বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩

একতরফা নির্বাচন করে সরকার স্বৈরতন্ত্র কায়েম করছে - রুমানা মাহমুদ এমপি


সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সংসদ সদস্য রুমানা মাহমুদ এমপি বলেছেন, গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের অংশগ্রহণ এবং জনমতের প্রতিফলন ঘটে নির্বাচনের মধ্য দিয়ে। অথচ সরকারের একরোখা মানসিকতা, গোঁয়ার্তুমি, হত্যা নির্যাতন করে প্রার্থী বিহীন একতরফা নির্বাচন করে গণতন্ত্রের লেবাসে স্বৈরতন্ত্র কায়েম করছে।

বুধবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির সহসভাপতি গাজী ফখরুল ইসলাম তনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এ্যাড. আমানউল্লাহ মন্ডল, গাজি আজিজুর রহমান দুলাল, অধ্যক্ষ গাজি আব্দুল আজিজ সরকার, এ্যাড. রফিক সরকার, আলমগীর হোসেন জুয়েল, খ ম রোকনুজ্জামান, দিলীপ কুমার, সুলতানা তালুকদার রীন, শামিমা বেগম প্রমুখ।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।