সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
বাংলাদেশে পেপ্যাল’র কার্যক্রম শিগগিরই
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
কাজিপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী মোহাম্মদ নাসিম
শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭
অছাত্র, বিবাহিত ও মাদকে যুক্তদের সংগঠনে ঠাঁই নাই : ছাত্রলীগ সভাপতি
মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
বিপুল সাড়া জাগিয়ে সিরাজগঞ্জের তরুণ সম্প্রদায়ের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “অসমাপ্ত’’
অত্যন্ত গরীব পরিবারে সংসারপাতা নুরজাহান। তার স্বামী ছানোয়াকে সাহয্য করতে করতে সক্রিয় রাজাকার হয়ে ওঠে। লুট, ধর্ষন, খুন সবকিছুর পেছনে ও সামনে দুতরফেই অংশগ্রহণ ছিল নুরজাহান রাজাকারের। গোপীনাথপুর গ্রামে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কোন পাকিস্তানী মিলিটারি আসেনি। কিন্তু রাজাকারদের দুঃসহ পদচারনা ছিল। নুরজাহান আর ছানোয়ারের মতো সুযোগ সন্ধানী
স্বার্থপরদের সহায়তায় গোপীনাথপুরে লুট আর হত্যা যজ্ঞ চালিয়েছিলো রাজাকার ও আলবদর বাহিনী। ১৯৭১ এর যুদ্ধকালীন পুরো সময় গোপীনাথপুর গ্রামটি নরকে পরিনত হয়েছিল। যর প্রান্তসীমায় দাঁড়িয়ে ছিলো নুরজাহান রাজাকার। এসবের মধ্যেও ঐ গ্রামের দামাল ছেলেরা যুদ্ধে গিয়েছিল। পাকিস্থানী মিলিটরিদের সাথে গেরিলা ও সম্মুখযুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছে। ফিরে আসা মুক্তিযোদ্ধারা ছানোয়ার রাজাকারের বিচার নিশ্চিত করলেও নুরজাহান রাজাকারের বিচার হয়নি। তার সঙ্গীদের হারানোর বেদনা নুরজাহান রাজাকারের প্রতিশোধের তান্ডব আজো মাঝে মাঝে দেখা যাচ্ছে।
উক্ত পটভুমিতে তৈরি নাটক ‘‘অসমাপ্ত’’ দর্শকদের হৃদয় স্পর্শ করেছে। বিশেষ করে নুরজাহানের চরিত্রে তরুণ অভিনেত্রী নিলা রহমানের অনবদ্য অভিনয় বিপুলভাবে প্রশংসিত হয়েছে। এছাড়া রাজাকারের চরিত্রে ফরিদুল ইসলাম সোহাগ, খালেক মাওলনার চরিত্রে আসাদ উদ্দিন পবলু, ওসমানের চরিত্রে ইমরান হোসেনের অভিনয় দর্শকদের দীর্ঘদিন মনে থাকবে। অন্যান্য চরিত্রে সুমন, তাহমিনা কলি, আয়শা নাসরিন এমিলি, জান্নাতুল ফেরদৌস কেয়া, যুগান্তর রন্টি, তুহিন রহমান, পিদিম, শান্ত, শাকিল, অনিক, আসাদ, মৌ, মোহনী, মীম, কেয়া, খ.ম. আখতার হোসেন, আব্দুর রাজ্জাক, পাপ্পু, বাবু, হাসান, মনোয়ার, আবীর, অনিক, শাকিল, মোনা, সুইটি ও কনা ভাল অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছে। দেশের অন্যতম বরেন্য নাট্যকর ডঃ মাহফুজা হিলালী নাটকটি রচনা করেছেন এবং পরিচালনায় ছিলেন প্রথিতযশা নাট্য পরিচালক আমিনুল রহমান মুকুল ও সহযোগি ছিলেন এ.কে আজাদ। দীর্ঘদিন পর সিরাজগঞ্জের একটি গ্রামের মুক্তিযুদ্ধকালীন ঘটে যাওয়া কাহিনী নিয়ে রচিত নাটকটি সিরাজগঞ্জের মানুষকে আবারও মনে করিয়ে দিয়েছে যুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোর কথা। আজকের প্রজন্মের মানুষের কাছে যুদ্ধের সেইগুলোকে তুলে ধরায় প্রয়াস দারুন ভাবে প্রশংসিত হচ্ছে। নাটক মঞ্চায়ন শেষে প্রতিদিনই নাট্য দর্শকগণ অনুভুতি প্রকাশ করছেন। বিশিষ্ট নাট্য ও সংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে আনু ইসলাম, আছির উদ্দিন মিলন, হেলাল আহমেদ, মাহবুব এ খোদা টুটুল, ইমরান মুরাদ, নাটকটি উচ্ছসিত প্রসংশা করেছেন এবং শুধু সিরাজগঞ্জেই নয় দেশের সর্বত্র এবং দেশের বাইরেও নাটকটি মঞ্চস্থ করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন।
শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
সিরাজগঞ্জ জেলা যুবলীগকে শক্তিশালী করতে তৃণমুলের দাবী হাকিম-জুয়েল পরিষদ
মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
রুয়েটের দুই বন্ধু প্রাণীজগতকে ক্যামেরায় বন্দির অদ্ভুত কাণ্ডকীর্তি রহস্য'
নজরুল ইসলাম তোফাঃদৈনিক সিরাজগঞ্জ ৭১ প্রতিনিধিঃ
অনুমোদন ও ভবন নেই তবুও কারিগরি স্কুল ও বিএম কলেজের নামে চলছে ভর্তি কার্যক্রম
চাঞ্চল্যকর ইব্রাহীম হত্যা মামলার রায়ে ৮ জনের যাবজ্জীবন সাজা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাঞ্চল্যকর ব্যবসায়ী ইব্রাহীম খলিল হত্যা মামলার অভিযোগ প্রমানিত হওয়ায় ৮ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ জাফরোল হাসান এই রায় ঘোষনা করেন। এ মামলার অপর তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায়আদালত তাদের বেকুসুর খালাশ দিয়েছে।
দন্ডাপ্রাপ্ত আসামীরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার হোসনা বাদ গ্রামের আব্দুল জলিলের দুই ছেলে দুদু প্রামানিক (৩০), জিয়াউর রহমান (৩৫), সেফাত আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), বিশা সেখের ছেলে আব্দুস সামাদ (৩৫), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মিরের দেউলমোড়া গ্রামের হযরত আলীর ছেলে কালাম মিয়া (৪০), গ্রামপাঙ্গাসী গ্রামের সাখাওয়াত হোসেন ভূইয়ার ছেলে শামীম হোসেন (৩৮) (পলাতক), মৃত ছোরমান আলীর ছেলে রব্বানী (৩৬) ও মৃত রইচ উদ্দীন প্রামানিকের ছেলে মিন্টু মিয়া (৪২)। খালাশ প্রাপ্তরা হলেন গ্রাম পাঙ্গাসী গ্রামের মৃত রামশোচন রবিদাশের ছেলে হিরালাল রবিদাস, মৃত মাখন চন্দ্রর ছেলে সুবল চন্দ্র দাস, হিরালালের ছেলে অরুন চন্দ্রদাস।
ওই আদালতের পিপি আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর রাত একটার দিকে সাজা প্রাপ্ত আসামীরা ইব্রাহীম খলিলকে তার নিজ বাড়ি থেকে মুঠোফোন চুরির অপরাধে জোরপূর্বক তুলে নিয়ে গ্রামপাঙ্গাসী
বাজারস্থ আজাদ মজলিস ক্লাবে নিয়ে গিয়ে স্বাসরোধ করে হত্যা করে তার লাশ ফেলে রেখে যায়। পর দিন ১অক্টোবর নিহতের স্বশুর মোহাম্মদ মাহাম উদ্দীন বাদী হয়ে ১১জনকে আসামী করে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এমামলা তদন্ত শেষে ১১জনের বিরুদ্ধে পুলিশ সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলাটি দীর্ঘদিন শুনানী শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় জনাকীর্ন আদালত এ রায় ঘোষনা করেন।
জীবনে বড় অর্জনে ছোট ভুল ত্যাগ প্রয়োজন - নজরুল ইসলাম তোফা
কলেজ পড়ুয়া আবিদ লেখাপড়ার আম নিয়ে ব্যবসা
রবিবার, ২ এপ্রিল, ২০১৭
সিরাজগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ৬৯তম জন্মদিন পালিত
মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লার পরিচালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তপন সিরাজী, যুবলীগের সভাপতি ও যুবলীগ ২০১৭ সম্মেলনের আহবায়ক মঈনু উদ্দিন খান চিনু, ও সম্মেলনের যুগ্ন আহবায়ক মোঃ রাজন, এ্যাডঃ মোঃ পান্না, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন প্রমুখ। আলোচনা সভা শেষে নেতার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা ইসাবেলা স্মৃতি ফুটবল লীগের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয়ের প্রশাসন মহাপরিচালক কবীর বিন আনোয়ার
সিরাজগঞ্জ শহরের মাছুমপুর ক্রীড়া চক্রের আয়োজনে সৈয়দা ইসাবেলা ৩য় তম স্মৃতি ফুটবল লীগের শুভ উদ্বোধন করা হয়েছে। মুক্তা কনষ্ট্রাকশন লিঃ ও আসরাফুল মডেল স্কুল এন্ড কলেজ এর পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকেল ৩টায় মাছুমপুর ক্রীড়া চক্রের খেলার মাঠে এ খেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীর কার্যালয়ের প্রশাসন মহাপরিচালক জনাব কবীর বিন আনোয়ার অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীন আলম খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী শফিকুল ইসলাম শফি, গাজী ফজলুল মতিন মুক্তা, মাছুমপুর ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজ আলম বাচ্চু, বোরহান উদ্দিন রতন, প্রবীণ খেলোয়ার দীলিপ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে মাছুমপুর ক্রীড়া চক্রের সভাপতি মহসিন আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে সকল সদস্য ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধমেই আসরাফুল মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও বিভিন্ন কসরত প্রদর্শন করে। উদ্বোধনী খেলায় মুগবেলাই তরুন সংঘ ৩-১ গোলে শিয়ালকোল যুব সংঘকে হারিয়ে বিজয়ী হন।
শনিবার, ১ এপ্রিল, ২০১৭
সিরাজগঞ্জে জন্মহার বাড়ছে অটিজম শিশুর
সিরাজগঞ্জে জন্মহার বাড়ছে অটিজম শিশুর
তাঁত শিল্পের পরিত্যক্ত রং ও রাসায়নিক যুক্ত পানির ব্যবহারে মায়েদের ক্রমশ অটিজম শিশু জন্মের হার বাড়িয়ে দিচ্ছে। তাঁত রঙের ব্যবহৃত বিষাক্ত বর্জ্য আর পানি এ এলাকার ভূগর্ভের পানির স্তরের সঙ্গে মিশে থাকা খাবার পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে যা নলকূপের মাধ্যমে উঠে আসে। এ মারাত্মক দূষিত পানি পান করার কারণে মাতৃগর্ভ থেকেই অটিজম শিশুর জন্ম হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিশ্ব অটিজম দিবসে নানা দিক নিয়ে আলোচনা হলেও অত্যন্ত স্পর্শকাতর এ ইস্যুটি সবার অগোচরেই থেকে যাচ্ছে। পরিত্যক্ত রং ও রাসায়নিক বর্জ্য ফেলার জন্য পরিবেশ অধিদপ্তরের সুনির্দিষ্ট আইন থাকলেও তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জের চারটি উপজেলায় তার প্রযোগ নেই। ফলে এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। ক্রমশ জন্মহার বাড়ছে অটিজম শিশুর।
তাঁত ও বস্ত্রশিল্পের জন্য দেশের অন্যতম একটি জনপদের নাম সিরাজগঞ্জ জেলা। তাঁত শিল্পের জন্য ব্যবহৃত সুতার রঙের বর্জ্য মিশ্রিত বিষাক্ত পানি প্রতিনিয়ত ফেলা হয় এলাকার জলশায়গুলোতে। দীর্ঘদিন ধরে এই বর্জ্য ফেলার কারণে জলাশয় ভর্তি হয়ে যাওয়ায় বর্তমানে কারখানার মালিকেরা পাইপ দিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে ভুগর্ভস্থ পানির স্তরে মিশিয়ে দিচ্ছে। এ কারণে ভূগর্ভস্থ পানির স্তর মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে। এসব এলাকার নলকূপ চাপলেই এখন দূষিত পানি উঠে আসছে। আর এরকম ভয়ানক রাসায়নিক দ্রব্য মিশ্রিত পানি প্রতিনিয়ত পান করছে এ অঞ্চলের লাখ লাখ মানুষ। এতে গর্ভবতী মায়েরা অটিস্টিক আর প্রতিবন্ধী শিশুর জন্ম দিচ্ছেন।
এ অঞ্চলের বেশ কিছু নলকূপের পানির নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ জনস্বাস্থ্য অধিদপ্তরও রাজশাহী জোনাল ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় পানিতে মারাত্মক ডিজেল, অক্সিজেন, মেগানিস, ফসফেট, সিসা, মাত্রা অতিরিক্ত আয়রন ও আর্সেনিক পাওয়া গেছে, যা মানুষের শরীরের জন্য মারাত্মক হুমকি স্বরূপ বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
জেলার বেলকুচি উপজেলার গাড়ামাসি গ্রামের শহিদুল্লাহ খান ও তার স্ত্রী নাজমা বেগম জানান, তাদের বাড়ির চার পাশে সুতার রঙের ডাইং ও প্রসেস মিল রয়েছে। এসব মিলের বর্জ্যযুক্ত রঙিন পানি তাদের বাড়ির চাপকলে উঠে আসে। এসব পানিতে দুর্গন্ধ থাকলেও বাধ্য হয়েই তা পান করতে হয়। এ কারণে তাদের ছয় বছরের শিশুকন্যা এশা মনি অটিজমের শিকার হয়েছে বলে ধারণা করছেন এশা মনির চিকিৎসক। শহিদুল্লাহ খান ও নাজমা বেগম এখন ভয় পাচ্ছেন পরবর্তী সন্তান নিতেও।
শাহজাদপুরের শেখ খালীদ সাইফুল ও তার স্ত্রী নাজরিন বেগম জানান, তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয় অটিজমের শিকার হয়ে। দেশের নামি দামি হাসপাতালের বড় বড় চিকিৎসক দেখিয়েও কোনও লাভ হয়নি। চিকিৎসকরা বলেছেন, তাদের বাড়ির নলকূপের পানি আর পান করা যাবে না। বিষয়টি জানতে পেরে এ বাড়ির পানি নিয়ে পরীক্ষা করলে পাওয়া যায় মারাত্মক ফসফেট, সিসা ও মাত্রাতিরিক্ত আয়রন ও আর্সেনিক।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জামানুর রহমান জানান, এসব তাঁত শিল্প এলাকার সুতা রং করার প্রসেস ও ডাইং মিলের বিষাক্ত বর্জ্যমিশ্রিত পানি সরাসরি নলকূপের পাইপ দিয়ে ভূগর্ভস্থ পানির স্তরে মিশিয়ে দিচ্ছে অসাধু মিল মালিকরা। এ কারণে এ অঞ্চলের নলকূপগুলোর পানিতে মারাত্মক ডিজল অক্সিজেন, মেগানিস, ফসফেট, সিসা, মাত্রা অতিরিক্ত আয়রন ও আর্সেনিক পাওয়া গেছে।
সিরাজগঞ্জ সরকারি শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও শিশু রোগ বিষেশজ্ঞ অধ্যাপক ডা. মো. রেজাউল ইসলাম জানান, যদি কোনও গর্ভবতী মা কিংবা শিশু ডিজেল অক্সিজেন, মেগানিস, ফসফেট, শিশা, মাত্রা অতিরিক্ত আয়রন ও আরসেনিকযুক্ত পানি পান করে তাহলে ওই গর্ভবতী মায়ের গর্ভে থাকা অবস্থায় সন্তান অটিজমের শিকার হতে পারে, আবার ছোট শিশুরাও যদি এ পানি পান করে তাহলে তাদেরও সম্ভাবনা থাকে।
সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. হাবিবে মিল্লাত মুন্না জানান, ভূগর্ভস্থ পানি যথাযথ পরীক্ষার জন্য সরকারের উচ্চ মহলকে কাজ করার নির্দেশ প্রদান করা হয়েছে। সেইসঙ্গে জেলার সদর হাসপাতালে অটিজম ও প্রতিবন্ধীদের জন্য আলাদা বিভাগ খোলার ব্যবস্থা করা হচ্ছে।