মিথ্যা আশ্বাসে থাইল্যান্ড নিয়ে আটকে রাখার অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের সালাম মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এরা হলেন উপজেলার দৌলতপুর গ্রামের একাব্বর হোসেনের ছেলে কালু গাজী (৩২) ও রুপনাই গ্রামের ইমান আলীর ছেলে বিশু (৪৫)।
এনায়েতপুর থানার এএসআই আব্দুল বারেক জানান, আটকরা ১৯৯৬ সাল থেকে থেকে ২০১০ সাল পর্যন্ত মালয়েশিয়ায় ছিল। দেশে ফিরে আসার পর থেকে অল্প টাকায় মালয়েশিয়া নেওয়ার কথা বলে লোকজন যোগাড় করত তারা।
পরে এসব লোককে ট্রলারে করে থাইল্যান্ডের জঙ্গলে নিয়ে আটকে রেখে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় করত।
কিছুদিন আগে স্থানীয় আব্দুস সামাদের ভাতিজাকে থাইল্যান্ড নিয়ে গিয়ে একই কায়দায় মুক্তিপণ আদায় করে। এ ঘটনায় ১৬ নভেম্বর এনায়েতপুর থানায় আটকদের নামে একটি মামলা করেন তিনি।