বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

সিরাজগঞ্জে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুওলিকা দাহ ও বিক্ষোভ।

ছবিঃ আব্দুল খালেক তালুকদার
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে শিষ্টাচার বর্হিভূত নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ছাত্র লীগের নেতা কর্মীরা প্রধান সড়কে মিছিল করেছে। 

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে।
 
জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ায় পাকিস্তান পার্লমেন্টে নিন্দা প্রস্তাবের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ।

এদিকে শাহজাদপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা শহর প্রদক্ষিণকালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।