বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭

সলঙ্গায় কমিউনিটি পুলিশিং সম্মেলন নামে চাঁদাবাজী

সিরাজগঞ্জের সলঙ্গায় কমিউনিটি পুলিশিংএর সভা করার নামে পুলিশের বিরুদ্ধে চাঁদা বাজীর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত থানা সদরের বিভিন্ন দোকান থেকে এ চাদাঁবাজী করা হয়। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে নির্মূল বিষয়ক অনুষ্ঠানের নামে চাঁদা বাজী করায় সলঙ্গা থানার ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষভ বিরাজ করছে।

জানাযায়, আগামী শনিবার বিকেল ৩টায় সলঙ্গা থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যেগে থানা কমিউনিটি পুলিশিং সম্মেলন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানটি কারার নামে থানার উপ-পরিদর্শক শামছুল আলম ও কমিউনিটি পুলিশিং’র সভাপতি আলাউদ্দিন সরকারও সদস্যরা  বিভিন্ন দোকানে আমন্ত্রন পত্র দিয়ে অনুষ্টানের জন্য টাকা দাবী করে। টাকা না দিলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। বাধ্য হয়ে ব্যবসায়ীরা  ৫শ থেকে ১৫শ  টাকা  দিয়েছে। সলঙ্গা বাজারের রফিকুল নামের এক ব্যবসায়ী জানান, আমার কাছ থেকে সলঙ্গা থানা উপ-পরিদর্শক শামছুল আলম ও কমিউনিটি পুলিশিং’র সভাপতি আলাউদ্দিন সরকারও সদস্যরা  ৫০০ টাকা নিয়ে গেছে।

এ বিষয়ে সলঙ্গা থানা কমিউনিটি পুলিশিং’র সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, অনুষ্ঠান করার জন্য দুই এক জন বন্ধুর কাছে সহযোগীতা চেয়েছি মাত্র । কাউকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবী করা হয়নি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রফিক জানান, ভয়ভীতি প্রদর্শন নয় অনুষ্ঠানের জন্য ব্যবসায়ীদের কাছে সহযোগীতার আবেদন করা হয়েছে মাত্র। কিন্তু অভিযোগ ওঠায় এটিও বন্ধ করে দেওয়া হয়েছে। সম্মেলনে প্রধান অতিধি হিসেবে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ গাজী ম,ম আমজাদ হোসেন মিলন ও মুখ্য আলোচক হিসেবে সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন উপস্থিত থাকবেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।