শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর অফিসার এবং বাস ও ট্রাকের চালকসহ ৫জন নিহত ঃ আহত ৩৫

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার এবং বাস ও ট্রাকের চালকসহ ৫জন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ৩৫জন আহত হয়েছেন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক দিয়ে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শনিবার বিকেল ৩টার দিকে জেলার কামারখন্দ উপজেলার বাগবাড়ী বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে এবং দুপুর সোয়া ২টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের আমবাড়ীয়া এলাকায় পৃথক এ দুটি সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। এরা হলেন শফিক আহমেদ সালাম (৫০) সাভার সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার ও শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের লাখাই প্রামানিকের ছেলে, একই উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি এলাকার মৃত শহিদ প্রামানিকের ছেলে মেহের সেখ (৩৫), পাবনা পৌর শহরের ফজলুল হক রোডের বাসিন্দা লিটন চ্যাটার্জি।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, শনিবার দুপুরের দিকে বগুড়া থেকে একটি মালবাহী ট্রাক ঢাকা যাচ্ছিলো। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের বাগবাড়িতে পৌছলে পাবনা গামী যাত্রীবাহী নাইট ষ্টার পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালক ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসারসহ ৪জন নিহত হয়। এ সময় আহত হয় অন্তত আরো ৩৫জন। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। 
অপরদিকে সিরাজগঞ্জের বেলকুচিতে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সনেকা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পরিবহনের আরও ১০ যাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া ২টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের আমবাড়ীয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল ও বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহত সনেকা বেলকুচি উপজেলার আমবাড়িয়া গ্রামের আব্দুস সবুরের স্ত্রী। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।