সমাজ থেকে জঙ্গীবাদ ও মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে সমাজ থেকে জঙ্গীবাদ ও মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে সিরাজগঞ্জে কমিউনিটি পুলিশিং সদর থানা সমন্বয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারী) শহরের বাজার স্টেশন এলাকায় মুক্তির সোপান চত্বরে কমিউনিটি পুলিশিং থানা আহ্বায়ক গাজী মিজানুর রহমান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না (এম,পি)।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। এছাড়াও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ বিমল কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ পৌরসভার প্যানেল মেয়র, ও প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম, রেলওয়ে কলোনী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।