ফাইল ছবি |
পদ্মা সেতুর চক্রান্তকারীরা মিথ্যাবাদী তা প্রমাণিত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিয়িাম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন - বিএনপিসহ বিশ্বব্যাংকের মুখ চেনা চক্রান্তকারীদের মুখোশ আদালতের রায়ে উন্মোচিত হয়েছে। বিএনপিসহ সুশীল সমাজ নামধারী কতিপয় ব্যাক্তির চক্রান্তের কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ আজ বাস্তবে রুপ নিয়েছে। তিনি সোমবার সন্ধ্যায় তাঁর নির্বাচনী এলাকা রতনকান্দি ইউনিয়নের বয়ড়া ভেন্নাবাড়ি হাই স্কুল মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া থেকে সোনামুখী পর্যন্ত শহীদ এম মনসুর আলী সড়কের খামারগাতি, গোবিন্দপোটল ও খুকশিয়ায় প্রায় নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি সেতুর উপর দিয়ে যান চলাচলের উদ্বোধন শেষে রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভায় নির্বাচন কমিশন নিয়ে বিএনপির অহেতুক পানি ঘোলা করার কোন সুযোগ নেই উল্লেখ করে বিএনপির উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেছেন, আগামী নির্বাচনে আসুন, খেলা হবে মাঠে। রাষ্ট্রপতি একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন। নির্বাচন কমিশন নিরপেক্ষ ও দক্ষ রেফারি হিসেবে ভোট পরিচালনা করবে। এ ভোটের জয় পরাজয় মহাজোট মেনে নেবে। সেতুর ফলক উন্মোচনের সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের আবু ইউসুফ সূর্য্য, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, আব্দুল বারী সেখ, আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।
রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ভেন্নাবাড়ি হাই স্কুল মাঠের জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি াাব্দুল মোক্তাদির বকুল। বক্তব্র দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, গোলাম রব্বানী প্রমুখ।
নির্বাচনের কোন বিকল্প নেই উল্লেখ করে জনসভায় মোহাম্মদ নাসিম আরো বলেছেন ২০১৯ সালে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সে নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে হবে। এ নির্বাচনেও মহাজোট বিজয়ী হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট জয়ী হলে দেশ আলোকিত হবে। মন্ত্রী আরও বলেন, দেশের চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে মহাজোটকে নির্বাচিত করতে হবে।