বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪

বেলকুচিতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত

কুড়িয়ে পাওয়া ককটেল বোমা নিয়ে খেলতে গিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে ২ শিশু আহত হয়েছে। এরা হলো, উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের চাঁদ-মিটুয়ানী গ্রামের ঔষধ ব্যবসায়ী হারুন-অর-রশিদের ছেলে সিজান (৬) এবং তাঁত শ্রমিক রফিকুল ইসলামের ছেলে সবুজ (৮)। এদের মধ্যে সবুজকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে রাখা হয়েছে এবং সেজানের অবস্থা গুরতর হওয়ায় তাকে গোপন স্থানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।  

সিজানের চাচা সোহেল রানা জানান, বুধবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে পড়ে থাকা লালটেপে মোড়ানো একটি ককটেল বোমা পেয়ে তা বল মনে করে ওই ২ শিশু সেটি নিয়ে খেলতে থাকে। একপর্যায়ে তা বিস্ফোরিত হলে সবুজ ডান হাতে সামান্য আঘাতপ্রাপ্ত হলেও সিজানের দু’পায়ে গুরুতর জখম হয়।  

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান সন্ধ্যায় জানান, বিষয়টি পরস্পর শুনেছি, এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। এদিকে স্থানীয়রা জানায়, আহত দু’জনই সম্প্রতি পুলিশের গুলিতে নিহত বিএনপি কর্মী মাসুম বিল্লাহ’র ভাতিজা ও ভাগ্নে। সরকার বিরোধী আন্দোলনের জন্য আহতদের বাড়িতে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণে এ ঘটনা ঘটতে পারে। 


 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।