বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩

যৌথবাহিনীর অভিযান এবার সিরাজগঞ্জে

সিরাজগঞ্জে শীঘ্রই শুরু হতে যাচ্ছে যৌথবাহিনীর কম্বিং অপারেশন। যৌথবাহিনীর এই চিরুনি অভিযানে মাঠে থাকছে পুলিশ, র‌্যাব ও বিজিবি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রোববারের আইন শৃংখলা সংক্রান্ত বৈঠক থেকেই এমন সিদ্ধান্তের কথা যৌথবাহিনীকে বলা হয়েছে।

যৌথবাহিনীর চিরুনি অভিযান নামে এ অভিযান চলবে প্রত্যন্ত অঞ্চলেও। নাশকতায় ইন্ধনদাতা ও জড়িতদের আটক করাই হবে অভিযানের মূল উদ্দেশ্য।

জানা গেছে, নাশকতার ভিত্তিতে দেশের কয়েকটি জেলাকে স্পর্শকাতর বলে উল্লেখ করেছে আইনশৃংখলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে সিরাজগঞ্জ জেলাও রয়েছে। অন্যান্য জেলাগুলো হচ্ছে- সাতক্ষীরা, চট্টগ্রাম, ফেনী, বগুড়া, রাজশাহী, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা ও মেহেরপুর।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।