শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গী মোকাবিলা থেকে শুরু করে দেশে দারিদ্র বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি ক্ষেত্রে প্রভূত উন্নয়ন করে যাচ্ছেন- মোহাম্মাদ নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪-দলের মুখপাত্র, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি নির্বাচন নিয়ে কোন সংলাপ বা বৈঠকের কথা নাকচ করে দিয়ে বলেছেন, ২০১৯ সালের আগে এদেশে কোন নির্বাচন নয়।  সংবিধান অনুযায়ী ৫ বছরের আগে কোন নির্বাচন হতে পারে না। ৫ জানুয়ারীর আগে নির্বাচন প্রতিহতের নামে যারা  মানুষ খুন করেছে। সেই খুনীদের সঙ্গে কোন সংলাপ হতে পারে না।
শুক্রবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গী মোকাবিলা করেছেন। দেশে দারিদ্র বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি ক্ষেত্রে প্রভূত উন্নয়ন করেছেন। বিশ্বদরবারে তা প্রশংশিতও হয়েছে। বিএনপি যতই তর্জন গর্জন করুক না কেন, রাজপথে আন্দোলনে নামার ক্ষমতা তাদের নেই উল্লেখ করে দলের সিনিয়র এই নেতা বলেছেন- ছকে বাধানো কর্মসূচি ঘোষনা করে যাদের কেন্দ্রীয় নেতারা ঘরে বসে থাকেন, তাদের ডাকে সাড়া দেবার মত কর্মী বিএনপিতে পাওয়া যাবেনা।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনেতিক উপদেষ্টা এইচ,টি ইমাম। এছাড়াও সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, অধাপক ডা. হাবিবে মিল্লাত এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, তানভির ইমাম এমপি ও সেলিনা বেগম স্বপ্না এমপি সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন দলের সাধারন সম্পাদক অ্যাডবোকেট কেএম হোসেন আলী হাসান।
আন্দোলনের মাধ্যমেই এ সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে নাসিম বলেছেন যত আন্দোলনের হুমকিই তারা দিক না কেন, রাজপথে আন্দোলনে নামার ক্ষমতা তাদের নেই। জনগনের ভোটে নির্বাচিত বর্তমান সরকার তার দেয়া প্রতিশ্র“তি অনুযায়ী উন্নয়ন কাজ অব্যাহত রাখবেই। দেশবাসীই আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ হাসিনার কাজের যথাযথ মূল্যায়ন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনেতিক উপদেষ্টা এইচ, টি ইমাম বলেছেন- বিএনপি ৫ জানুযারীর নির্বাচন প্রতিহত করতে গিয়ে দেশে খুন খারাবী করেছে। তারপরও দেশে নির্বাচন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হযেছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।