বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থান সংস্কারে শিগগিরই দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনকালে এ কথা জানান তিনি।

মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় মহাসড়কের ১৪৪টি স্থানকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ১৬৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে‑ একথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'দ্রুত এ প্রকল্পের দরপত্র আহ্বান এবং সংস্কার কাজ শুরু হবে।'

তিনি বলেন, 'ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২টি এবং সিরাজগঞ্জ মহাসড়কে ১০টি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। এ স্থানগুলোতে রাস্তা প্রশস্তকরণ, ডিভাইডার নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কার করা হবে।'
মন্ত্রী বলেন, 'সড়ক নিরাপদ করতে ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কারের পাশাপাশি মূলত তিনটি বিষয়ের ওপর জোর দিতে হবে। এগুলো হল‑ সড়ক বিভাগ ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করে দ্রুত সংস্কার করবে, পুলিশ বিভাগ দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা দেবে আর চালকরা সচেতন হয়ে গাড়ি চালাবে।

তিনি বলেন, 'এগুলো ঠিক থাকলে অবশ্যই মহাসড়কগুলো নিরাপদ থাকবে। এগুলো মেনে চলার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের দুর্ঘটনা অনেকাংশে কমে গেছে। এ মহাসড়কটি এখন বাংলাদেশের মডেল হিসেবে বিবেচ্য হচ্ছে।'

মহাসড়কে অতিরিক্ত ওজনের যানবাহন নিয়ন্ত্রণে সরকার সেনাবাহিনীকে কাজে লাগানোর পরিকল্পনা করছে‑ একথা জানিয়ে মন্ত্রী বলেন, 'চট্টগাম থেকে উত্তরাঞ্চলের পঞ্চগড় পর্যন্ত জাতীয় মহাসড়কে অতিরিক্ত ওজনের যানবাহন নিয়ন্ত্রণে আটটি ওজন স্টেশন বা ওয়ে স্কেল স্থাপন করা হবে। ইতোমধ্যেই চট্টগ্রামে তিনটির স্থাপন কাজ শেষ হয়েছে। সবগুলোর কাজ শেষে বঙ্গবন্ধু সেতুর মতো সেনাবাহিনী দিয়েই মহাসড়কে অতিরিক্ত ওজনের যানবাহন নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে সরকারের।'

সারাদেশের মহাসড়কগুলোকে নিরাপদ সড়ক হিসাবে গড়ে তোলার জন্য সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।
এ সময় সড়ক ও জনপথের (সওজ) রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম, পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রওশন, রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান, সিরাজগঞ্জ সওজ নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম হাসান আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।