আপনার
সন্তান বা পরিবারের শিশু সদস্যটা কি একাত্তরের ইতিহাস জানে? একাত্তরে
দেশের জন্য জীবন বাজি রাখা বীর শহীদদের গৌরবোজ্জ্বল ইতিহাস জানে? দেশের তরে
জীবন বিলিয়ে দেওয়া সেই বীর শহীদদের রক্তে
ভেজা পবিত্র মাটিতে জন্ম নিয়ে আপনার সন্তান যদি আমাদের রক্তাক্ত ইতিহাস না
জানে তবে সেটা কোনভাবেই মানা যায় না। আজই উদ্যোগ নিন। আমাদের গৌরবের
ইতিহাস জেনে এবং বুকে ধারণ করে বেড়ে উঠুক আগামী প্রজন্ম।
.
বিগত কয়েক বছর যাবৎ মুক্তিযুদ্ধের দালিলিক ইতিহাস নিয়ে কাজ করা মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রজেক্টের তত্বাবধানে শিশুদের জন্য এবার ‘আমাদের মুক্তিযুদ্ধ’ সিরিজের কমিকস প্রকাশিত হল এবারের বইমেলায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র-থেকে সঙ্কলিত ইতিহাসের নানা ঘটনাবলির উপর এই সিরিজটি নির্মিত হচ্ছে। প্রথম সংখ্যাটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ‘ছায়াবীথি’ স্টলে। স্টল নাম্বার ২২১। শুধুমাত্র ছাপানোমূল্যের এই কমিকসটি উপহার দিন ভবিষ্যৎ প্রজন্মকে। টাকা পয়সাই জীবনের সব কিছু না।
.
রাজিবুল বারী পলাশ ও Aparajita Neel - এর লেখা ও সম্পাদনা এবং Nazia Khan Tithi কর্তৃক অসাধারন অলঙ্করণে বাচ্চাদের জন্য সংকলিত হয়েছে কমিকস। মুক্তিযুদ্ধে আমাদের দুর্ধর্ষ গেরিলাদের শিহরণ জাগানো অভিযান অথবা বাঙ্গালি নারী শিশুদের করুন লোমহর্ষক ঘটনাবলী নিয়ে রচিত হয় কমিকসগুলো। এগুলো শিশুদের কিনে দিন। তাদেরকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দিন। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বড় হোক নব প্রজন্ম। আপনারা কেউ একসাথে বেশি নিতে চাইলে বা ঢাকার বাইরে থেকে আসা সম্ভব না হলে আমাদেরকে ইনবক্স করুন, আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিব। জীবনে টাকাই সব কিছু না ম্যান!
বিগত কয়েক বছর যাবৎ মুক্তিযুদ্ধের দালিলিক ইতিহাস নিয়ে কাজ করা মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রজেক্টের তত্বাবধানে শিশুদের জন্য এবার ‘আমাদের মুক্তিযুদ্ধ’ সিরিজের কমিকস প্রকাশিত হল এবারের বইমেলায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র-থেকে সঙ্কলিত ইতিহাসের নানা ঘটনাবলির উপর এই সিরিজটি নির্মিত হচ্ছে। প্রথম সংখ্যাটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ‘ছায়াবীথি’ স্টলে। স্টল নাম্বার ২২১। শুধুমাত্র ছাপানোমূল্যের এই কমিকসটি উপহার দিন ভবিষ্যৎ প্রজন্মকে। টাকা পয়সাই জীবনের সব কিছু না।
.
রাজিবুল বারী পলাশ ও Aparajita Neel - এর লেখা ও সম্পাদনা এবং Nazia Khan Tithi কর্তৃক অসাধারন অলঙ্করণে বাচ্চাদের জন্য সংকলিত হয়েছে কমিকস। মুক্তিযুদ্ধে আমাদের দুর্ধর্ষ গেরিলাদের শিহরণ জাগানো অভিযান অথবা বাঙ্গালি নারী শিশুদের করুন লোমহর্ষক ঘটনাবলী নিয়ে রচিত হয় কমিকসগুলো। এগুলো শিশুদের কিনে দিন। তাদেরকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দিন। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বড় হোক নব প্রজন্ম। আপনারা কেউ একসাথে বেশি নিতে চাইলে বা ঢাকার বাইরে থেকে আসা সম্ভব না হলে আমাদেরকে ইনবক্স করুন, আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিব। জীবনে টাকাই সব কিছু না ম্যান!