বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের আলোকদিয়ায় এসএ পরিবহনের মাল বোঝাই
একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার স্বীকার হয়েছে। এ
দুর্ঘটনাস্থলে আসার পথে একই সংস্থার ম্যানেজার ডাকাতের কবলে পড়েন। এসময়
ডাকাতেরা অস্ত্রের মুখে তার কাছে রক্ষিত প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে
যায়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা থেকে আসার উত্তরবঙ্গে আসার পথে উল্লেখিত স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে চালক হাবিবুর রহমানসহ ৩ জন আহত হয়েছে এবং কাভার্ডভ্যানটি রাস্তার পার্শ্বের একটি দোকানের মধ্যে ঢুকে পড়ায় দোকানটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে, এসএ পরিবহনের কাভার্ডভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ার খবরে ওই প্রতিষ্ঠানের টাঙ্গাইল শাখার ম্যানেজার তাজুল ইসলাম মোটরসাইকেল যোগে দুর্ঘটনাস্থলে আসার পথে রাত সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কাশেম মোড় এলাকায় একদল ডাকাতের কবলে পড়েন। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে তার কাছ থেকে উল্লেখিত নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা থেকে আসার উত্তরবঙ্গে আসার পথে উল্লেখিত স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে চালক হাবিবুর রহমানসহ ৩ জন আহত হয়েছে এবং কাভার্ডভ্যানটি রাস্তার পার্শ্বের একটি দোকানের মধ্যে ঢুকে পড়ায় দোকানটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে, এসএ পরিবহনের কাভার্ডভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ার খবরে ওই প্রতিষ্ঠানের টাঙ্গাইল শাখার ম্যানেজার তাজুল ইসলাম মোটরসাইকেল যোগে দুর্ঘটনাস্থলে আসার পথে রাত সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কাশেম মোড় এলাকায় একদল ডাকাতের কবলে পড়েন। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে তার কাছ থেকে উল্লেখিত নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।