শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় দুই কিশোরীর বিয়ের অনুষ্ঠান বন্ধ

সিরাজগঞ্জ সদরে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া দুই কিশোরীর বিয়ের খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে অনুষ্ঠান বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্রবার সকালের দিকে সদরের বাগবাতি ইউনিয়নের হাসনাপাড়া ও শহরের আমলাপাড়ার দুটি বাড়িতে ওই বিয়ের আসর বসে।

ইউএনও মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, “বিয়ের সব প্রস্তুতি নেওয়া ছিল। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় বিয়ে বন্ধ করে দিয়েছি।” সেই সঙ্গে দুই পরিবারকে সর্তক করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। দুই কিশোরীর মধ্যে একজন গোরী আরবান উচ্চ বিদ্যালয় ও অন্যজন হাসনা মুজিব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।