বুধবার, ২৯ জানুয়ারী, ২০১৪

চাঞ্চল্যকর দশ ট্রাকঅস্ত্র মামলা

চাঞ্চল্যকর দশ ট্রাকঅস্ত্র মামলার আসামি ৫২জন।অস্ত্র আইনের মামলায় ৫০জন ও চোরাচালানের ঘটনায়করা বিশেষ ক্ষমতা আইনেরমামলার আসামি ৫২ জন, যারমধ্যে ৫০ জন উভয় মামলারআসামি।অধিকতর তদন্তশেষে সম্পূরকঅভিযোগপত্রে অভিযুক্তচোরাচালানের মামলার ৫২আসামির মধ্যে গ্রেপ্তারহয়ে কারাগারে আছেন ১১ জন।২৯ জন জামিনে থাকলেওপলাতক রয়েছেন ১২ জন।অস্ত্র মামলার ৫০ আসামিরমধ্যে গ্রেপ্তার ১০,জামিনে আছে ২৮ জন। 

এইমামলায়ও পলাতক রয়েছে ১২জন।মামলার অভিযোগপত্রেরক্রমানুসারে আসামিরা হলেনচোরাকারবারী হাফিজুররহমান, চোরাকারবারী দীনমোহাম্মদ, ট্রলারভাড়াকারী হাজী মো. আব্দুসসোবহান, সানোয়ার হোসেনচৌধুরী, দিলদার হোসেনচৌধুরী, মরিয়ম বেগমমেম্বার ওরফে বদনী, জসীমউদ্দিন, আব্দুল আজিজ, মো.আকতার, মো. জাহাঙ্গীর,নুরুল আবছার ওরফে আবছারমেম্বার, শ্রমিকসরবরাহকারী আরজুমিয়া রওফে আরজু পাগলা,এজাহার মিয়া, মজিবুররহমান ভুলু, শেখ মোহাম্মদ,ফজল আহাম্মদ চৌধুরী, মো.আকবর আলী, বাদশা মিয়া,ওসমান মিস্ত্রী, আব্দুলমান্নান, কবির আহাম্মদ, মো.রফিক, মনির আহাম্মদ,আব্দুল খালেক, মঞ্জুরুলআলম, প্রদীপ কুমার দাশ, নুরনবী, বাবুল মিয়া, সালেহজহুর, আব্দুর রহিম মাঝি,মো. শাহজাহান, আব্দুসসোবহান, আব্দুছ সবুর, শাহআলম, সিরাজুল ইসলাম, হেলালউদ্দিন, ফিরোজ আহাম্মদ,সাইফুদ্দিন, কামাল মিয়া,এনএসআইয়ের সাবেক ফিল্ডঅফিসার আকবর হোসেন,এনএসআইয়ের সাবেক পরিচালক(নিরাপত্তা)উইং কামান্ডার (অব.)সাহাবুদ্দিন, এনএসআইয়েরসাবেক মহাপরিচালক (অব.)আব্দুর রহিম, এনএসআইয়েরসাবেক মহাপরিচালক মেজরজেনারেল (অব.) রেজ্জাকুলহায়দার চৌধুরী, এনএসআইয়েরসাবেক উপ-পরিচালক(টেকনিক্যাল) মেজর (অব.)লিয়াকত হোসেন, সিইউএফএলেরসাবেক এমডি মহসিন উদ্দিনতালুকদার, সিইউএফএলেরসাবেক জিএম (প্রশাসন) কেএমএনামুল হক, সাবেকস্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামবাবর, উলফার সামরিককমাণ্ডার পরেশ বড়ুয়া,সাবেক অতিরিক্ত শিল্পসচিব নুরুল আমিন, সাবেকশিল্পমন্ত্রী ওজামায়াতে ইসলামীর আমীরমতিউর রহমান নিজামী, আবুলহোসেন ও সফিকুর রহমান।উভয় মামলায় গ্রেপ্তারহয়ে কারাগারে থাকা ১১আসামি হলেন- মতিউর রহমাননিজামী, লুৎফুজ্জামানবাবর, রেজ্জাকুল হায়দারচৌধুরী, আবদুর রহিম,শাহাবুদ্দিন, লিয়াকতহোসেন, আকবর হোসেন খান,মহসিন উদ্দিন তালুকদার,কেএম এনামুল হক, হাফিজুররহমান ও দীন মোহাম্মদ।১২ পলাতক আসামি হলেন-নুরুল আমিন, পরেশ বড়ুয়া,মোহাম্মদ সিরাজুল ইসলাম,হেলাল উদ্দিন, আবদুর রহিমমাঝি, মোহাম্মদ শাজাহান,মোহাম্মদ সবুর, শাহ আলম,হাজী সোবহান, প্রদীপকুমার দাশ, নুর নবী ওবাবুল মিয়া।প্রথম অভিযোগপত্রভুক্তমৃত চার আসামি হলেন- মুনীরআহমদ, ইয়াকুব আলী, আতাউররহমান ও আবুল কাশেম মধু,যাদেরপরবর্তীতে অভিযোগপত্রথেকে বাদ দেয়া হয়।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।