মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭

চাঞ্চল্যকর ইব্রাহীম হত্যা মামলার রায়ে ৮ জনের যাবজ্জীবন সাজা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাঞ্চল্যকর ব্যবসায়ী ইব্রাহীম খলিল হত্যা মামলার অভিযোগ প্রমানিত হওয়ায় ৮ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ জাফরোল হাসান এই রায় ঘোষনা করেন। এ মামলার অপর তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায়আদালত তাদের  বেকুসুর খালাশ দিয়েছে।

দন্ডাপ্রাপ্ত আসামীরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার হোসনা বাদ গ্রামের আব্দুল জলিলের দুই ছেলে দুদু প্রামানিক (৩০), জিয়াউর রহমান (৩৫), সেফাত আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), বিশা সেখের ছেলে আব্দুস সামাদ (৩৫), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মিরের দেউলমোড়া গ্রামের হযরত আলীর ছেলে কালাম মিয়া (৪০), গ্রামপাঙ্গাসী গ্রামের সাখাওয়াত হোসেন ভূইয়ার ছেলে শামীম হোসেন (৩৮) (পলাতক), মৃত ছোরমান আলীর ছেলে রব্বানী (৩৬) ও মৃত রইচ উদ্দীন প্রামানিকের ছেলে মিন্টু মিয়া (৪২)। খালাশ প্রাপ্তরা হলেন গ্রাম পাঙ্গাসী গ্রামের মৃত রামশোচন রবিদাশের ছেলে হিরালাল রবিদাস, মৃত মাখন চন্দ্রর ছেলে সুবল চন্দ্র দাস, হিরালালের ছেলে অরুন চন্দ্রদাস।

ওই আদালতের পিপি আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর রাত একটার দিকে সাজা প্রাপ্ত আসামীরা ইব্রাহীম খলিলকে তার নিজ বাড়ি থেকে মুঠোফোন চুরির অপরাধে জোরপূর্বক তুলে নিয়ে গ্রামপাঙ্গাসী
বাজারস্থ আজাদ মজলিস ক্লাবে নিয়ে গিয়ে স্বাসরোধ করে হত্যা করে তার লাশ ফেলে  রেখে যায়। পর দিন ১অক্টোবর নিহতের স্বশুর মোহাম্মদ মাহাম উদ্দীন বাদী হয়ে ১১জনকে আসামী করে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এমামলা তদন্ত শেষে ১১জনের বিরুদ্ধে পুলিশ সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলাটি দীর্ঘদিন শুনানী শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় জনাকীর্ন আদালত এ রায় ঘোষনা  করেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।