বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০১৪

আপনি ভোট বর্জনের জন্য ঘোষণা দিলেও আপনার বাড়ির কাজের বুয়া ছাড়া কেউ সে ডাকে সারা দেয়নি -- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় তিনি এ মন্তব্য করেন। 
জামায়াতের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ না নিয়ে 'একুল-ওকুল দু’কূলই' হারিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, "বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার আমন্ত্রণ জানানোর পরও জামায়াতের পরামর্শে বেগম খালেদা জিয়া সংসদ নির্বাচনে অংশ না নিয়ে একূল-ওকূল দু'কূলই হারিয়েছেন।"
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "জনগণ এ সরকারকে ৫ বছরের জন্য ভোট দিয়েছে। তাই এ সরকার ৫ বছরই ক্ষমতায় থাকবে। খালেদা জিয়া; দেশের জনগণ এখন আর আপনার সাথে নেই।"
খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, "আপনি ভোট বর্জনের জন্য ঘোষণা দিলেও আপনার বাড়ির কাজের বুয়া ছাড়া কেউ সে ডাকে সারা দেয়নি। আপনার দলের নেতাকর্মীরাও মাঠে নামেনি।"
তিনি বলেন, "সারা দুনিয়া দশম জাতীয় সংসদ নির্বাচনকে সমর্থন দিয়েছে। তাই বর্তমান সরকারের কাজ হবে সবাইকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করা, যাতে দেশ এগিয়ে যায়।"
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ ইসহাক হোসেন তালুকদার, সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আসনের এমপি শিল্পপতি আব্দুল মজিদ মণ্ডল, সিরাজগঞ্জ-৬ আসনের এমপি হাসিবুর রহমান স্বপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি আবু ইউসূফ সূর্য্য, সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া।
এছাড়া জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনু, সাধারণ সম্পাদক অ্যাড আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ  জেলা-উপজেলা পর্যায়ের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।