রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭

সিভিল সার্জন ও স্থানীয় সাংসদেও হস্তক্ষেপে বেলকুচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক লাঞ্ছিত প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি 

সিভিল সার্জন ও স্থানীয় সাংসদের হস্তক্ষেপে  ৩ ঘন্টা পর প্রত্যাহার
 
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সাখাওয়াত হোসেনের দায়িত্ব ও কর্র্তব্য অবহেলার অভিযোগে রোগীর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে তাকে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল পৌনে ১০টা থেকে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও স্টাফরা দুপুর পৌনে ১টা পর্যন্ত ধর্মঘর্ট পালন করেন। আন্দোলনে হাসপাতালে অচালাবস্থা বিরাজ করায়, সভিলি র্সাজন ডাঃ মনজুর রহমান ও স্থানীয় সাংসদ মজিদ মন্ডল দ্রুত ঘটনাস্থলে পৌছে উপযুক্ত বিচারের আশ্বাস দিলে চিকিৎসকা কর্র্মবিরতি প্রত্যাহার করেন।

ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক জানান, তার ছেলে হাসান রোববার সকালে মটরসাইকেল দূর্ঘটনায় গুরতর আহত হয়। বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে জরূরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাখাওয়াত হোসেন তাকে প্রয়োজনীয় চিকিৎসা না দিয়েই সদর হাসপাতালে রেফার্ড করে দেন। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্টাফদের লাঞ্ছিত করেন। এ ঘটনায় নিজেদের দোষ ঢাকতে তারা উদ্দেশ্যমুলক কর্মবিরতি পালন করেন।
চিকিৎসক ডাঃ সাখাওয়াত হোসেন বলেন, রোগীটি গুরুতর বিধায় তাকে সদর হাসপাতালে রেফার্ড করায় রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে আমাকে লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, নার্স ও স্টাফরা কর্মবিরতী পালন করে। খবর পেয়ে সিভিল সার্জন ও স্থানীয় সাংসদের হস্তক্ষেপে বিষয়টির সাময়িক সমাধান হয়। সমঝোতা ও আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম, ইউসুফজী খানসহ অন্যান্য সরকারী দলীয় নেতৃবৃন্দ ও হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ শেখ মনজুর রহমান বলেন, আমি ও স্থানীয় সাংসদ মজিদ মন্ডল দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসক, নার্স ও স্টাফদের সাথে বিষয়টির আলোচনায় বসে উপযুক্ত বিচারের আশ্বাস দিলে তারা পুনরায় কাজ শুরু করেন। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্টাফদের দায়িত্ব অবহেলা ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।