সিরাজগঞ্জ জেলার সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।
শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪
যমুনা নদীতে গ্রামীণফোনের প্রকৌশলী নিখোঁজ
সিরাজগঞ্জে যমুনা নদীর হার্ডপয়েন্ট এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে নেমে গ্রামীণফোনের প্রকৌশলী শাহরিয়ার আজাদ অরভিন (২৫) নিখোঁজ হয়েছেন।
সে ঢাকার রামপুরা এলাকার মৃত. আবুল কালাম আজাদের ছেলে। তিনি গ্রামীণফোনে প্রকৌশলী পদে কর্মরত।
সিরাজগঞ্জ সদর সহকারী উপ-পরিদর্শক হাফিজ মোহাম্মদ রায়হান জানান, ৪ বন্ধু শাহরিয়ার আজাদ অরভিন, প্রিন্স, রাসেল ও এনথোনি ঢাকা থেকে সিরাজগঞ্জ সরকারী কলেজের ইংরেজী অর্নাসের ছাত্র শহরের চান্দালীমোড়ের বাসিন্দা রাসু’র কাছে বেড়াতে আসে।
দুপুর আড়াইটার দিকে তারা বন্ধুরা মিলে নদীতে গোসল করতে নামে। শাহরিয়ার আজাদ অরভিন যে সাতার জানতো না তা বন্ধুদের জানা ছিল না। একপর্যায়ে অল্প পানির মধ্যে সে ডুবে যায়।
এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। রাজশাহী ডুবুরদলকে খবর দেয়া হয়েছে। স্থানীয়রা নিখোজ প্রকৌশলীকে উদ্ধারে নদীতে চেষ্টা চালাচ্ছে।