এই রিক্সায় আপনি যাত্রী হলে আপনি যে সব সুবিধা পাবেন
তা রীতিমত ফাস্টক্লাস বিমান এর যাত্রীর চেয়ে কম কিছু নয়। গদির নীচে সেট করা
আছে উন্নত মানের সাউন্ড সিস্টেম উন্নত বিলাস বহুল হেড ফোনের মাধ্যমে হার্ড
সফট অথবা আপনার পছন্দের গান আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন অবশ্য সেটা
একটি চাইনিজ এমপি ফোর এর মাধ্যমে ।
রিক্সাতেই সেট করা আছে ওয়াইফাই মডেম
রাওডার যাত্রী হবার পরেই আপনাকে দেয়া হবে এর পাসওয়ার্ড যাতে করে আপনি আপনার
ওয়াইফাই সুবিধা সম্পন্ন মোবাইলে ব্যবহার করতে পারবেন থ্রি জি ওয়াইফাই
।সাধারণ রিক্সা থেকে একটু আলাদা এর বসার সীট দুজন ব্যাস আরাম করেই বসা যায়।
যানজটের নগরীতে রাস্তায় আটকে পরা বোরিং সময়কে প্রাণবন্ত এবং উপভোগ্য করে
তোলতে এরচেয়ে বেশী কিছু আর কি চাই। দেলোয়ার তার রিক্সাকে এভাবেই সাজিছেন
তবে তিনি গন্তব্যের হিসাবে ভাড়ায় চলেন না তার হিসাব ঘণ্টা ১৫০
টাকা।বনশ্রী,আফতাব নগর,হাতির ঝিল,তেজগাও,গুলশান এলাকায়, সাধারনত টিনেজরাই
ডেটিং এর জন্য তার যাত্রী হয়। অনেকেই তার মোবাইল নাম্বারে আগেথেকে সময় ঠিক
করে রাখে।
কুমিল্লার দেলোয়ার এস এসি পাস করে রিক্সা চালায়। আয় ভালোই ২৪ বছর
বয়সী দেলোয়ার একসময় মোবাইলএর দোকানে চাকরী করত। সেখান থেকেই সে প্রযুক্তি
বিষয়ক চিন্তা মাথায় নিয়ে এই রিক্সা সার্ভিস শুরু করেন।