শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলন অনিুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলনে 
সভাপতি সেলিনা বেগম স্বপ্না এমপি, হাসনা হেনা সাধারন সম্পাদক

দীর্ঘ ২২ বছর পর সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলন শনিবার অনুষ্ঠিত  হয়েছে। সম্মেলনে তিন বছরের জন্য সভাপতি পদে সেলিনা বেগম স্বপ্না এমপি সাধারন সম্পাদক পদে হাসনা হেনা এবং সাংগঠনিক সম্পাদক পদে সুলতানা রাজিয়া মিলনকে  নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছ। সহসভাপতি নির্বাচিত করা হয়েছে নুর মহল বেগম, শামিমা ইয়াসমিন রীমা ও ফারজানা সিদ্দিকা অপু।

সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক এমপি সাফিয়া খাতুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শিরিন রোখসানা। এ ছাড়াও কেন্দ্রীয় কমিটির ডঃ জান্নাত আরা হেনরী, নাজমা সালাম, জান্নাতুল বাকিয়া ও তাহমিনা খাতুন বক্তব্য দেন।  সিরজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুৃল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, সহসভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, কে,এম হোসেন আলী হাসান সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন।




সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।