বুধবার, ২৯ জানুয়ারী, ২০১৪

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আওয়ামীলীগ নেতা সাইফুল হত্যার অন্যতম আসামী বাবুল র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত।

গত ৩০শে ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে সিরাজগঞ্জ সদর থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার  এজাহারভুক্ত ২নংআসামী বাবলু মিয়া সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের আব্দুল ওয়াহাবের ছেলে।
সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার এএসপি অশোক কুমার পাল জানান, গত রাত পৌনে ২টার দিকে শহরের হোসেনপুর মোল্লাবাড়ি সংলগ্ন যমুনা নদীর বালুর বাধ এলাকায় ৭/৮জন দৃস্কৃতিকারী নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ৩টি টিম চারিদিক থেকে ঘিরে ফেলে। উপস্থিতি টের পেয়ে দৃস্কৃতিকারীরা র‌্যাবের উপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় ক্রসফায়ারে বাবলু’র মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরির্দশক নাসির উদ্দিন জানান, নিহত বাবলু আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামী। এছাড়াও তার নামে সিরাজগঞ্জ সদর ও বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানায় ছিনতাই ও ডাকাতির অভিযোগে আরও ৩/৪টি মামলা রয়েছে। সে সাইফুল হত্যা মামলার প্রধান আসামী কুখ্যাত নৌ-দূস্য জবান আলীর বডিগার্ড হিসেবে পরিচিত।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।