শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

অছাত্র, বিবাহিত ও মাদকে যুক্তদের সংগঠনে ঠাঁই নাই : ছাত্রলীগ সভাপতি

অছাত্র, বিবাহিত ও মাদকে যুক্তদের সংগঠনে ঠাঁই নাই : ছাত্রলীগ সভাপতি
অছাত্র, বিবাহিত ও মাদকে যুক্তদের সংগঠনে ঠাঁই হবে না বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি আজ শনিবার বিকেলে ঢাকার ধানমন্ডি, নিউমার্কেট, হাজারীবাগ ও কলাবাগান থানা ছাত্রলীগের সম্মেলনে বক্তব্যে তিনি এ কথা জানিয়েছেন।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগ একটি সুশৃঙ্খল ছাত্রসংগঠন। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দেশের যেকোনো আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগময় মূহুর্তে ভূমিকা রেখেছে এই ছাত্রলীগ। ছাত্রলীগে কোনো অছাত্র, বিবাহিত ও মাদকের সঙ্গে জড়িতদের জায়গা হবে না। ছাত্রলীগ মেধাবী ও ত্যাগীদের ছাত্রসংগঠন। ছাত্রলীগ যেমন বঙ্গবন্ধুর নির্দেশে যেকোনো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তো। তেমনি দেশরত্ন শেখ হাসিনার একমাত্র বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবেই কাজ করে আসছে।  
তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা সারাদেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিশীল করার চেষ্টায় লিপ্ত। যেখানেই তারা ঘাঁটি করছে, সেখানেই প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীরাও জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে। দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্রই ছাত্রলীগ সফল হতে দেবে না।  
সম্মেলনে সভাপতিত্ব করেন কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফারুক। বক্তব্য রাখেন, ঢাকা- ১৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু, বর্তমান সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ প্রমুখ। 


সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।