মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে এনার্জী ড্রিংকস্ নামের
যৌন উত্তেজক পানীয় শহরের গন্ডি পেরিয়ে পৌঁছে গেছে সিরাজগঞ্জের নির্ভৃত
পল্লীর মুদি দোকানগুলোতেও।
কম মূল্য ও সহজ প্রাপ্যতায় ওই কেমিক্যাল মিশ্রিত ড্রিংকস্ পান করে যুবকেরা যৌনশক্তি হারানোর পাশাপাশি আক্রান্ত হচ্ছে কিডনি লিভারসহ নানা জটিল রোগে।
এদিকে, দিনের পর দিন প্রকাশ্যে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত মাদক ড্রিংকস্ অবাধে বিক্রি হলেও সংশ্লিষ্টদের নজরদারী ও কার্যকর আইনানুগ ব্যবস্থা না নেয়ায় একটি সংঘবদ্ধ চক্র সিরাজগঞ্জসহ উত্তরজনপদের লাখ লাখ মানুষকে জিম্মি করে লুফে নিচ্ছে মোটা অংকের টাকা।
আকর্ষণীয় মোড়কে হর্স ফিলিংস্, রুচিতা ফিলিংস্,মাশরুম ফিলিংস্,জিনজিন ফিলিংস্, বোমবোম ফিলিংস্, রাজ গার্ড প্লাসসহ নামে বেনামে ‘বিএসটিআই-এর বাধ্যতামূলক পণ্যের আওতাভূক্ত নহে, শুধুমাত্র প্রাপ্ত বয়ষ্কদের জন্য প্রযোজ্য’ লেবেল লাগিয়ে প্রশাসনের চোখে ধুলো দিয়ে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের সর্বত্র প্রকাশ্যে বিক্রি হচ্ছে মানবদেহের জন্য মারাত্বক ক্ষতিকারক কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত মাদক ড্রিংকস্।
নাম প্রকাশ না করার শর্তে কেমিক্যাল মিশ্রিত মাদক ড্রিংকস্ কোম্পানীর একজন বিক্রয় প্রতিনিধি জানান, যৌন উত্তেজক মাদক ড্রিংকস্ উৎপাদন ও বাজারজাতকরণের জন্য কোন কোম্পানীরই সরকারীভাবে অনুমোদন নেই।ভূয়া লেবেল ও নাম ঠিকানা ব্যবহার করে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের সর্বত্র কেমিক্যাল মিশ্রিত মাদক ড্রিংকস্ সরবরাহ করা হচ্ছে।
কেমিক্যাল মিশ্রিত যৌন উত্তেজক এসব মাদক ড্রিংকস্ সেবনকারী কয়েকজন যুবকের সাথে কথা বলে জানা যায়, শুধু যৌনশক্তি বৃদ্ধির জন্য নয়,তাদের অনেকেই এটাকে নেশা হিসাবে নিয়মিত পান করছে।
অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন মাপের পুরাতন প্লাষ্টিকের বোতল ক্রয় করে বিশেষত টাইগার এনার্জী ড্রিংকস্ এর খালি বোতলে ব্যাপক পরিমাণে কেমিক্যাল ও যৌন উত্তেজন পদার্থ মিশিয়ে সুদর্শন লেবেল লাগিয়ে ওইসব বিষাক্ত ড্রিংকস গ্রাম-গঞ্জের বাজারে বিক্রি করা হচ্ছে। এতে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হওয়ায় তাদের অভিভাবকরা চরম উদ্বেগ প্রকাশ করেছে।
যুবসমাজকে এই ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা করতে ক্ষতিকারক বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত এসব যৌন উত্তেজক পানীয়র বিক্রি ও বাজারজাত বন্ধ করা অতীব জরুরী হয়ে পড়েছে।
কম মূল্য ও সহজ প্রাপ্যতায় ওই কেমিক্যাল মিশ্রিত ড্রিংকস্ পান করে যুবকেরা যৌনশক্তি হারানোর পাশাপাশি আক্রান্ত হচ্ছে কিডনি লিভারসহ নানা জটিল রোগে।
এদিকে, দিনের পর দিন প্রকাশ্যে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত মাদক ড্রিংকস্ অবাধে বিক্রি হলেও সংশ্লিষ্টদের নজরদারী ও কার্যকর আইনানুগ ব্যবস্থা না নেয়ায় একটি সংঘবদ্ধ চক্র সিরাজগঞ্জসহ উত্তরজনপদের লাখ লাখ মানুষকে জিম্মি করে লুফে নিচ্ছে মোটা অংকের টাকা।
আকর্ষণীয় মোড়কে হর্স ফিলিংস্, রুচিতা ফিলিংস্,মাশরুম ফিলিংস্,জিনজিন ফিলিংস্, বোমবোম ফিলিংস্, রাজ গার্ড প্লাসসহ নামে বেনামে ‘বিএসটিআই-এর বাধ্যতামূলক পণ্যের আওতাভূক্ত নহে, শুধুমাত্র প্রাপ্ত বয়ষ্কদের জন্য প্রযোজ্য’ লেবেল লাগিয়ে প্রশাসনের চোখে ধুলো দিয়ে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের সর্বত্র প্রকাশ্যে বিক্রি হচ্ছে মানবদেহের জন্য মারাত্বক ক্ষতিকারক কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত মাদক ড্রিংকস্।
নাম প্রকাশ না করার শর্তে কেমিক্যাল মিশ্রিত মাদক ড্রিংকস্ কোম্পানীর একজন বিক্রয় প্রতিনিধি জানান, যৌন উত্তেজক মাদক ড্রিংকস্ উৎপাদন ও বাজারজাতকরণের জন্য কোন কোম্পানীরই সরকারীভাবে অনুমোদন নেই।ভূয়া লেবেল ও নাম ঠিকানা ব্যবহার করে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের সর্বত্র কেমিক্যাল মিশ্রিত মাদক ড্রিংকস্ সরবরাহ করা হচ্ছে।
কেমিক্যাল মিশ্রিত যৌন উত্তেজক এসব মাদক ড্রিংকস্ সেবনকারী কয়েকজন যুবকের সাথে কথা বলে জানা যায়, শুধু যৌনশক্তি বৃদ্ধির জন্য নয়,তাদের অনেকেই এটাকে নেশা হিসাবে নিয়মিত পান করছে।
অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন মাপের পুরাতন প্লাষ্টিকের বোতল ক্রয় করে বিশেষত টাইগার এনার্জী ড্রিংকস্ এর খালি বোতলে ব্যাপক পরিমাণে কেমিক্যাল ও যৌন উত্তেজন পদার্থ মিশিয়ে সুদর্শন লেবেল লাগিয়ে ওইসব বিষাক্ত ড্রিংকস গ্রাম-গঞ্জের বাজারে বিক্রি করা হচ্ছে। এতে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হওয়ায় তাদের অভিভাবকরা চরম উদ্বেগ প্রকাশ করেছে।
যুবসমাজকে এই ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা করতে ক্ষতিকারক বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত এসব যৌন উত্তেজক পানীয়র বিক্রি ও বাজারজাত বন্ধ করা অতীব জরুরী হয়ে পড়েছে।