বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭

কাজিপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী মোহাম্মদ নাসিম



আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। ২০ এপ্রিল ২০১৭ মন্ত্রী দিনাজপুর থেকে হেলিকপ্টারযোগে বিকেল সোয়া ৫টায় তিনি সিরাজগঞ্জের কাজিপুরে পৌছান।
তিনি মেঘাই ও মাইজবাড়িতে যান। সেখানে পর্যটন কেন্দ্র স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। প্রথমে তিনি কাজিপুর উপজেলার মেঘাই মৌজায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অর্থায়নে ৫.৫০ একর জমিতে পর্যটন কেন্দ্র নির্মাণের জন্য গৃহীত প্রকল্প পরিদর্শন ও পরে মাজইবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া ও মাইজবাড়ী মৌজায় পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক প্রায় ১২ একর জমিতে ইকোপার্ক নির্মাণের জন্য স্থান পরিদর্শন করেন। পরে তিনি কাজিপুর রেস্ট হাউজে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
এসময়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন মোঃ মনজুর রহমান, পর্যটন কর্পোরেশনের পরিচালক (পরিকল্পনা) শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, এল.জি.ই.ডি এর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, পরিবার  পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহিন হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হামিদ রেজা, এছাড়ারও স্থানীয় নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন কাজীপুর থানা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, মোঃ মুকুল চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।