাগ গুলো কৌশলে সাধারণ যাত্রীদের পাশে রেখে নিজেরা দূরে থাকেন। বিপদ বুঝে কেটে পড়েন। ফলে নিরাপরাধ যাত্রীদেরকে এসব মাদকের দায় ঘারে নিতে হয়। এতে চরম দুর্ভোগে পড়েন তারা। এসব বিতর্কিত কর্মকান্ড থেকে নিজেদেরকে নিরাপরাধ করতে স্টিকারে বিভিন্ন হাইওয়ে থানা পুলিশের মোবাইল নম্বর গুলো দেওয়া হয়েছে এবং প্রচারপত্রেও যাত্রীদেরকে উল্লেখিত বিষয়ে সচেতন করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন হাটিকুমরুল হাইওয়ে থানা প্রথমবারের মত এই কর্মকান্ডের উদ্যোগ নিয়েছে। সপ্তাহ ব্যাপী প্রচারপত্র বিলি কার্যক্রম চলবে।

শিমুল হত্যাঢ: মেয়র মিরুসহ ৬ জন রিমান্ডে





সাংবাদিক শিমুলকে হত্যা মামলায় মেয়র মিরুসহ ৬ জনকে ৫ দিনে করে রিমান্ড দিয়েছে আদালত। সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল কে গুলি করে হত্যা মামলায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ৬ জনকে ৫ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার সকালে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাসিবুল হকের আদালতে তাদের ৬ জনকে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত মিরুসহ প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় মিরুর দুই ভাই পাবনা জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টু ও হাসিবুল হক পিন্টু কে এই মামলায় রিমান্ড না চাওয়ায় তাদের আদালতে আনা হয়নি বলে জানান মিরুর আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম।  

সোমবার শিমুল হত্যাকারী মামলার প্রধান আসামী শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ছয় রিমান্ড শুনানী শুরু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম আরও জানান, পৌর মেয়র মিরুসহ অন্যান্য আসামীদের সকাল ৮টায় সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়। আদালতে প্রাঙ্গনে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকাল থেকেই শাহজাদপুর কোর্ট চত্ত্বরে র‌্যাব-পুলিশের সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তা গ্রহন করা হয়। একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আদালত চত্ত্বর ও বাইরে সার্বক্ষনিক পুলিশ টহলের ব্যবস্থা করা হয়। তিনি আরো জানান, আদালত রিমান্ড মঞ্জুর করলে আজকে অথবা আগামীকাল তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে, রিমান্ড শুনানীতে কি হবে-কয়দিনের রিমান্ড মঞ্জুর হবে-এ নিয়ে শাহজাদপুরসহ মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।  

প্রসঙ্গত, গত ২রা ফেব্রুয়ারী ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই অস্ত্রের মুখে মেয়রের বাড়ীতে তুলে নিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মী ও বিজয়ের স্বজনরা মেয়রের বাসার সামনে মিছিল নিয়ে গিয়ে ইটপাটকেল ছোড়ে। এ সময় মেয়র মিরু ও তার ভাই শটগান দিয়ে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে কর্তব্য পালনকালে মেয়রের গুলিতে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুরুত্বর আহত হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সাংবাদিক শিমুল মারা যায়। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে সারাদেশের গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে পৌর মেয়র হালিমুলক হক মিরুকে প্রধান আসামী করে ১৮জন নামীয়সহ অজ্ঞাত আরো ২০/২৫ নামে হত্যা মামলা দায়ের করে। গত ৫ ফেব্রুয়ারী রাতে ঢাকা শ্যামলী এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল মেয়র মিরুকে আটক করে। পরদিন তাকে সিরাজগঞ্জ আদালতে হাজিরা এবং শাহজাদপুর আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করে কারাগারে প্রেরন করা হয়।

মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে পদ্মা সেতুর চক্রান্তকারীরা ঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম


আওয়ামী লীগের প্রেসিয়িাম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন -পদ্মা সেতুর চক্রান্তকারীরা মিথ্যাবাদী তা প্রমাণিত হয়েছে। বিএনপিসহ বিশ্বব্যাংকের মুখ খোলাসা আর চক্রান্তকারীদের মুখোশ আদালতের রায়ে উন্মোচিত হয়েছে। বিএনপিসহ সুশীল সমাজ নামধারী কতিপয় ব্যাক্তির চক্রান্তের কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ আজ বাস্তবে রুপ নিয়েছে। তিনি সোমবার সন্ধ্যায় তাঁর নির্বাচনী এলাকা রতনকান্দি ইউনিয়নের বয়ড়া ভেন্নাবাড়ি হাই স্কুল মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া থেকে সোনামুখী পর্যন্ত শহীদ এম মনসুর আলী সড়কের  খামারগাতি, গোবিন্দপোটল ও  খুকশিয়ায়  প্রায় নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি সেতুর উপর দিয়ে যান চলাচলের  উদ্বোধন শেষে রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভায় নির্বাচন কমিশন নিয়ে বিএনপির অহেতুক পানি ঘোলা করার কোন সুযোগ নেই উল্লেখ করে বিএনপির উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী নাসিম  বলেছেন, আগামী নির্বাচনে আসুন, খেলা হবে মাঠে। রাষ্ট্রপতি একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন। নির্বাচন কমিশন নিরপেক্ষ ও দক্ষ রেফারি হিসেবে ভোট পরিচালনা করবে। এ ভোটের জয় পরাজয় মহাজোট মেনে নেবে। সেতুর ফলক উন্মোচনের সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের আবু ইউসুফ সূর্য্য, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, আব্দুল বারী সেখ, আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।

রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ভেন্নাবাড়ি হাই স্কুল মাঠের জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি াাব্দুল মোক্তাদির বকুল। বক্তব্র দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, গোলাম রব্বানী প্রমুখ।

নির্বাচনের কোন বিকল্প নেই উল্লেখ করে  জনসভায় মোহাম্মদ নাসিম আরো বলেছেন ২০১৯ সালে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।  সে  নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে হবে। এ নির্বাচনেও মহাজোট বিজয়ী হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট জয়ী হলে দেশ আলোকিত হবে। মন্ত্রী আরও বলেন, দেশের চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে মহাজোটকে নির্বাচিত করতে হবে।

পদ্মা সেতুর চক্রান্তকারীরা মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে ঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ফাইল ছবি

পদ্মা সেতুর চক্রান্তকারীরা মিথ্যাবাদী তা প্রমাণিত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিয়িাম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন - বিএনপিসহ বিশ্বব্যাংকের মুখ চেনা চক্রান্তকারীদের মুখোশ আদালতের রায়ে উন্মোচিত হয়েছে। বিএনপিসহ সুশীল সমাজ নামধারী কতিপয় ব্যাক্তির চক্রান্তের কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ আজ বাস্তবে রুপ নিয়েছে। তিনি সোমবার সন্ধ্যায় তাঁর নির্বাচনী এলাকা রতনকান্দি ইউনিয়নের বয়ড়া ভেন্নাবাড়ি হাই স্কুল মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া থেকে সোনামুখী পর্যন্ত শহীদ এম মনসুর আলী সড়কের  খামারগাতি, গোবিন্দপোটল ও  খুকশিয়ায়  প্রায় নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি সেতুর উপর দিয়ে যান চলাচলের  উদ্বোধন শেষে রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভায় নির্বাচন কমিশন নিয়ে বিএনপির অহেতুক পানি ঘোলা করার কোন সুযোগ নেই উল্লেখ করে বিএনপির উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী নাসিম  বলেছেন, আগামী নির্বাচনে আসুন, খেলা হবে মাঠে। রাষ্ট্রপতি একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন। নির্বাচন কমিশন নিরপেক্ষ ও দক্ষ রেফারি হিসেবে ভোট পরিচালনা করবে। এ ভোটের জয় পরাজয় মহাজোট মেনে নেবে। সেতুর ফলক উন্মোচনের সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের আবু ইউসুফ সূর্য্য, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, আব্দুল বারী সেখ, আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।

রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ভেন্নাবাড়ি হাই স্কুল মাঠের জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি াাব্দুল মোক্তাদির বকুল। বক্তব্র দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, গোলাম রব্বানী প্রমুখ।

নির্বাচনের কোন বিকল্প নেই উল্লেখ করে  জনসভায় মোহাম্মদ নাসিম আরো বলেছেন ২০১৯ সালে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।  সে  নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে হবে। এ নির্বাচনেও মহাজোট বিজয়ী হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট জয়ী হলে দেশ আলোকিত হবে। মন্ত্রী আরও বলেন, দেশের চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে মহাজোটকে নির্বাচিত করতে হবে।

রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭

বাংলাদেশ পুলিশের আবারো নতুন জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশের আবারো নতুন জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।
জব টাইপ : ফুলটাইম      জব ক্যাটাগরি : সরকারী
আবেদনের সময়সীমাঃ    ১৯ ফেব্রুয়ারী ২০১৭
বিস্তারিত নিচের বিজ্ঞাপনে
rum17

সলঙ্গায় দৈনিক কলম সৈনিকের উদ্যোগেদুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ইউসুফ দেওয়ান রাজু
সিরাজগঞ্জ জেলার প্রাচীনতম গণমাধ্যম দৈনিক কলম সৈনিক পরিবারের উদ্যোগে সলঙ্গায় গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকালে সলঙ্গা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, বর্তমান সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু, সহ-সভাপতি ফনি ভূষন পোদ্দার, সলঙ্গা থানা জাতীয় পার্টির সভাপতি গজেন্দ্রনাথ মন্ডল, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারেরর সাধারণ সম্পাদক শ্রী কালীপদ কুন্ডু, সলঙ্গা থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা আসমা পারভীন, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. দুলাল উদ্দিন আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহ আলী জয়, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শওকত প্রমুখ।

‘স্নাতক পাস ছাড়া আর কেউ সাংবাদিক তালিকাভুক্ত হতে পারবেন না’

‘স্নাতক পাস ছাড়া আর কেউ 

সাংবাদিক তালিকাভুক্ত হতে পারবেন না’


প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেছেন, ‘স্নাতক ডিগ্রি অর্থাৎ বিএ পাস ছাড়া নতুন কেউ সাংবাদিক হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না।’ তিনি বলেন, ‘যারা ইতোমধ্যে সাংবাদিকতায় ১২ বছর অতিবাহিত করেছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হবে।’ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে মাদারীপুরে দুই দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পিআইবির মহাপরিচালক বলেন, ‘সাংবাদিকদের একটি তালিকা বা নিবন্ধনের আওতায় আনার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হলেও এক্ষেত্রে সমালোচনা করার লোকের অভাব নেই। তারা বলবেন যে এর মধ্যেও সরকারের কোনও উদ্দেশ্য আছে। তাই বিভাগীয় ও জেলা পর্যায় থেকে অপসাংবাদিকতা দূর করতে আপনাদের সোচ্চার হতে হবে।’ তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে সাংবাদিক কল্যাণ তহবিলের মাধ্যমে সাংবাদিকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। প্রেস কাউন্সিল ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই-বাছাই করে তালিকা তৈরি করা হবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়ে সাংবাদিকদের তালিকা চাওয়া হয়েছে।’ 

মো. শাহ আলমগীর বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট শুধুমাত্র অসহায় সাংবাদিকদের কিছু অর্থ সহায়তা দেওয়ার জন্য হয়নি। সাংবাদিকদের স্থায়ী কল্যাণ করার জন্য এই তহবিল তৈরি করা হয়েছে। কিছু দিন আগে প্রধানমন্ত্রী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিয়ে ‘সাংবাদিক কল্যাণ তহবিল’ নামে একটি ফান্ড করেছেন। ইতোমধ্যে কয়েক কোটি টাকা জমা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, এই বছরের মধ্যে সাংবাদিক কল্যাণ তহবিলে ৫০ কোটি টাকার ফান্ড হবে। সাংবাদিকদের প্রশংসা করে পিআইবির মহাপরিচালক বলেন, ‘সাংবাদিকরা আছেন বলে প্রশাসন ও পুলিশ যা তা করতে পারে না। দেশে সাংবাদিকরা সক্রিয় আছেন বলেই অনেক কিছু সুষ্ঠুভাবে চলছে। তা না হলে দুর্নীতি অসহনীয় পর্যায়ে চলে যেত।’ 

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘একজন ডাক্তার যদি অর্থনীতি বা কৃষিকাজ নিয়ে খোঁজ-খবর না রাখেন কিছু আসে যায় না।কিন্তু সাংবাদিকদের সব কিছুরই খোঁজ রাখতে হয়। তাই আমার মতে সাংবাদিকরা হলো সমাজের প্রথম সারির মানুষ, আমি বলি অগ্রবর্তী বাহিনী।’ মাদারীপুর এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির হলরুমে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে, মাদারীপুর শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও মাদারীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক বজলুর রহমান মন্টুসহ আরও অনেকে। 

ফাগুনের হাওয়ায় আগুন


ফাগুনের হাওয়ার আগুন লেগেছে নিসর্গ প্রকৃতিত

আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতির চিরাচরিত স্বভাব অনুযায়ী বন-বনান্তে কাননে কাননে রংঙে ভোরে উঠেছে চারদিক। কচি পাতায় আলোর নাচনের মতোই বাঙালির মনেও লেগেছে রঙের দোলা। ষড়ঋতুর দেশে আবহমান গ্রামবাংলার প্রকৃতিতেই মূলত বসন্ত জানান দেয় তার আগমনীবার্তা।

কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় ‘ফুল ফুটুক আর না ফুটুক/আজ বসন্ত..।’ তবে এবারো ফুল ফুটেছে। দখিনা হাওয়ার গুঞ্জরণও লেগেছে ফাগুন আসার কয়েকদিন আগে থেকেই। ফাগুন হাওয়ার দোল লেগেছে বাংলার নিসর্গ প্রকৃতিতে। ফুলে ফুলে রঙিন হয়ে উঠছে প্রকৃতি। মাঘের শেষ দিক থেকেই গাছে গাছে ফুটেছে আমের মুকুল। শীতে খোলসে ঠুকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম এখন অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। মৃদুমন্দা বাতাসে ভেসে আসা ফুলের গন্ধে বসন্ত জানিয়ে দিচ্ছে, সত্যি আজ বসন্ত।

ঋতুচক্র যেন এখন আর পঞ্জিকার অনুশাসন মানতে চায় না। কুয়াশার চাদরে মোড়া শীত জেঁকে বসতে না বসতেই বিদায়। প্রকৃতির এ আনন্দবার্তায় নাগরিক মনও তাই উচ্ছ্বসিত। অন্যবারের মতো ফাগুনের প্রথম দিনে আজ তরুণ-তরুণীরা বাসন্তী রঙের শাড়ি পরে খোঁপায় গাঁদা, পলাশসহ নানা ফুল গুঁজে আর তরুণরা বাসন্তী রঙের পাঞ্জাবি ও ফতুয়ায় নতুন করে নিজেদের সাজিয়ে নেমে আসবে পথে পথে। নগরীর বিভিন্ন উদ্যান, ফাস্টফুড, ক্যাফেও মুখর থাকবে। ফোন, ফেসবুক, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলবে তাদের বসন্তের শুভেচ্ছা বিনিময়।
 
বসন্ত শুধুু পলাশ-শিমুলেই উচ্ছ্বাসের রং ছড়ায় না, আমাদের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনে শহীদদের রক্তরঙিন পুষ্পিত রক্তের স্মৃতির ওপরও রং ছড়ায়। বায়ান্ন সালের আটই ফাল্গুন বা একুশের পলাশরাঙ্গা দিনের সঙ্গে তারুণ্যের সাহসী উচ্ছ্বাস আর বাঁধভাঙা আবেগের জোয়ার যেন মিলেমিশে একাকার হয়ে আছে। বসন্তেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। বসন্তেই বাঙালি মুক্তিযুদ্ধ শুরু করে। বসন্তেই বাঙালি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের প্রাণের নেতা বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করেছিলেন। আবার এ বসন্তেই তরুণ প্রজন্মের আন্দোলনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় ঘোষিত হয়। আর শহরের নাগরিক জীবনে বসন্তের আগমনবার্তা নিয়ে আসে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।

গ্রামের দু’পক্ষের সংঘর্ষের জেরে শিশু তামিমকে হত্যা

উল্লাপাড়ার চকপাঙ্গাসী গ্রামে খাস জমি নিয়ে চলমান গোলযোগ ও সংঘর্ষের জের ধরে শিশু তামিম হোসেন(৭) খুন হতে পারেন বলে স্থানীয় জনপ্রতিনিধীদের দাবী করছেন। কৃষক সোলেমান হোসেনের ছেলে তামিম শুক্রবার তাদের বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে তার নানা রফিকুল ইসলাম বাড়িতে বেড়াতে গিয়েছিল। বিকেলে এই বাড়ি থেকে বের হবার পর সে নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ির পশ্চিম পাশে ফসলের মাঠে একটি ক্ষেত থেকে পুলিশ তামিমের লাশ উদ্ধার করে। তামিমের গলায় কয়েকটি দাগ ছিল। পুলিশের ধারণা তামিম হোসেনকে গত ১০ ফেব্রুয়ারি রাতে ঘাতকেরা গলা টিপে শ্বাস রোধ করে হত্যার পর লাশ সরিষার গাদার মধ্যে ঢুকিয়ে রাখে।

বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন জানান, সম্প্রতি চকপাঙ্গাসী গ্রামের জহুরুল ইসলাম ও হাসানুর রহমান হাসুর দলের মধ্যে পূর্ব গোলযোগের জের ধরে সৃষ্ট সংঘর্ষে দুই ব্যক্তি খুন হন। এরা হলেন মকবুল হোসেন ও সাইফুল ইসলাম। এই ঘটনায় জহুরুল ইসলামের ভাই শহিদুল ইসলাম বাদি হয়ে হাসানুরের দলের ৫২ জনকে আসামি করে উল্লাপাড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলা দায়েরের পর পুলিশের ব্যাপক অভিযান শুরু করেন এবং হাসানুরের দলের ৫ জনকে গ্রেপ্তার করে। এরপর থেকে উভয় পক্ষের মধ্যে প্রচন্ড উত্তেজনা বিরাজ করছিল। নিহত তামিমের বাবা সোলেমান কথিত জহুরুল ইসলামের খালাতো ভাই। চেয়ারম্যান হুমায়ুন কবির আরও জানান, গ্রামের গোলযোগের জের ধরেই শিশু তামিমকে হত্যা করা হতে পারে বলে তারা ধারণা করছেন। চেয়ারম্যানের সঙ্গে এমন ধারণা পোষণের কথা জানালেন একই ইউপি সদস্য রজব আলী, আবুল কালাম আজাদ ও  বাপ্পী হোসেন।

তামিমের নানা রফিকুল ইসলাম জানান, ঘটনার দিন তার নাতি বাড়ির পাশে আব্দুল মান্নানের চায়ের দোকানে পিয়াজি খেতে যায়। এ সময় দুজন অপরিচিত ছেলে এসে একই সঙ্গে পিয়াজি খেয়ে দোকান থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তামিমকে খুঁজে পাওয়া যায়নি। ওই ছেলে দুটি কে ছিল তা দোকানি বা স্থানীয় লোকজন কেউই বলতে পারছে না।

তামিমের বাবা সোলেমান হোসেন এখন অনেকটাই মানুসিক ভারসাম্য হারিয়েছেন। তিনি স্থানীয় গণ মাধ্যমকর্মীদের কাছে কথা বলতে গিয়ে প্রশ্ন রাখেন, কোন অপরাধে তার নিষ্পাপ শিশুটিকে হত্যা করা হল? তিনি তামিম হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবি করেন। এ ব্যাপারে শনিবার রাতে উল্লাপাড়া থানায় তামিমের বাবা বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সাচ্চু বিশ্বাস জানান, চকপাঙ্গাসী গ্রামের দু’পক্ষের সংঘর্ষের জের ধরে তামিমকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা পোষণ করছে। তবে তদন্ত শেষ না করা পর্যন্ত এ ব্যাপারে সঠিক কিছু বলা যাচ্ছে না।

অপরদিকে রোববার সকালে ময়নাতদন্ত শেষে শিশু তামিমের লাশ তার গ্রামের কবরস্থানে দাফনের সময় কান্নায় ভেঙ্গে পড়েন পরিবার ও গ্রামের লোকজন। এ সময় সেখানকার পরিবেশ ভারি হয়ে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্যের।

সিরাজগঞ্জে ভ্রাম্যমান আদালতের শিক্ষকের অর্থদন্ড

সিরাজগঞ্জের কামারখন্দে ভ্রাম্যমান আদালত ডি,কে, এস,কে, আদর্শ উচ্চ বিদ্যালয়ের আব্দুল হক (৫২) নামে এক শিক্ষককে অর্থদন্ড দিয়েছেন। সে উপজেলার দশসিকা গ্রামের আঃ জলিল তালুকদারের ছেলে।

রবিবার এস,এস,সি পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫নং কক্ষে প্রথম চার সাড়ির পরীক্ষার্থীদের গণিত বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নপত্র একই সেট সরবরাহের অভিযোগে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এ ঘটনায় কেন্দ্র সচিব জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, পরিদর্শক আব্দুল হক ৫নং কক্ষে প্রথম চার সাড়ির পরীক্ষার্থীদের গণিত বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নপত্র একই সেট সরবরাহের অভিযোগে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড প্রদান করায় তাকে কেন্দ্র থেকে বহিস্কার করা হয়েছে।

সিভিল সার্জন ও স্থানীয় সাংসদেও হস্তক্ষেপে বেলকুচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক লাঞ্ছিত প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি 

সিভিল সার্জন ও স্থানীয় সাংসদের হস্তক্ষেপে  ৩ ঘন্টা পর প্রত্যাহার
 
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সাখাওয়াত হোসেনের দায়িত্ব ও কর্র্তব্য অবহেলার অভিযোগে রোগীর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে তাকে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল পৌনে ১০টা থেকে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও স্টাফরা দুপুর পৌনে ১টা পর্যন্ত ধর্মঘর্ট পালন করেন। আন্দোলনে হাসপাতালে অচালাবস্থা বিরাজ করায়, সভিলি র্সাজন ডাঃ মনজুর রহমান ও স্থানীয় সাংসদ মজিদ মন্ডল দ্রুত ঘটনাস্থলে পৌছে উপযুক্ত বিচারের আশ্বাস দিলে চিকিৎসকা কর্র্মবিরতি প্রত্যাহার করেন।

ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক জানান, তার ছেলে হাসান রোববার সকালে মটরসাইকেল দূর্ঘটনায় গুরতর আহত হয়। বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে জরূরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাখাওয়াত হোসেন তাকে প্রয়োজনীয় চিকিৎসা না দিয়েই সদর হাসপাতালে রেফার্ড করে দেন। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্টাফদের লাঞ্ছিত করেন। এ ঘটনায় নিজেদের দোষ ঢাকতে তারা উদ্দেশ্যমুলক কর্মবিরতি পালন করেন।
চিকিৎসক ডাঃ সাখাওয়াত হোসেন বলেন, রোগীটি গুরুতর বিধায় তাকে সদর হাসপাতালে রেফার্ড করায় রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে আমাকে লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, নার্স ও স্টাফরা কর্মবিরতী পালন করে। খবর পেয়ে সিভিল সার্জন ও স্থানীয় সাংসদের হস্তক্ষেপে বিষয়টির সাময়িক সমাধান হয়। সমঝোতা ও আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম, ইউসুফজী খানসহ অন্যান্য সরকারী দলীয় নেতৃবৃন্দ ও হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ শেখ মনজুর রহমান বলেন, আমি ও স্থানীয় সাংসদ মজিদ মন্ডল দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসক, নার্স ও স্টাফদের সাথে বিষয়টির আলোচনায় বসে উপযুক্ত বিচারের আশ্বাস দিলে তারা পুনরায় কাজ শুরু করেন। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্টাফদের দায়িত্ব অবহেলা ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলন অনিুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলনে 
সভাপতি সেলিনা বেগম স্বপ্না এমপি, হাসনা হেনা সাধারন সম্পাদক

দীর্ঘ ২২ বছর পর সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলন শনিবার অনুষ্ঠিত  হয়েছে। সম্মেলনে তিন বছরের জন্য সভাপতি পদে সেলিনা বেগম স্বপ্না এমপি সাধারন সম্পাদক পদে হাসনা হেনা এবং সাংগঠনিক সম্পাদক পদে সুলতানা রাজিয়া মিলনকে  নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছ। সহসভাপতি নির্বাচিত করা হয়েছে নুর মহল বেগম, শামিমা ইয়াসমিন রীমা ও ফারজানা সিদ্দিকা অপু।

সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক এমপি সাফিয়া খাতুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শিরিন রোখসানা। এ ছাড়াও কেন্দ্রীয় কমিটির ডঃ জান্নাত আরা হেনরী, নাজমা সালাম, জান্নাতুল বাকিয়া ও তাহমিনা খাতুন বক্তব্য দেন।  সিরজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুৃল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, সহসভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, কে,এম হোসেন আলী হাসান সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন।

শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭

চাকরীর নিয়াগ পত্র হাতে পেলন সাংবাদিক শিমুলর স্ত্রী নূরুন নাহার ঃ কথা রাখলেন মোহাম্মদ নাসিম৷

শুক্রবার (১০ই জানুয়ারী) শাহজাদপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পক্ষ শিমুলর স্ত্রীর হাতে নিয়োগ পত্রটি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসিবুর রহমান স্বপন।
প্রসংঙ্গত নিহত সাংবাদিক শিমুলর বাড়িতে পরিবারর প্রতি গভীর সমবেদনা জানাতে গিয়ে আওয়ামী লীগের  সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শিমুলরের স্ত্রীকে চাকুরী দেয়ার ঘােষনা দেন। এরই পর গত বুধবার বিকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটড (ইডিসিএল) শিমুলের স্ত্রী নুরুন নাহারকে উৎপাদন কর্মী পদে চাকুরি প্রদান করন।

রাজধানীর তেজগাঁওয়ের  ইডিসিএল কার্যালয়ে গিয়ে এম,ডি ডাঃ এহসানুল কবির জগলুর কাছ থেকে নিয়াগপত্রটি গ্রহণ করেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। এই নিয়োগ পত্রটি শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পক্ষ থেকে নিহত সাংবাদিক শিমুলরে স্ত্রীর হাতে তুলে দেন। এসময় তিনি সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর ও ঘটনার ভিডও ফুটেজ দেখে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। অাইনের ফাঁক ফোকর দিয়ে এহত্যার ঘটনার প্রধান আসামীসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা যাতে পার পেয়ে না যায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। এসময় এম,পি স্বপন আবেগ- আপ্লূত কন্ঠে বলেন, নিহত শিমুলের বাড়ি ঘড় নেই, আমরা তার জন্য একটি বাসস্থানের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা করবো। তিনি অারো বলেন বর্তমান সরকার কোন সন্ত্রাসী ব্যাক্তিদের দলে প্রশ্রয় দেবেন না।

এসময় বক্তব্য রাখেন নির্বাহী অফিসার আলিমুল রাজিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া, শাহজাদপুর উপজেলার চেয়ারম্যান আজাদ রহমান, শাহজাদপুর প্রেসক্লাবর সভাপতি বিমল কুন্ড, সাংবাদিক ফােরামের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, রিপোর্টাস ইউনিটির সভাপতি পিটু।

এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকাল সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী মেয়র ও জেলা আওয়ামীলীগর সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুর বহিস্কার আদেশের স্বাক্ষরিত কপি কারাগারে পাঠানো হয়েছে। জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে বলেন বৃৃহস্পতিবার রাতে এ বিষয়ে দলের ডাকা জরুরি সভা শেষে এই সীদ্ধান্ত নেওয়া হয়েছে।  এসময় তিনি আর বলেন, সভায় দ্রুত সময়ের মধ্যে ওই নোটিশটি জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে জেলা কারাগারে থাকা মিরুর কাছে পৌছে দেয়া এবং নোটিশের জবাব গ্রহন করার সিদ্বান্ত গ্রহন করা হয়েছে। পাশাপাশি কার্যনির্বাহী সদস্য পদ থেকে বহিস্কারে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ মিরুকে বহিস্কারের বিষয়ে যে সুপারিশ করেছিল তাও কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর সিদ্বান্ত হয়।

এদিকে, সিরাজগঞ্জ কারাগারের সুপার আল-মামুন জানান. বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে মেয়র মীরু ও কে.এম নাসিরের বহিস্কারের নোটিশ কারাগারে এসেছে। তারা নোটিশের লিখিত জবাব দেয়ার পর একই পদ্ধতিতে জেলা প্রশাসকের মাধ্যমে আবার তা জেলা আওয়ামীলীগের কাছে পৌছবে।

প্রসঙ্গত গত ২ ফব্রুয়ারী শাহজাদপুর মেয়র গ্রুপর সাথে ছাত্রলীগের একাংশর সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিত আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল আহত হন। শুক্রবার দুপুরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। ৫ ফেব্রুরুয়ারী রাতে ঢাকার শ্যামলী এলাকা থেকে মামলার প্রধান আসামী পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭

নির্বাচন কমিশন বিভিন্ন পদে নিয়োগ ১৮ ধরনের পদে ২৩২ জন নিয়োগ দেওয়া হবে।


বিস্তারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ৭ ফেব্রুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখুন-
নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়সমূহে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কার্যালয় ও জেলাভিত্তিক ১৮ ধরনের পদে ২৩২ জন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের এই নিয়োগ দেওয়া হবে।

কার্যালয় ও পদসমূহ নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় বা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয় এবং নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ে উক্ত নিয়োগ প্রদান করা হবে। উল্লেখিত কার্যালয় এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলা ও নির্ধারিত কোটা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার অপারেটর পদে তিনজন, স্টোর কিপার পদে মোট দুজন, ক্যাটালগার পদে একজন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১৮ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে মোট ১৫ জন, উচ্চমান সহকারী পদে চারজন, হিসাব সহকারী পদে চারজন, ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট পাঁচজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৭৩ জন, ডেসপাস ড্রাইভার পদে একজন, অফিস সহায়ক পদে মোট ৯৩ জন, নিরাপত্তা প্রহরী পদে নয়জন এবং পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার ও ফরাস) পদে মোট সাতজনসহ সর্বমোট ২৩২ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের বিভিন্ন পদ অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বয়স ৩১ জানুয়ারি, ২০১৭ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন পদমর্যাদা অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে আট হাজার ২৫০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। আবেদন করার ফরম ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (www.ecs.gov.bd)। আবেদনপত্র ডাকযোগে পাঠানোর ঠিকানা ‘উপসচিব (জনবল ব্যবস্থাপনা), কক্ষ নং-৬১৬, ষষ্ঠ তলা, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট-ই, ১৪/জেড-এ, আগারগাঁও, ঢাকা’। আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ বিকেল ৫টা পর্যন্ত।

এটুআই) একসেস টু ইনফরমেশন পুরস্কৃত হল ভারতে৷



ভারতের ব্যঙ্গালোরে অনুষ্ঠিত দ্যা ওপেন গ্রুপ বুধবার ভারতে এ্যাওয়ার্ড ফর ইনোভেশন এন্ড এক্সিলেন্স -২০১৭ প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়নের জন্য একসেস টু ইনফরমেশন (এটুআই)কে প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড দিয়েছে ভারতের ওপেন গ্রুপ ফোরাম। বাংলাদেশের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক, একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম কবির বিন আনোয়ার।

পুরস্কারটি গ্রহণ শেষে কবির বিন আনোয়ার প্রধানমন্ত্রী এবং ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনা এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ডিজিটাল বাংলাদেশের নেপথ্য কারিগর সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানান। তিনি বলেন, তাদের অক্লান্ত পরিশ্রম এবং সদিচ্ছার ফলেই ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন সত্য হবার পথে।
প্রতিযোগিতায় ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকাসহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ অংশ নেয়। এছাড়াও উক্ত প্রতিযোগিতায় অন্য দুটি ক্যাটাগরিতেও বাংলাদেশকে এ্যাওয়ার্ড অব ডিসটিংশন পুরস্কারে ভূষিত করা হয়। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতায় মন্ত্রণালয়, বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়নের ৪৩ হাজার অফিসের ওয়েবসাইট তৈরি, অফিস ব্যবস্থাপনার জন্য অফিস তথ্য ও সেবা ফ্রেমওয়ার্ক এবং ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমি তথ্য ও সেবা ফ্রেমওয়ার্ক (যথা: মিউটেশন, উত্তরাধিকার ক্যালকুলেটর) তৈরিসহ বিভিন্ন ই-সেবা কার্যক্রম মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।

মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ও সিভিল সার্জন ডাঃমনজুর রহমানের সহযোগীতায় শাহাদতের চিকিৎসা হবে ঢাকায়

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ও সিভিল সার্জন ডাঃ মনজুর রহমানের সহযোগীতায় শাহাদতের চিকিৎসা হবে ঢাকায়

আজ সিভিলসার্জন ডাঃ মোঃ মনজুর রহমান সহ ৫.সদস্যর একটি বোর্ড শাহদৎকে দেখে জানান, Multiple Neurofibromatosis (Von Reckling hausen's disease). জেনেটিক রোগ এবং এক ধরণের টিউমার রোগে আক্রান্ত শাাহাদৎ। এর চিকিৎসায় সর্বাত্তক ব্যাবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব কামরুন নাহার সিদ্দীকা ও জেলা সিভিল সার্জন মনজুর রহমান সর্বাত্তক ব্যাবস্থা গ্রহনকরেন। সিভিলসার্জন ডাঃ মোঃ মনজুর রহমান সহ ৫ সদস্যের একটি বোর্ডের পরামর্শে ও সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার যৌথ  সহযোগীতায় শাহাদতের উন্নত চিকিৎসা হবে ঢাকা নিওরো সাইন্স হাসপাতালে।
এর পর তাকে জেলা প্রশাসকের অফিসে নিয়ে গেলে কামরুন নাহার সিদ্দীকা আন্তরিক ভাবে শাহাদতের বিস্তারিত কষ্টের কথা শোনেন এবং তাৎক্ষণিক তাকে আর্থিক অনুদান প্রদান করেন এবং বয়স্ক ভাতার কার্ডের জন্য ব্যবস্থা করেন এ সময় উপস্থিত ছিলেন আর,ডি,সি আরিফুজ্জামান।
জেলা প্রশাসক জনাব কামরুন নাহার সিদ্দীকা জানান, Sohag Lutful Kabir নামের আইডির মাধ্যমে  শাহাদাৎ হোসেনের অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছে এমন খবর অবহিত হই এবং এই খবরের প্রেক্ষিতে সাংবাদিক সোহাগ লুৎফুল কবির ও সংবাদদাতা মামুন বিশ্বাস কে জরুরী ভিত্তিতে যোগাযোগ করতে বলা হয় এবং শাহাদেৎ এর উন্নত চিকিৎসার লক্ষে ঢাকায় প্রেরণের ব্যাপারে সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ মনজুর রহমানকেও জানানো হয়। এরই ধারাবাহিকতায় সিভিল সার্জন ডাঃ মোঃ মনজুর রহমানসহ ৬ সদস্যের একটি টিমসহ গত সোমবার (৬ই ফ্রেরুয়ারী) শাহাদতের পরিস্থিতি ও পরিবেশ পরির্দশনও করেন।
শাহাদৎকে ঢাকা পাঠানোর জন্য চলছে সকল প্রস্তুতি আগামী সপ্তাহের মধ্যেই শাহদতকে নেওয়া হবে ঢাকার নিওরো সাইন্স হাসপাতালে। সর্বচ্চ চিকিৎসা দিয়ে যত টুকু সুস্থ করা যায়, শাাহাদৎ এর জন্য সবাই দোয়া করবেন ।
বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে আই,সি,ইউ তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আজ রাত্রী ৮টার দিকে সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক জনাবা কামরুন নাহার সিদ্দিকা তার শারীরিক খোজখবর নিতে যান। এসময় সাথে ছিলেন এডিসি জেনারেল জনাব কামরুল হাসান মাহমুদ, সিভিল সার্জন মনজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম শফি, জগলু চৌধুরী প্রমুখ।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।